ETV Bharat / state

Sukanta Slams Anubrata : অনুব্রত মণ্ডল নিজেকে বাঁচাতে পারবেন না, বললেন সুকান্ত মজুমদার - Jahlda Councilor Murder Case

অনুব্রত মণ্ডল থেকে ঝালদায় কাউন্সিলর খুনে প্রত্যক্ষদর্শীর অস্বাভাবিক মৃত্যু, একাধিক ইস্যুতে রাজ্য সরকার ও তৃণমূল কংগ্রেসের সমালোচনায় সরব হলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Bengal BJP President Sukanta Majumder) ৷

sukanta-slams-anubrata-for-skipping-cbi-interrogation
Sukanta Slams Anubrata : অনুব্রত মণ্ডল নিজেকে বাঁচাতে পারবেন না, বললেন সুকান্ত মজুমদার
author img

By

Published : Apr 6, 2022, 9:17 PM IST

বর্ধমান, 6 এপ্রিল : ‘‘অনুব্রত মণ্ডল নিজেকে বিভিন্ন অজুহাতে বাঁচানোর চেষ্টা করুন ৷ তিনি কিন্তু নিজেকে বাঁচাতে পারবেন না,’’ বর্ধমানে একথা বললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Bengal BJP President Sukanta Majumder) ।

এদিন সুকান্ত মজুমদার বলেন, ‘‘গোটা রাজ্যের আইন-শৃঙ্খলার অবস্থা খুব খারাপ ৷ যেভাবে রাজ্য চলছে, তাতে আগামিদিনে আমাদের পশ্চিমবঙ্গবাসীর সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে । আগামিদিনে সেই সুরক্ষা থাকবে কি না, তা নিয়ে আমাদের সন্দেহ শুরু হয়েছে । আমরা কেন্দ্রীয় হস্তক্ষেপের দাবি জানিয়েছি । আদালত আছে, স্বরাষ্ট্রমন্ত্রক আছে, তারা ঠিক করবে 353 না 356 প্রয়োগ করবে, নাকি অন্য কিছু হবে ।’’

অনুব্রত মণ্ডল প্রসঙ্গে তিনি বলেন, ‘‘অনুব্রত মণ্ডল (TMC Leader Anubrata Mondal) বাড়ি থেকে বের হওয়ার আগেই আমি ভবিষ্যৎবাণী করেছিলাম যে ক্যামেরার মুখ আপনারা উডবার্ন ওয়ার্ডের দিকে করে রাখুন । অনুব্রত মণ্ডল সেখানে পৌঁছাতে পারেন, উনি আমার সেই ভবিষ্যৎবাণী সঠিক প্রমাণিত করেছেন । উনি সিবিআইয়ের হাত থেকে পূর্ব পরিকল্পিতভাবে বাঁচার চেষ্টা করছেন । কিন্তু উনি আর বেশিদিন বাঁচতে পারবেন না ।’’

পুরুলিয়ার ঝালদায় কংগ্রেস কাউন্সিলর খুনের (Jahlda Councilor Murder Case) প্রত্যক্ষদর্শীর অস্বাভাবিক মৃত্যু নিয়ে সুকান্ত মজুদারের বক্তব্য, ‘‘এই মৃত্যু অত্যন্ত সন্দেহজনক । এই মৃত্যু তদন্ত হোক সিবিআইয়ের মাধ্যমে । এই মৃত্যু কাউন্সিলর খুনের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত মনে হচ্ছে । কারণ তিনিই একমাত্র ব্যক্তি ছিলেন, যিনি প্রত্যক্ষদর্শী ছিলেন । এবং তার তরফ থেকে যে সুইসাইড নোট পাওয়া গিয়েছে, সেই সুইসাইড নোটে তিনি পুলিশের উপর হেনস্তা করার অভিযোগ এনেছেন । অর্থাৎ রাজ্য পুলিশের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার মামলা করা উচিত ।’’

Sukanta Slams Anubrata : অনুব্রত মণ্ডল নিজেকে বাঁচাতে পারবেন না, বললেন সুকান্ত মজুমদার

অন্যদিকে স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতি (SSC Recruitment Scam Case) প্রসঙ্গে তিনি বলেন, ‘‘স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা একসময় খুব ভালো পরীক্ষা ছিল । প্রচুর শিক্ষিত মানুষ নির্দিষ্ট সময়ে পরীক্ষা দিয়ে তারা চাকরি পেয়েছেন । তৃণমূল কংগ্রেসের 10 বছরের আমলে একবার এসএসসি হয়েছে, তাতেও একটার পর একটা মামলা ৷ সেখানে সিবিআইয়ের হাত পার্থ চট্টোপাধ্যায়ের আপ্ত সহায়ক পর্যন্ত পৌঁছে গিয়েছে । এবার হাতটা এবার আসল জায়গা পর্যন্ত পৌছানোর অপেক্ষা ।’’

তাঁর আরও দাবি, ‘‘আগামিদিনে এই নিয়ে আমরা অনেক রাজনৈতিক উলটপালট দেখতে পাবে বলে মনে হয় । কুণাল ঘোষের কথার কোনও গুরুত্ব দেওয়া উচিত নয় । এক বছর আগে এক কথা বলছেন, এখন অন্য কথা বলছেন ।’’

আরও পড়ুন : Anubrata Mandal Writes To CBI : সিবিআইয়ের কাছে গরু-পাচারকাণ্ডে চার সপ্তাহ সময় চাইলেন অনুব্রত মণ্ডল

বর্ধমান, 6 এপ্রিল : ‘‘অনুব্রত মণ্ডল নিজেকে বিভিন্ন অজুহাতে বাঁচানোর চেষ্টা করুন ৷ তিনি কিন্তু নিজেকে বাঁচাতে পারবেন না,’’ বর্ধমানে একথা বললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Bengal BJP President Sukanta Majumder) ।

এদিন সুকান্ত মজুমদার বলেন, ‘‘গোটা রাজ্যের আইন-শৃঙ্খলার অবস্থা খুব খারাপ ৷ যেভাবে রাজ্য চলছে, তাতে আগামিদিনে আমাদের পশ্চিমবঙ্গবাসীর সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে । আগামিদিনে সেই সুরক্ষা থাকবে কি না, তা নিয়ে আমাদের সন্দেহ শুরু হয়েছে । আমরা কেন্দ্রীয় হস্তক্ষেপের দাবি জানিয়েছি । আদালত আছে, স্বরাষ্ট্রমন্ত্রক আছে, তারা ঠিক করবে 353 না 356 প্রয়োগ করবে, নাকি অন্য কিছু হবে ।’’

অনুব্রত মণ্ডল প্রসঙ্গে তিনি বলেন, ‘‘অনুব্রত মণ্ডল (TMC Leader Anubrata Mondal) বাড়ি থেকে বের হওয়ার আগেই আমি ভবিষ্যৎবাণী করেছিলাম যে ক্যামেরার মুখ আপনারা উডবার্ন ওয়ার্ডের দিকে করে রাখুন । অনুব্রত মণ্ডল সেখানে পৌঁছাতে পারেন, উনি আমার সেই ভবিষ্যৎবাণী সঠিক প্রমাণিত করেছেন । উনি সিবিআইয়ের হাত থেকে পূর্ব পরিকল্পিতভাবে বাঁচার চেষ্টা করছেন । কিন্তু উনি আর বেশিদিন বাঁচতে পারবেন না ।’’

পুরুলিয়ার ঝালদায় কংগ্রেস কাউন্সিলর খুনের (Jahlda Councilor Murder Case) প্রত্যক্ষদর্শীর অস্বাভাবিক মৃত্যু নিয়ে সুকান্ত মজুদারের বক্তব্য, ‘‘এই মৃত্যু অত্যন্ত সন্দেহজনক । এই মৃত্যু তদন্ত হোক সিবিআইয়ের মাধ্যমে । এই মৃত্যু কাউন্সিলর খুনের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত মনে হচ্ছে । কারণ তিনিই একমাত্র ব্যক্তি ছিলেন, যিনি প্রত্যক্ষদর্শী ছিলেন । এবং তার তরফ থেকে যে সুইসাইড নোট পাওয়া গিয়েছে, সেই সুইসাইড নোটে তিনি পুলিশের উপর হেনস্তা করার অভিযোগ এনেছেন । অর্থাৎ রাজ্য পুলিশের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার মামলা করা উচিত ।’’

Sukanta Slams Anubrata : অনুব্রত মণ্ডল নিজেকে বাঁচাতে পারবেন না, বললেন সুকান্ত মজুমদার

অন্যদিকে স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতি (SSC Recruitment Scam Case) প্রসঙ্গে তিনি বলেন, ‘‘স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা একসময় খুব ভালো পরীক্ষা ছিল । প্রচুর শিক্ষিত মানুষ নির্দিষ্ট সময়ে পরীক্ষা দিয়ে তারা চাকরি পেয়েছেন । তৃণমূল কংগ্রেসের 10 বছরের আমলে একবার এসএসসি হয়েছে, তাতেও একটার পর একটা মামলা ৷ সেখানে সিবিআইয়ের হাত পার্থ চট্টোপাধ্যায়ের আপ্ত সহায়ক পর্যন্ত পৌঁছে গিয়েছে । এবার হাতটা এবার আসল জায়গা পর্যন্ত পৌছানোর অপেক্ষা ।’’

তাঁর আরও দাবি, ‘‘আগামিদিনে এই নিয়ে আমরা অনেক রাজনৈতিক উলটপালট দেখতে পাবে বলে মনে হয় । কুণাল ঘোষের কথার কোনও গুরুত্ব দেওয়া উচিত নয় । এক বছর আগে এক কথা বলছেন, এখন অন্য কথা বলছেন ।’’

আরও পড়ুন : Anubrata Mandal Writes To CBI : সিবিআইয়ের কাছে গরু-পাচারকাণ্ডে চার সপ্তাহ সময় চাইলেন অনুব্রত মণ্ডল

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.