মেমারি, 9 মে: ড্রোনের মাধ্যমে মেমারি এলাকার কনটেইনমেন্ট জ়োনে নজরদারি চালালো পুলিশ । শুক্রবার পূর্ব বর্ধমানের মেমারি পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের সোমেশ্বরতলা এলাকায় এক যুবক কোরোনায় আক্রান্ত হয় । এরপরেই জেলা প্রশাসনের পক্ষ থেকে ওই এলাকাকে কনটেইনমেন্ট জ়োন হিসেবে চিহ্নিত করা হয় ।
শুক্রবারই ওই এলাকা বাঁশের ব্যারিকেড দিয়ে ঘিরে দেয় পুলিশ । মেমারি থেকে দমকলের ইঞ্জিন এনে এলাকা স্যানিটাইজ় করা হয় । পুলিশের পক্ষ থেকে মাইকিং করে বাড়ি থেকে বের না হওয়ার কথা ঘোষণা করা হয় । এমনকী যারা নিয়ম মানবে না তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ SDPO আমিনুল ইসলাম খান বলেন, "ড্রোনের মাধ্যমে কনটেইনমেন্ট জ়োন এলাকায় নজরদারি চালানো হয়েছে । ড্রোনের মাধ্যমে যতটুকু দেখা গেছে তাতে বাড়ি থেকে কাউকে বের হতে দেখা যায়নি । এছাড়া এলাকায় নিয়মিত মাইকিং করা হচ্ছে । প্রতিটি মানুষকে সচেতন করা হচ্ছে । পুলিশ এবং মেমারি পৌরসভার পক্ষ থেকে ফোন নম্বর দেওয়া হয়েছে । এই নম্বরে ফোন করলে নিত্য প্রয়োজনীয় যে কোনও জিনিসের জন্য প্রশাসনের সাহায্য পাওয়া যাবে । প্রয়োজনীয় জিনিস ও ওষুধ বাড়িতে পৌঁছে দেবে পুলিশ ।"
21 দিন ধরে মেমারির ওই কন্টেনমেন্ট জ়োনে কড়া নজরদারি চলবে । বাজার এলাকায় ভিড় করা চলবে না । বাজার এলাকাতেও ড্রোনের মাধ্যমে নজরদারি চলছে । যদি কাউকে বিনা প্রয়োজনে ঘুরতে দেখা যায় তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।