পূর্ব বর্ধমান, 14 ফেব্রুয়ারি : বিবিকে ফিরে পেতে 14 ফেব্রুয়ারি ভ্যালেনটাইন ডে-তে শ্বশুরবাড়ির সামনে ধরনায় বসলেন যুবক ৷ যদিও শ্বশুরবাড়ির সকলেই বর্তমানে বেপাত্তা৷ বন্ধ দরজা, কোলাপসেবল গেটে তালা ঝুলছে৷ তাতে অবশ্য কিছু এসে যায়নি যুবক রেজা়উলের৷ তিনি বন্ধ দরজার সামনে বসে পড়েছেন ৷ পিছনে ঝুলছে বিবি নাসরিনা ও তাঁর একান্ত ছবি ৷ দু'হাতে দুটো প্ল্যাকার্ড ৷ যাতে হাতে লেখা--"আমার বিবাহিত স্ত্রী আমাকে ফিরিয়ে দাও", "6 বছর নষ্ট করলে কেন আমার, নাসরিন?" রেজা়উলের সাফ কথা, যতক্ষণ না বিবিকে ফিরিয়ে দিচ্ছে শ্বশুরবাড়ি ততক্ষণ চলবে ধরনা ৷
6 বছর প্রেমের পর বাড়ির অমতে শেখ রেজাউলকে বিয়ে করেছিল নাসরিনা খাতুন । অভিযোগ, বিয়ের কিছুদিন পর রেজা়উলকে ভুল বুঝিয়ে নাসরিনাকে ফিরয়ে নিয়ে যায় নাসরিনার বাবা শেখ রফিক । এরপর বাড়িতে তালা ঝুলিয়ে পরিবার সহ বেপাত্তা হয় শেখ রফিক। এর মধ্যে বিবি নাসরিনার সঙ্গে কোনওভাবে যোগাযোগ করতে পারেননি তিনি ৷ আজ ভ্যালেন্টাইন ডে-তে স্ত্রীকে ফিরে পেতে শ্বশুরবাড়ির সামনে ধরনায় বসেন রেজা়উল। তিনি বলেন, "নাসরিনার বাড়ির অমতে বিয়ে করি ৷ এরপর থেকে নাসরিনার বাবা শেখ রফিক নানা অজুহাতে মেয়েকে নিজের বাড়িতে ফেরানোর চেষ্টা করেন।"
রেজাউলের দাবি, দিন কয়েক আগে শ্বশুর তাঁকে জানান, তিনি ছোটো মেয়েকে বাড়িতে আনতে না পারলে বড় মেয়ের বিয়ে ঠিক করা যাবে না । শ্বশুরের কথা বিশ্বাস করে স্ত্রীকে বাপের বাড়ি পাঠান তিনি। যদিও বিবি নাসরিনা যেতে চাননি । ঘটনা মোড় নেয় এরপর, যখন রেজাউল শ্বশুরবাড়িতে বিবির সঙ্গে দেখা করতে গেলে তাঁকে বের করে দেওয়া হয়। বিবির সঙ্গে ফোনেও যোগাযোগ করতে দেওয়া হয়নি বলে অভিযোগ । এর কিছুদিন পর হঠাৎ বেপাত্তা হয় শেখ রফিকের পরিবার৷ বাধ্য হয়ে ধরনার সিদ্ধান্ত রেজা়উলের ৷ সেই মতো আজ প্রেম দিবসে বিবিকে ফিরিয়ে দেওয়ার আর্জি জানিয়ে শ্বশুরবাড়ির সামনে ধরনায় বসে সে।
এই ঘটনায় বর্ধমানের সরাইটিকর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। শ্বশুরবাড়ির তালাবন্ধ দরজার সামনে থমথমে মুখে বসে থাকা শেখ রেজাউলকে ঘির ভিড় জমিয়েছে কৌতূহলীরা ৷