ETV Bharat / state

রামনবমীর রাতে ভিড় করে উৎসব পালন, বিতর্ক বর্ধমানে - news of bardhaman

লকডাউন ও সরকারি নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে জমায়েত করে রামনবমী পালন করা হল বর্ধমানে । রাতের দিকে সেখানে ভিড় হয়েছিল চোখে পড়ার মতো । ইতিমধ্যেই এই নিয়ে শুরু হয়েছে বিতর্ক । তবে হিন্দু জাগরণ মঞ্চের তরফে জমায়েত করে রামনবমী পালনের কথা অস্বীকার করা হয়েছে ।

ram nabami
রামনবমীতে ভিড়
author img

By

Published : Apr 4, 2020, 8:16 AM IST

বর্ধমান, 4 এপ্রিল: দেশজুড়ে চলছে লকডাউন । নিষেধাজ্ঞা জারি রয়েছে জমায়েতের উপর । কিন্তু এরই মধ্যে লকডাউন না মেনে রীতিমতো জমায়েত করে রামনবমী উৎসব পালন হল বর্ধমানের লোকো বাজার এলাকায় । রাতের দিকে সেখানে ভিড় ছিল যথেষ্ট । যা নিয়ে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে । যদিও হিন্দু জাগরণ মঞ্চের দাবি, তারা কোথাও জমায়েত করে রামনবমী উৎসব পালন করেনি ।

স্থানীয় সূত্রে খবর, বর্ধমানের লোকো বাজার এলাকায় রামনবমীর রাতে ঘটা করে উৎসব পালন করা হয় । সেখানে অনেক মানুষের জমায়েত হয়েছিল । সরকারি নির্দেশিকা না মেনেই ভিড় করে উৎসবে অংশ নেন মানুষজন ।

ramnabami
রামনবমীর উৎসব পালন বর্ধমানে

তবে উৎসব পালনের কথা অস্বীকার করেছে হিন্দু জাগরণ মঞ্চ । সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তারা কোথাও জমায়েত করে রামনবমী পালন করেনি । বরং জেলায় রামনবমীর সমস্ত উৎসব বাতিল করা হয়েছে । এবার বাড়ি বাড়ি রামনবমী উৎসব পালনের আয়োজন করা হয়েছিল ।

বর্ধমান, 4 এপ্রিল: দেশজুড়ে চলছে লকডাউন । নিষেধাজ্ঞা জারি রয়েছে জমায়েতের উপর । কিন্তু এরই মধ্যে লকডাউন না মেনে রীতিমতো জমায়েত করে রামনবমী উৎসব পালন হল বর্ধমানের লোকো বাজার এলাকায় । রাতের দিকে সেখানে ভিড় ছিল যথেষ্ট । যা নিয়ে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে । যদিও হিন্দু জাগরণ মঞ্চের দাবি, তারা কোথাও জমায়েত করে রামনবমী উৎসব পালন করেনি ।

স্থানীয় সূত্রে খবর, বর্ধমানের লোকো বাজার এলাকায় রামনবমীর রাতে ঘটা করে উৎসব পালন করা হয় । সেখানে অনেক মানুষের জমায়েত হয়েছিল । সরকারি নির্দেশিকা না মেনেই ভিড় করে উৎসবে অংশ নেন মানুষজন ।

ramnabami
রামনবমীর উৎসব পালন বর্ধমানে

তবে উৎসব পালনের কথা অস্বীকার করেছে হিন্দু জাগরণ মঞ্চ । সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তারা কোথাও জমায়েত করে রামনবমী পালন করেনি । বরং জেলায় রামনবমীর সমস্ত উৎসব বাতিল করা হয়েছে । এবার বাড়ি বাড়ি রামনবমী উৎসব পালনের আয়োজন করা হয়েছিল ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.