ETV Bharat / state

ইঁদুর খুঁজতে গিয়ে পাইপ থেকে বেরিয়ে এল বোমা, আতঙ্ক গলসিতে - ইঁদুর খুঁজতে গিয়ে পাইপ থেকে বেরিয়ে এল বোমা

ইঁদুর খুঁজতে গিয়ে পাইপের ভিতর থেকে পাওয়া গেল বোমা ৷ ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার গলসি থানার ভূঁড়ি অঞ্চলে ৷ বোমা উদ্ধার হওয়ায় স্বাভাবিকভাবেই আতঙ্কে এলাকার মানুষ ৷

ইঁদুর খুঁজতে গিয়ে পাইপ থেকে বেরিয়ে এল বোমা
ইঁদুর খুঁজতে গিয়ে পাইপ থেকে বেরিয়ে এল বোমা
author img

By

Published : May 28, 2021, 10:51 PM IST

গলসি, 28 মে : ইঁদুরের খোঁজে বেরিয়েছিলেন এক আদিবাসী যুবক । রাস্তার পাশে একটা পাইপের মধ্যে ইঁদুরের জন্য লাঠি খোঁচাতেই মিলল বোমা । পূর্ব বর্ধমান জেলার গলসি থানার ভূঁড়ি অঞ্চলের এই ঘটনার খবর জানাজানি হতেই ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় । খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডকে । খবর পেয়েই পুলিশ গিয়ে জায়গাটি ঘিরে রাখে ।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা সোনাই হাঁসদা বলেন, "সকালে ইঁদুর মারতে বেরিয়েছিলাম । একটা পাইপের মধ্যে দেখতে পাই একটা নতুন ব্যাগ রাখা আছে । লাঠি দিয়ে খুঁচিয়ে দেখতেই দেখি নারকেলের মত গোলাকার বস্তু রাখা আছে । উঁকি মেরে দেখতে পাই সুতলির দড়ি বাঁধা আছে । তখন সেখান থেকে পালিয়ে আসি । এক প্রতিবেশীর কাছ থেকে মোবাইল ফোন নিয়ে আমাদের মনিবকে ফোন করি । তারপরে পুলিশকে খবর দেওয়া হয় ।"

এই ঘটনায় স্থানীয় তৃণমূল নেতা সুবোধ ঘোষ বলেন, ‘‘খবর পেলাম মেরুয়াল দাসপাড়া এলাকায় রাস্তায় একটা পাইপের তলায় বোমা পাওয়া গেছে । এলাকার মানুষ আতঙ্কিত । আমাদের অনুমান বিজেপির লোকেরাই এই কাজ করেছে । তারা এলাকায় সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করতে চাইছে । ভোটের ফল বেরোতেই জুজুটি এলাকায় বিজেপি নেতার বাড়িতে বোমা পাওয়া গিয়েছিল । পুলিশ তদন্ত করে দেখছে ।’’

আরও পড়ুন : দিল্লিতে বদলি রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়

স্থানীয় বিজেপি নেতা অভিজিৎ সিকদার অস্বীকার করে বলেন, ‘‘বিজেপির কেউ বোমাবাজির কারবারে যুক্ত নেই । ওটা তৃণমূল কংগ্রেসের কালচার হয়ে দাঁড়িয়েছে । পুলিশ তদন্ত করলেই সেটা পরিষ্কার হয়ে যাবে ।’’

গলসি, 28 মে : ইঁদুরের খোঁজে বেরিয়েছিলেন এক আদিবাসী যুবক । রাস্তার পাশে একটা পাইপের মধ্যে ইঁদুরের জন্য লাঠি খোঁচাতেই মিলল বোমা । পূর্ব বর্ধমান জেলার গলসি থানার ভূঁড়ি অঞ্চলের এই ঘটনার খবর জানাজানি হতেই ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় । খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডকে । খবর পেয়েই পুলিশ গিয়ে জায়গাটি ঘিরে রাখে ।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা সোনাই হাঁসদা বলেন, "সকালে ইঁদুর মারতে বেরিয়েছিলাম । একটা পাইপের মধ্যে দেখতে পাই একটা নতুন ব্যাগ রাখা আছে । লাঠি দিয়ে খুঁচিয়ে দেখতেই দেখি নারকেলের মত গোলাকার বস্তু রাখা আছে । উঁকি মেরে দেখতে পাই সুতলির দড়ি বাঁধা আছে । তখন সেখান থেকে পালিয়ে আসি । এক প্রতিবেশীর কাছ থেকে মোবাইল ফোন নিয়ে আমাদের মনিবকে ফোন করি । তারপরে পুলিশকে খবর দেওয়া হয় ।"

এই ঘটনায় স্থানীয় তৃণমূল নেতা সুবোধ ঘোষ বলেন, ‘‘খবর পেলাম মেরুয়াল দাসপাড়া এলাকায় রাস্তায় একটা পাইপের তলায় বোমা পাওয়া গেছে । এলাকার মানুষ আতঙ্কিত । আমাদের অনুমান বিজেপির লোকেরাই এই কাজ করেছে । তারা এলাকায় সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করতে চাইছে । ভোটের ফল বেরোতেই জুজুটি এলাকায় বিজেপি নেতার বাড়িতে বোমা পাওয়া গিয়েছিল । পুলিশ তদন্ত করে দেখছে ।’’

আরও পড়ুন : দিল্লিতে বদলি রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়

স্থানীয় বিজেপি নেতা অভিজিৎ সিকদার অস্বীকার করে বলেন, ‘‘বিজেপির কেউ বোমাবাজির কারবারে যুক্ত নেই । ওটা তৃণমূল কংগ্রেসের কালচার হয়ে দাঁড়িয়েছে । পুলিশ তদন্ত করলেই সেটা পরিষ্কার হয়ে যাবে ।’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.