ETV Bharat / state

বাড়ছে মুরগির মাংসের দাম, খতিয়ে দেখার আশ্বাস মন্ত্রীর

author img

By

Published : Jun 13, 2020, 4:44 AM IST

লকডাউন শিথিল হওয়ার পর থেকেই বর্ধমান শহরে লাফিয়ে লাফিয়ে বাড়ছে পোলট্রি মুরগির মাংসের দাম ৷ লকডাউনে যেটা 80 টাকা প্রতি কিলো ছিল সেটাই বেড়ে হয়েছে 250-280 টাকা প্রতি কিলো ৷

image
মুরগির মাংসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি

বর্ধমান, 13 জুন : বর্ধমান শহরে বাড়ছে মুরগির মাংসের দাম । লকডাউনে শুরুর দিকে দাম কম থাকলেও পর পর সেই দাম বেড়ে গেছে ৷ প্রতিকিলো মুরগির মাংসের দাম ছাড়িয়েছে 250 টাকার গণ্ডি ৷ বর্তমানে তা 300 টাকার দোড়গোড়ায়৷ কিন্তু কেন পোলট্রির মুরগির মাংসের এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ? প্রশ্ন উঠছে বিভিন্ন মহল থেকে ৷ শুক্রবার বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিলেন রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্প তথা প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ ।

লকডাউনের শুরুর দিকে মুরগির মাংসের দাম নেমে এসেছিল আশি টাকা প্রতি কিলো । এরপরেই একলাফে দাম দ্বিগুণের বেশি বেড়ে যায় । এদিকে দাম ক্রমাগত বাড়তে থাকায় দোকানে কমতে থাকে ক্রেতার সংখ্যা । বর্ধমান শহরের স্টেশন বাজার , পার্কাস রোড, শাঁখারি পুকুর, বিবেকানন্দ কলেজ মোড় সহ বিভিন্ন এলাকায় কাটা মুরগির মাংসের দাম গড়ে 250 থেকে 280 টাকা ।

রাজ্যের প্রাণী সম্পদ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, ‘‘ মুরগির মাংসের এই অস্বাভাবিক দাম বৃদ্ধির কথা সামনে এসেছে । অতিরিক্ত দাম বাড়ার অভিযোগ কেউ করলে বিষয়টি খতিয়ে দেখা হবে । তবে হরিণঘাটাতে যে সরকারি মুরগির দোকান ‘হরিণঘাটা মিট’ আছে সেখানে মুরগির মাংসের দাম 140 টাকা কেজি। এমনকী প্রতিকূল পরিস্থিতিতেও সেখানেও মাংসের দাম বাড়েনি । শুধু তাই নয়, মুখ্যমন্ত্রীর নির্দেশে ওখানে মুরগির দাম কখনও বাড়েনি। আমার দপ্তরকে বলব বিষয়টি নিয়ে খোঁজ খবর নিতে।’’

বর্ধমান, 13 জুন : বর্ধমান শহরে বাড়ছে মুরগির মাংসের দাম । লকডাউনে শুরুর দিকে দাম কম থাকলেও পর পর সেই দাম বেড়ে গেছে ৷ প্রতিকিলো মুরগির মাংসের দাম ছাড়িয়েছে 250 টাকার গণ্ডি ৷ বর্তমানে তা 300 টাকার দোড়গোড়ায়৷ কিন্তু কেন পোলট্রির মুরগির মাংসের এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ? প্রশ্ন উঠছে বিভিন্ন মহল থেকে ৷ শুক্রবার বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিলেন রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্প তথা প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ ।

লকডাউনের শুরুর দিকে মুরগির মাংসের দাম নেমে এসেছিল আশি টাকা প্রতি কিলো । এরপরেই একলাফে দাম দ্বিগুণের বেশি বেড়ে যায় । এদিকে দাম ক্রমাগত বাড়তে থাকায় দোকানে কমতে থাকে ক্রেতার সংখ্যা । বর্ধমান শহরের স্টেশন বাজার , পার্কাস রোড, শাঁখারি পুকুর, বিবেকানন্দ কলেজ মোড় সহ বিভিন্ন এলাকায় কাটা মুরগির মাংসের দাম গড়ে 250 থেকে 280 টাকা ।

রাজ্যের প্রাণী সম্পদ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, ‘‘ মুরগির মাংসের এই অস্বাভাবিক দাম বৃদ্ধির কথা সামনে এসেছে । অতিরিক্ত দাম বাড়ার অভিযোগ কেউ করলে বিষয়টি খতিয়ে দেখা হবে । তবে হরিণঘাটাতে যে সরকারি মুরগির দোকান ‘হরিণঘাটা মিট’ আছে সেখানে মুরগির মাংসের দাম 140 টাকা কেজি। এমনকী প্রতিকূল পরিস্থিতিতেও সেখানেও মাংসের দাম বাড়েনি । শুধু তাই নয়, মুখ্যমন্ত্রীর নির্দেশে ওখানে মুরগির দাম কখনও বাড়েনি। আমার দপ্তরকে বলব বিষয়টি নিয়ে খোঁজ খবর নিতে।’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.