বর্ধমান, 2 আগস্ট: অ্যাডমিট কার্ড ছাড়াই নেওয়া হয়েছে পিএইচডির কোর্সওয়ার্ক এমফিলের প্রথম সেমস্টারের পরীক্ষা । করোনা আবহে পরপর দু'বছর এইভাবেই বর্ধমান বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা নেওয়া হয়েছে (Taking exam without admit card Burdwan University is in controversy)। এই গুরুতর অভিযোগ তুলেছেন বর্ধমানের বাসিন্দা সত্রাজিৎ গোস্বামী । বিষয়টি জানিয়ে তিনি ইডি-কে চিঠিও পাঠিয়েছেন । যদিও বিষয়টি নিয়ে মুখ খুলতে চায়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ।
পিএইচডির কোর্সওয়াক এমফিলের প্রথম সেমস্টারের পরীক্ষার জন্য নিয়ম অনুযায়ী প্রথমে ফর্ম ফিলাপ করতে হয় । সেই ফর্ম ফিলাপের পরে ফিজ দেওয়ার পরে তা বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হয় । এরপর বিশ্ববিদ্যালয় তা খতিয়ে দেখার পরে সচিত্র অ্যাডমিট কার্ড ইস্যু করে । এরপর ওই পড়ুয়া পরীক্ষায় বসতে পারেন । অথচ দেখা হচ্ছে করোনা আবহের সময় পরপর দু'বছর এই পরীক্ষার জন্য কোনও অ্যাডমিট কার্ডই দেয়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ । অনলাইনেই নেওয়া হয়েছিল পরীক্ষা । শুধু তাই নয়, চলতি শিক্ষাবর্ষেও অ্যাডমিট কার্ড দেওয়া হয়নি । শুধুমাত্র রোল নম্বর (ডিআর) দেওয়া হয় । যা নিয়ে প্রশ্ন তুলে ইডি-কে জানিয়েছেন অভিযোগকারী । এই খবর জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ।
আরও পড়ুন: অনলাইন পরীক্ষার দাবিতে বিক্ষোভ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের, কর্তৃপক্ষের আশ্বাসে উঠল বিক্ষোভ
তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সম্পাদক খোন্দেকার আমিরুল ইসলাম বলেন, অ্যাডমিট কার্ড ছাড়াই পরীক্ষা নেওয়া শুরু করেছে। এরজন্য সমস্যা তৈরি হয়েছে।
এস এফ আই এর জেলা সম্পাদক অনির্বাণ রায়চৌধুরী বলেন, "বিশ্ববিদ্যালয়ে একের পর এক গন্ডগোল ঘটিয়ে চলেছে আর তার ফলে ভোগান্তি বাড়ছে ছাত্রছাত্রীদের । সব কিছুর তদন্ত হওয়া উচিত ।" যদিও বিশ্ববিদ্যালয়ের তরফে বিষয়টি নিয়ে কেউ মুখ খুলতে চায়নি ।