ETV Bharat / state

Sunil Mondal : ফরওয়ার্ড ব্লক ছেড়ে তৃণমূলে, বিজেপি হয়ে আবারও কি ‘দিদি’র দলে সুনীল মণ্ডল ? - বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান

আবারও জল্পনা বাড়ছে বর্ধমান পূর্বের সাংসদ সুনীল মণ্ডলকে নিয়ে ৷ সূত্রের খবর, বিজেপিতে মোহভঙ্গ হয়েছে তাঁর ৷ আর সেই কারণেই নাকি বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরতে মরিয়া তৃণমূলের টিকিটে জয়ী এই সাংসদ ৷ যদিও তাঁর নিজের দাবি, তিনি কোনও দিনই বিজেপিতে যোগ দেননি !

Sunil Mondal wants to return back to Trinamool Congress
Sunil Mondal : ফরওয়ার্ড ব্লক ছেড়ে তৃণমূলে, বিজেপি হয়ে আবারও কি ‘দিদি’র দলে সুনীল মণ্ডল ?
author img

By

Published : Aug 3, 2021, 7:35 PM IST

দুর্গাপুর, 3 অগস্ট : ভোটের মরশুম শেষ হয়ে গেলেও দলবদলের মরশুমে এখনও অব্যাহত ৷ আর এই দলবদলুদের দলে এমন কিছু নাম রয়েছে, যাঁরা এতবার শিবির বদলেছেন যে তাঁদের রাজনৈতিক পরিচয় বাতলাতে গেলেও কয়েক মুহূর্ত ভাবতে হয় ৷ তাঁরা কোথায় কোথায় ছিলেন, এখন কোথায় আছেন এবং ভবিষ্যতে কোথায় যাওয়ার কথা ভাবছেন, এতসবের ভিড়ে পুরোটাই ঘেঁটে ঘ হওয়ার জোগাড় ৷ এমনই এক চরিত্র হলেন বর্ধমান পূর্বের সাংসদ সুনীল মণ্ডল (Sunil Mondal) ৷ ফরওয়ার্ড ব্লক থেকে তৃণমূল আর তৃণমূল থেকে বিজেপিতে যাওয়ার পর তাঁর দাবি, তিনি নাকি কোনও দিন বিজেপিতে যোগই দেননি !

আরও পড়ুন : Adhir Chowdhury : দলবদল বাংলার রাজনীতির নতুন পরিচয়, মন্তব্য অধীরের

তবে এমন ঘটনায় তাজ্জব হওয়ার কিছু নেই বলেই মনে করছে ওয়াকিবহাল মহল ৷ কারণ, ফরওয়ার্ড ব্লক ছেড়ে আসা সুনীল সাংসদ হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের টিকিটে ৷ একুশের ভোটের বেশ খানিকটা সময় আগেই গেরুয়া হাওয়ায় ভরসা রেখে ফের দলবদল করেন তিনি ৷ যোগদান করেন বিজেপিতে ৷ ইতিমধ্যে একুশের ভোটে রেকর্ড আসন নিয়ে বাংলার ক্ষমতায় ফেরে তৃণমূল কংগ্রেস ৷ কিছু দিন আগেই যাঁরা ঘাসফুল ছেড়ে পদ্মে নাম লিখিয়েছিলেন, তাঁরাই আবার ফিরতে শুরু করেন তৃণমূলে ৷ ইতিমধ্যে সুনীলের সাংসদ পদ খারিজ করতে তাঁর বিরুদ্ধে দলত্যাগবিরোধী আইন প্রয়োগের তোড়জোড় শুরু করে তৃণমূল কংগ্রেস ৷ আর তারপর থেকেই সুর বদলাতে শুরু করেন সুনীলও ৷

পেগাসাস ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে সংসদের ভিতরে ও বাইরে সোচ্চার হয়েছেন অবিজেপি জনপ্রতিনিধিরা ৷ তৃণমূল সাংসদরা তাঁদের মধ্যে অগ্রগণ্য ৷ সোমবারও এই নিয়ে সংসদে বিক্ষোভ দেখিয়েছে তৃণমূল ৷ সেই বিক্ষোভে অংশ নিতে দেখা যায় সুনীল মণ্ডলকেও ! এমনকী, তৃণমূল নেতৃত্বের নজর কাড়তে সম্প্রতি তাঁকে বিজেপির বিরুদ্ধে সোচ্চার হতেও শোনা যায় ৷ অথচ ভোটের আগে এই সুনীল মণ্ডলের বাড়িতেই গিয়েছিলে শুভেন্দু অধিকারী, জিতেন্দ্র তিওয়ারিরা ৷ সেখানেই হয়েছিল গোপন বৈঠক ৷ তারপরই একের পর এক হেভিওয়েট তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন ৷ আর এখন সুনীল নিজেই নাকি তৃণমূলে ফিরতে মরিয়া ৷ তাঁর ঘনিষ্ঠ মহল সূত্রে অন্তত এমনটাই জানা যাচ্ছে ৷

Sunil Mondal wants to return back to Trinamool Congress
সুনীল মণ্ডল দলে ফিরুন, চাইছেন না তৃণমূলের নিচু তলার কর্মীরা ৷ দাবি সূত্রের ৷

আরও পড়ুন : Suvendu Adhikari : 24 জন বিজেপি বিধায়ক 'মিসিং', কটাক্ষ সুদীপের

তবে কি আবার পুরনো জার্সিতেই দেখা যাবে দলবদলু এই নেতাকে ? এখনই এই প্রশ্নের সরাসরি উত্তর মেলা সম্ভব নয় ৷ কাঁকসার ব্লক তৃণমূল সভাপতি দেবদাস বক্সি এই প্রসঙ্গে বলেন, ‘‘সুনীল মণ্ডল দলে ফিরে আসবেন কিনা, সেই বিষয়ে যা সিদ্ধান্ত নেওয়ার, তা শীর্ষ নেতৃত্বই নেবে ৷ নেতৃত্বের সিদ্ধান্তই কর্মীদের সিদ্ধান্ত ৷ আমরা দলের নির্দেশ এবং সিদ্ধান্ত মাফিকই চলি এবং চলব ৷’’ তবে কাঁকসায় সুনীল মণ্ডলের বিরুদ্ধে আগেই বেশ কিছু পোস্টার সাঁটিয়েছিলেন তৃণমূলের স্থানীয় নেতা ও কর্মীরা ৷ তা কিন্তু এখনও জ্বলজ্বল করছে ৷ দলের নিচুতলার কর্মীরা এই বিষয়ে ক্যামেরার সামনে মুখ না খুললেও তাঁরা সুনীলের প্রত্যাবর্তন চাইছেন না বলেই দাবি তৃণমূল সূত্রের ৷

দুর্গাপুর, 3 অগস্ট : ভোটের মরশুম শেষ হয়ে গেলেও দলবদলের মরশুমে এখনও অব্যাহত ৷ আর এই দলবদলুদের দলে এমন কিছু নাম রয়েছে, যাঁরা এতবার শিবির বদলেছেন যে তাঁদের রাজনৈতিক পরিচয় বাতলাতে গেলেও কয়েক মুহূর্ত ভাবতে হয় ৷ তাঁরা কোথায় কোথায় ছিলেন, এখন কোথায় আছেন এবং ভবিষ্যতে কোথায় যাওয়ার কথা ভাবছেন, এতসবের ভিড়ে পুরোটাই ঘেঁটে ঘ হওয়ার জোগাড় ৷ এমনই এক চরিত্র হলেন বর্ধমান পূর্বের সাংসদ সুনীল মণ্ডল (Sunil Mondal) ৷ ফরওয়ার্ড ব্লক থেকে তৃণমূল আর তৃণমূল থেকে বিজেপিতে যাওয়ার পর তাঁর দাবি, তিনি নাকি কোনও দিন বিজেপিতে যোগই দেননি !

আরও পড়ুন : Adhir Chowdhury : দলবদল বাংলার রাজনীতির নতুন পরিচয়, মন্তব্য অধীরের

তবে এমন ঘটনায় তাজ্জব হওয়ার কিছু নেই বলেই মনে করছে ওয়াকিবহাল মহল ৷ কারণ, ফরওয়ার্ড ব্লক ছেড়ে আসা সুনীল সাংসদ হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের টিকিটে ৷ একুশের ভোটের বেশ খানিকটা সময় আগেই গেরুয়া হাওয়ায় ভরসা রেখে ফের দলবদল করেন তিনি ৷ যোগদান করেন বিজেপিতে ৷ ইতিমধ্যে একুশের ভোটে রেকর্ড আসন নিয়ে বাংলার ক্ষমতায় ফেরে তৃণমূল কংগ্রেস ৷ কিছু দিন আগেই যাঁরা ঘাসফুল ছেড়ে পদ্মে নাম লিখিয়েছিলেন, তাঁরাই আবার ফিরতে শুরু করেন তৃণমূলে ৷ ইতিমধ্যে সুনীলের সাংসদ পদ খারিজ করতে তাঁর বিরুদ্ধে দলত্যাগবিরোধী আইন প্রয়োগের তোড়জোড় শুরু করে তৃণমূল কংগ্রেস ৷ আর তারপর থেকেই সুর বদলাতে শুরু করেন সুনীলও ৷

পেগাসাস ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে সংসদের ভিতরে ও বাইরে সোচ্চার হয়েছেন অবিজেপি জনপ্রতিনিধিরা ৷ তৃণমূল সাংসদরা তাঁদের মধ্যে অগ্রগণ্য ৷ সোমবারও এই নিয়ে সংসদে বিক্ষোভ দেখিয়েছে তৃণমূল ৷ সেই বিক্ষোভে অংশ নিতে দেখা যায় সুনীল মণ্ডলকেও ! এমনকী, তৃণমূল নেতৃত্বের নজর কাড়তে সম্প্রতি তাঁকে বিজেপির বিরুদ্ধে সোচ্চার হতেও শোনা যায় ৷ অথচ ভোটের আগে এই সুনীল মণ্ডলের বাড়িতেই গিয়েছিলে শুভেন্দু অধিকারী, জিতেন্দ্র তিওয়ারিরা ৷ সেখানেই হয়েছিল গোপন বৈঠক ৷ তারপরই একের পর এক হেভিওয়েট তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন ৷ আর এখন সুনীল নিজেই নাকি তৃণমূলে ফিরতে মরিয়া ৷ তাঁর ঘনিষ্ঠ মহল সূত্রে অন্তত এমনটাই জানা যাচ্ছে ৷

Sunil Mondal wants to return back to Trinamool Congress
সুনীল মণ্ডল দলে ফিরুন, চাইছেন না তৃণমূলের নিচু তলার কর্মীরা ৷ দাবি সূত্রের ৷

আরও পড়ুন : Suvendu Adhikari : 24 জন বিজেপি বিধায়ক 'মিসিং', কটাক্ষ সুদীপের

তবে কি আবার পুরনো জার্সিতেই দেখা যাবে দলবদলু এই নেতাকে ? এখনই এই প্রশ্নের সরাসরি উত্তর মেলা সম্ভব নয় ৷ কাঁকসার ব্লক তৃণমূল সভাপতি দেবদাস বক্সি এই প্রসঙ্গে বলেন, ‘‘সুনীল মণ্ডল দলে ফিরে আসবেন কিনা, সেই বিষয়ে যা সিদ্ধান্ত নেওয়ার, তা শীর্ষ নেতৃত্বই নেবে ৷ নেতৃত্বের সিদ্ধান্তই কর্মীদের সিদ্ধান্ত ৷ আমরা দলের নির্দেশ এবং সিদ্ধান্ত মাফিকই চলি এবং চলব ৷’’ তবে কাঁকসায় সুনীল মণ্ডলের বিরুদ্ধে আগেই বেশ কিছু পোস্টার সাঁটিয়েছিলেন তৃণমূলের স্থানীয় নেতা ও কর্মীরা ৷ তা কিন্তু এখনও জ্বলজ্বল করছে ৷ দলের নিচুতলার কর্মীরা এই বিষয়ে ক্যামেরার সামনে মুখ না খুললেও তাঁরা সুনীলের প্রত্যাবর্তন চাইছেন না বলেই দাবি তৃণমূল সূত্রের ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.