কালনা , 5 মে : নবদম্পতিকে উপহারের সঙ্গে মাস্ক এবং স্যানিটাইজ়ার দিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ । পূর্বস্থলী 1 নম্বর ব্লকের সমুদ্রগড়ে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দেন রাজ্যের মন্ত্রী । অনুষ্ঠানে বরযাত্রী হিসেবে মাত্র চার জন উপস্থিত ছিলেন ।
মন্ত্রী স্বপন দেবনাথ বলেন , "একজন শিল্পীর মেয়ের বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলাম ৷ তারা যেভাবে নিয়ম মেনেই বিবাহ অনুষ্ঠান সম্পন্ন করেছে , তাতে আমি খুবই খুশি । সামাজিক দূরত্ব বজায় রেখেই বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে । মাত্র চারজন বরযাত্রী এসেছিলেন ৷ তাঁদের প্রত্যেকের হাতেই স্যানিটাইজ়ার ও মাস্ক তুলে দেওয়া হয়েছে ৷"
অনেকদিন আগেই পূর্বস্থলী 1 নম্বর ব্লকের সমুদ্রগড় এলাকায় এক শিল্পীর মেয়ের বিয়ের তারিখ ঠিক হয়ে গিয়েছিল ৷ নিমন্ত্রণ ছাড়া বাকি সব ঠিক করা হয়ে গিয়েছিল ৷ হঠাৎ করে লকডাউন হওয়ায় , সব বাতিল করে শুধুমাত্র বাড়ির কয়েকজনের উপস্থিতিতে আজ ওই নবদম্পতির চার হাত এক হয় ৷ এই বিয়ের অনুষ্ঠানে নিমন্ত্রিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ ৷ তিনি ওই অনুষ্ঠানে উপস্থিত সকলের হাতে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজ়ার তুলে দেন ৷