ETV Bharat / state

বাবা-মা'র বকুনি, আত্মঘাতী কিশোরী - বর্ধমানে আত্মঘাতী কিশোরী

লকডাউনে স্কুল বন্ধ থাকায় বাড়িতে বসে মোবাইলে বেশিরভাগ সময় গেম খেলত অর্পিতা ৷ পরিবারের লোকজনের বক্তব্য, এই নিয়ে বাবা-মা বকাবকি করায় আত্মঘাতী হয়েছে সে ৷

আত্মঘাতী কিশোরী
Teenage girl commits suicide
author img

By

Published : Jul 8, 2020, 2:52 AM IST

পূর্বস্থলী, 8 জুলাই : পড়াশোনা না করে সবসময় মোবাইল নিয়ে ঘাঁটাঘাঁটি ৷ সেজন্য বকাবকি করেছিলেন বাবা মা ৷ অভিমানে আত্মঘাতী হল এক কিশোরী । মৃতার নাম অর্পিতা বিশ্বাস । তার বাড়ি পূর্ব বর্ধমানের পূর্বস্থলী 2 ব্লকের মেড়তলা অঞ্চলের সিমলা গ্রামে ।

মেড়বন্ধু উচ্চ বিদ্যালয়ে ক্লাস টুয়েলভে পড়ত অর্পিতা ৷ পরিবারের লোকজনের বক্তব্য, স্কুল বন্ধ থাকায় বাড়িতে সারাক্ষণ টিভি দেখে ও মোবাইলে গেম খেলে সে সময় কাটাত । তাই তার বাবা মা বকাবকি করেছিলেন । এর জেরে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয় অর্পিতা ।

স্থানীয় বাসিন্দা প্রদীপ সরকার বলেন, ফোন নিয়ে ঘাঁটাঘাঁটি করত । পড়াশোনা করত না । তার বাবা বকাবকি করেছিল । মৃতের কাকা দুর্লভ বিশ্বাস বলেন, তাঁর ভাইঝি ইদানীং পড়াশোনায় ফাঁকি দিচ্ছিল । বেশিরভাগ সময় টিভি দেখে , মোবাইল ফোনে গেম খেলে সময় নষ্ট করত । তাই তাকে পড়াশোনার জন্য তার বাবা বকাবকি করেছিল । মঙ্গলবার অর্পিতা গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয় ।

পূর্বস্থলী, 8 জুলাই : পড়াশোনা না করে সবসময় মোবাইল নিয়ে ঘাঁটাঘাঁটি ৷ সেজন্য বকাবকি করেছিলেন বাবা মা ৷ অভিমানে আত্মঘাতী হল এক কিশোরী । মৃতার নাম অর্পিতা বিশ্বাস । তার বাড়ি পূর্ব বর্ধমানের পূর্বস্থলী 2 ব্লকের মেড়তলা অঞ্চলের সিমলা গ্রামে ।

মেড়বন্ধু উচ্চ বিদ্যালয়ে ক্লাস টুয়েলভে পড়ত অর্পিতা ৷ পরিবারের লোকজনের বক্তব্য, স্কুল বন্ধ থাকায় বাড়িতে সারাক্ষণ টিভি দেখে ও মোবাইলে গেম খেলে সে সময় কাটাত । তাই তার বাবা মা বকাবকি করেছিলেন । এর জেরে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয় অর্পিতা ।

স্থানীয় বাসিন্দা প্রদীপ সরকার বলেন, ফোন নিয়ে ঘাঁটাঘাঁটি করত । পড়াশোনা করত না । তার বাবা বকাবকি করেছিল । মৃতের কাকা দুর্লভ বিশ্বাস বলেন, তাঁর ভাইঝি ইদানীং পড়াশোনায় ফাঁকি দিচ্ছিল । বেশিরভাগ সময় টিভি দেখে , মোবাইল ফোনে গেম খেলে সময় নষ্ট করত । তাই তাকে পড়াশোনার জন্য তার বাবা বকাবকি করেছিল । মঙ্গলবার অর্পিতা গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয় ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.