ETV Bharat / state

Theft Attempt at ATM : গ্যাস কাটার দিয়ে বর্ধমানে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএম লুটের চেষ্টা - Theft Attempt at ATM

গ্যাস কাটার দিয়ে এটিএম কাটার চেষ্টা করা হল । ঘটনাটি বর্ধমান শহরের আঁকর বাগান এলাকায় একটা রাষ্ট্রায়ত্ত ব্যাংকের (theft attempt at atm kiosk in burdwan) ৷ গ্যাস কাটার দিয়ে এটিএম ভাঙার চেষ্টা করল দুষ্কৃতীরা ।

Attempts to rob ATM in Burdwan
ATM Robbery
author img

By

Published : Apr 24, 2022, 9:59 PM IST

বর্ধমান, 24 এপ্রিল : এবার এটিএম লুঠে ব্য়বহার করা হল অভিনব পন্থা ৷ গ্যাস কাটার দিয়ে এটিএম কাটার চেষ্টা করা হল । বর্ধমান শহরের আঁকর বাগান এলাকার একটা রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএমে এই ঘটনা ঘটে (theft attempt at atm kiosk in burdwan) ৷ গ্যাস কাটার দিয়ে এটিএম ভাঙার চেষ্টা করল দুষ্কৃতীরা । ফলে এটিএমে আগুন ধরে যায় । খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকল কর্মীরা । পৌঁছয় বর্ধমান থানার পুলিশ ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বর্ধমান শহরের 25 নং ওয়ার্ডের আঁকরবাগান এলাকায় একটা বাড়ির নিচে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম আছে । গতকাল ভোরের দিকে দুষ্কৃতীরা সেই এটিএম ভাঙার চেষ্টা করে । গ্যাস কাটার দিয়ে এটিএম কাটার চেষ্টা করা হয় । ফলে এটিএমে আগুন ধরে যায় । খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের একটা ইঞ্জিন । এদিন ওই এটিএমে তদন্তের জন্য যায় বর্ধমান থানার পুলিশ । এটিএম সংলগ্ন ব্যবসায়ী বাপি বিশ্বাস বলেন, "সাড়ে বারোটা-একটা পর্যন্ত কাজ করেছি । তারপর দোকানেই ঘুমিয়ে পড়ি । ভোরের দিকে শুনতে পাই এটিএমে চুরির ঘটনা ঘটেছে । পরে পুলিশ আসে । পুলিশ আমাকে জিজ্ঞাসা করে । এর আগেও এই ধরনের ঘটনা ঘটেছে । তাই আমাদের ভয়ও আছে ।"

স্থানীয় বাসিন্দা লক্ষ্মী দাস বলেন, "এটিএম কাউন্টারে গ্যাস কাটার দিয়ে পোড়ানোর চেষ্টা করা হয়েছে । ভোরের দিকে দমকল ও পুলিশ আসে । আগুন দেখা যাচ্ছিল । এর আগেও বছর খানেক আগে এটিএম লুঠ করার চেষ্টা হয়েছিল । যদিও এই রাস্তা দিয়ে রাতের দিকেও লোক চলাচল করে । এরপরেও কী করে ঘটল এরকম ঘটনা কে জানে ।" শহরের মধ্যে এইভাবে এটিএম ভাঙার চেষ্টায় আতঙ্ক ছড়িয়েছে ব্যবসায়ীদের মধ্যে । ঘটনার তদন্ত শুরু করেছে বর্ধমান থানার পুলিশ । ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি ।

আরও পড়ুন: Haridevpur bomb recovery: হরিদেবপুর কাণ্ডে সিসিটিভি ফুটেজ দেখে উঠছে একাধিক প্রশ্ন

বর্ধমান, 24 এপ্রিল : এবার এটিএম লুঠে ব্য়বহার করা হল অভিনব পন্থা ৷ গ্যাস কাটার দিয়ে এটিএম কাটার চেষ্টা করা হল । বর্ধমান শহরের আঁকর বাগান এলাকার একটা রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএমে এই ঘটনা ঘটে (theft attempt at atm kiosk in burdwan) ৷ গ্যাস কাটার দিয়ে এটিএম ভাঙার চেষ্টা করল দুষ্কৃতীরা । ফলে এটিএমে আগুন ধরে যায় । খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকল কর্মীরা । পৌঁছয় বর্ধমান থানার পুলিশ ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বর্ধমান শহরের 25 নং ওয়ার্ডের আঁকরবাগান এলাকায় একটা বাড়ির নিচে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম আছে । গতকাল ভোরের দিকে দুষ্কৃতীরা সেই এটিএম ভাঙার চেষ্টা করে । গ্যাস কাটার দিয়ে এটিএম কাটার চেষ্টা করা হয় । ফলে এটিএমে আগুন ধরে যায় । খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের একটা ইঞ্জিন । এদিন ওই এটিএমে তদন্তের জন্য যায় বর্ধমান থানার পুলিশ । এটিএম সংলগ্ন ব্যবসায়ী বাপি বিশ্বাস বলেন, "সাড়ে বারোটা-একটা পর্যন্ত কাজ করেছি । তারপর দোকানেই ঘুমিয়ে পড়ি । ভোরের দিকে শুনতে পাই এটিএমে চুরির ঘটনা ঘটেছে । পরে পুলিশ আসে । পুলিশ আমাকে জিজ্ঞাসা করে । এর আগেও এই ধরনের ঘটনা ঘটেছে । তাই আমাদের ভয়ও আছে ।"

স্থানীয় বাসিন্দা লক্ষ্মী দাস বলেন, "এটিএম কাউন্টারে গ্যাস কাটার দিয়ে পোড়ানোর চেষ্টা করা হয়েছে । ভোরের দিকে দমকল ও পুলিশ আসে । আগুন দেখা যাচ্ছিল । এর আগেও বছর খানেক আগে এটিএম লুঠ করার চেষ্টা হয়েছিল । যদিও এই রাস্তা দিয়ে রাতের দিকেও লোক চলাচল করে । এরপরেও কী করে ঘটল এরকম ঘটনা কে জানে ।" শহরের মধ্যে এইভাবে এটিএম ভাঙার চেষ্টায় আতঙ্ক ছড়িয়েছে ব্যবসায়ীদের মধ্যে । ঘটনার তদন্ত শুরু করেছে বর্ধমান থানার পুলিশ । ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি ।

আরও পড়ুন: Haridevpur bomb recovery: হরিদেবপুর কাণ্ডে সিসিটিভি ফুটেজ দেখে উঠছে একাধিক প্রশ্ন

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.