ETV Bharat / state

মাস্কে অনীহা দূরীকরণে দিগন্তিকার দিশার জাতীয় স্বীকৃতি - মাস্ক ব্য়বহারের অনীহা দূরীকরণে অভিনব নকশা

দীর্ঘক্ষণ মাস্ক ব্যবহারে কানে ব্যথা-সহ কোনও সমস্যা হবে না ৷ মাস্ক ব্য়বহারের অনীহা দূরীকরণে এই অভিনব নকশা আবিষ্কার করায় বর্ধমানের মেমারির দিগন্তিকা বোস জাতীয় পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন ৷ ভারত সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন বিজ্ঞান ও শিল্প গবেষণা কাউন্সিল তাদের ওয়েবসাইটের মাধ্যমে পুরস্কার প্রাপকদের তালিকা ঘোষণা করে। দেশে মোট 9 টি প্রকল্পকে এই পুরস্কারের জন্য বেছে নেওয়া হয়েছে ৷

student_from_memari_nominated_for_central_award_by_making_innovative_tool_for_using_mask
মাস্কে অনীহা দূরীকরণে দিগন্তিকার দিশার জাতীয় স্বীকৃতি
author img

By

Published : Oct 21, 2020, 1:16 PM IST

মেমারি, 21 অক্টোবর : কোরোনা থেকে বাঁচতে মাস্ক মাস্ট ৷ কিন্তু দীর্ঘক্ষণ ধরে মাস্ক ব্যবহারে অসুবিধাও অনেক রকম ৷ ভিড়ে ঠাসা বাসে গরমের মধ্যে মাস্ক পরে দীর্ঘক্ষণ থাকলে যেমন দম নিতে অসুবিধা হচ্ছে, তেমন অনেকেই আবার জানাচ্ছেন কানের আশেপাশে ব্যথার কথা ৷ তাই কেউ মাস্ক নামিয়ে রাখছেন নাকের নীচে, কেউ আবার থুতনিতে৷ মাস্ক পরার সমস্যা দূর করতে বর্ধমানের দিগন্তিকা বোস এমন উপায় বের করেছেন যা ইতিমধ্যেই তাঁকে জাতীয় পুরস্কারের জন্য মনোনীত করেছে৷

মাস্ক ব্য়বহারের অনীহা দূরীকরণে অভিনব নকশা, 'Ear pressure reduction tool due to use of mask' আবিষ্কার করায় বর্ধমানের মেমারির দিগন্তিকা জাতীয় পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন৷ মেমারি ভি এম ইনস্টিটিউশন ইউনিট-2-র দ্বাদশ শ্রেণির এই ছাত্রীকে ভারত সরকারের 'Dr. A P J Abdul Kalam Ignited Mind children creativity and innovation award'-এর জন্য মনোনীত করা হয়েছে। ভারত সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন বিজ্ঞান ও শিল্প গবেষণা কাউন্সিল তাদের ওয়েবসাইটের মাধ্যমে পুরস্কার প্রাপকদের তালিকা ঘোষণা করে। দেশে মোট 9 টি প্রকল্পকে এই পুরস্কারের জন্য বেছে নেওয়া হয়েছে৷

student_from_memari_nominated_for_central_award_by_making_innovative_tool_for_using_mask
মাস্কে অনীহা দূরীকরণে দিগন্তিকার দিশার জাতীয় স্বীকৃতি

দিগন্তিকা বললেন, "অনেকক্ষণ মাস্ক ব্যবহারের ফলে কানের আশেপাশে ব্যথা করতে শুরু করে। অথচ স্বাস্থ্যকর্মী, পুলিশ-সহ বিভিন্ন পেশায় যুক্তদের দীর্ঘ সময় ধরে মাস্ক ব্যবহার করতেই হয়। এই সমস্যা সমাধানে ফেলে দেওয়া প্লাস্টিক কিংবা যে কোনও নমনীয় বোর্ড দিয়ে আমি একটা নকশা তৈরি করেছি। যার সাহায্যে মাস্ক ব্যবহার করলে কানের উপরে কোনও চাপ পড়বে না। কানে ব্যথা বা অন্য কোনও সমস্যা হবে না।"

মেমারি, 21 অক্টোবর : কোরোনা থেকে বাঁচতে মাস্ক মাস্ট ৷ কিন্তু দীর্ঘক্ষণ ধরে মাস্ক ব্যবহারে অসুবিধাও অনেক রকম ৷ ভিড়ে ঠাসা বাসে গরমের মধ্যে মাস্ক পরে দীর্ঘক্ষণ থাকলে যেমন দম নিতে অসুবিধা হচ্ছে, তেমন অনেকেই আবার জানাচ্ছেন কানের আশেপাশে ব্যথার কথা ৷ তাই কেউ মাস্ক নামিয়ে রাখছেন নাকের নীচে, কেউ আবার থুতনিতে৷ মাস্ক পরার সমস্যা দূর করতে বর্ধমানের দিগন্তিকা বোস এমন উপায় বের করেছেন যা ইতিমধ্যেই তাঁকে জাতীয় পুরস্কারের জন্য মনোনীত করেছে৷

মাস্ক ব্য়বহারের অনীহা দূরীকরণে অভিনব নকশা, 'Ear pressure reduction tool due to use of mask' আবিষ্কার করায় বর্ধমানের মেমারির দিগন্তিকা জাতীয় পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন৷ মেমারি ভি এম ইনস্টিটিউশন ইউনিট-2-র দ্বাদশ শ্রেণির এই ছাত্রীকে ভারত সরকারের 'Dr. A P J Abdul Kalam Ignited Mind children creativity and innovation award'-এর জন্য মনোনীত করা হয়েছে। ভারত সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন বিজ্ঞান ও শিল্প গবেষণা কাউন্সিল তাদের ওয়েবসাইটের মাধ্যমে পুরস্কার প্রাপকদের তালিকা ঘোষণা করে। দেশে মোট 9 টি প্রকল্পকে এই পুরস্কারের জন্য বেছে নেওয়া হয়েছে৷

student_from_memari_nominated_for_central_award_by_making_innovative_tool_for_using_mask
মাস্কে অনীহা দূরীকরণে দিগন্তিকার দিশার জাতীয় স্বীকৃতি

দিগন্তিকা বললেন, "অনেকক্ষণ মাস্ক ব্যবহারের ফলে কানের আশেপাশে ব্যথা করতে শুরু করে। অথচ স্বাস্থ্যকর্মী, পুলিশ-সহ বিভিন্ন পেশায় যুক্তদের দীর্ঘ সময় ধরে মাস্ক ব্যবহার করতেই হয়। এই সমস্যা সমাধানে ফেলে দেওয়া প্লাস্টিক কিংবা যে কোনও নমনীয় বোর্ড দিয়ে আমি একটা নকশা তৈরি করেছি। যার সাহায্যে মাস্ক ব্যবহার করলে কানের উপরে কোনও চাপ পড়বে না। কানে ব্যথা বা অন্য কোনও সমস্যা হবে না।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.