ETV Bharat / state

মুখ্যমন্ত্রীর কাছে সারা বছরের কাজের দাবি অস্থায়ী হোমগার্ডদের - সারা বছরের কাজের দাবি অস্থায়ী হোমগার্ডদের

শনিবার বর্ধমান স্টেশন থেকে শহরের কার্জনগেট পর্যন্ত মিছিল করেন অস্থায়ী হোমগার্ডরা ৷

s
s
author img

By

Published : Jul 17, 2021, 10:32 PM IST

বর্ধমান, 17 জুলাই : দুর্গাপুজোর দশ দিন কাজ দেওয়া হয় অস্থায়ী হোমগার্ডদের । এর পর গোটা বছর কাজ থাকে না তাঁদের । ফলে সংসার চালাতে হিমসিম খেতে হয় । যখন যে কাজ পান তাই করেন ৷ এবার সারা বছরের কাজের দাবিতে শনিবার বর্ধমান শহরে মিছিল করলেন অস্থায়ী হোমগার্ডরা । মিছিলে পথ নিরাপত্তা সচেতনতা প্রচারও করলেন তাঁরা ৷

শনিবার বর্ধমান স্টেশন থেকে শহরের কার্জনগেট পর্যন্ত মিছিল করেন অস্থায়ী হোমগার্ডরা ৷ মিছিলে কাজের দাবিতে স্লোগান তোলার পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই বিষয়ে আবেদনও জানান তাঁরা ৷

আরও পড়ুন: অবসরপ্রাপ্ত হোমগার্ড ও NVF কর্মীদের পাশে বাঁকুড়া জেলা পুলিশ

অস্থায়ী হোমগার্ড কার্তিক চক্রবর্তী বলেন, "দুর্গাপুজোর সময় অস্থায়ী হোমগার্ড হিসেবে কাজ করেছিলাম । তারপর থেকে কোনও কাজ নেই । ফলে সংসার চালাতে গিয়ে হিমসিম খাচ্ছি । আমাদের সারা বছরের হোমগার্ডের কাজ দেওয়া হোক ৷ মুখ্যমন্ত্রীর কাছে এই আবেদন জানাচ্ছি ।"

বর্ধমান, 17 জুলাই : দুর্গাপুজোর দশ দিন কাজ দেওয়া হয় অস্থায়ী হোমগার্ডদের । এর পর গোটা বছর কাজ থাকে না তাঁদের । ফলে সংসার চালাতে হিমসিম খেতে হয় । যখন যে কাজ পান তাই করেন ৷ এবার সারা বছরের কাজের দাবিতে শনিবার বর্ধমান শহরে মিছিল করলেন অস্থায়ী হোমগার্ডরা । মিছিলে পথ নিরাপত্তা সচেতনতা প্রচারও করলেন তাঁরা ৷

শনিবার বর্ধমান স্টেশন থেকে শহরের কার্জনগেট পর্যন্ত মিছিল করেন অস্থায়ী হোমগার্ডরা ৷ মিছিলে কাজের দাবিতে স্লোগান তোলার পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই বিষয়ে আবেদনও জানান তাঁরা ৷

আরও পড়ুন: অবসরপ্রাপ্ত হোমগার্ড ও NVF কর্মীদের পাশে বাঁকুড়া জেলা পুলিশ

অস্থায়ী হোমগার্ড কার্তিক চক্রবর্তী বলেন, "দুর্গাপুজোর সময় অস্থায়ী হোমগার্ড হিসেবে কাজ করেছিলাম । তারপর থেকে কোনও কাজ নেই । ফলে সংসার চালাতে গিয়ে হিমসিম খাচ্ছি । আমাদের সারা বছরের হোমগার্ডের কাজ দেওয়া হোক ৷ মুখ্যমন্ত্রীর কাছে এই আবেদন জানাচ্ছি ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.