ETV Bharat / state

Cannabis Smuggling In Purbasthali: গাঁজা পাচারে ভিন রাজ্যের যোগ, এসটিএফের হাতে বাবা-ছেলে সমেত গ্রেফতার 3 - Cannabis Smuggling In Purbasthali

পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী এলাকা থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করল রাজ্য পুলিশের স্পেশাল টাস্কফোর্সের সদস্যরা (Cannabis Smuggling In Purbasthali)। ঘটনায় 3 জনকে গ্রেফতার করা হয়েছে।

Cannabis Smuggling In Purbasthali
Cannabis Smuggling In Purbasthali
author img

By

Published : Jan 30, 2022, 10:09 PM IST

পূর্বস্থলী, 30 জানুয়ারি: বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করল রাজ্য পুলিশের স্পেশাল টাস্কফোর্সের সদস্যরা। ঘটনায় 3 জনকে গ্রেফতার করা হয়েছে। পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী এলাকায় এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে (Cannabis Smuggling In Purbasthali)। ধৃতরা হলেন মরণ বালা, শুভ বালা এবং অন্য আরেকজন লরির চালক। সম্পর্কে মরণ বালা ও শুভ বালা বাবা ও ছেলে।

এদিন গাঁজা সমেত একটি 12 চাকার লরিকে আটক করেছে এসটিএফ। জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে বেশ কয়েকদিন ধরে পূর্বস্থলী এলাকায় নজরদারি চালাচ্ছিল এসটিএফ। রবিবার সকালের দিকে পূর্বস্থলীর শিবতলা এলাকায় মরণ বালার বাড়ি ঘিরে ফেলে এসটিএফ। সেখানে একটি ভিন রাজ্যের নম্বর প্লেট লাগানো ট্রাকও দাঁড়িয়ে ছিল। সেই ট্রাকে তল্লাশি চালিয়ে প্রচুর পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়।

আরও পড়ুন: বর্ধমান মেডিক্যালের কোভিড ওয়ার্ডে আগুন, মৃত্যু রোগিণীর

জানা গিয়েছে, এর আগে গাঁজা পাচার করার অভিযোগে মরণ বালা জেলও খেটেছে। পূর্বস্থলীর বাড়িতে সিসিটিভিও লাগানো ছিল। মাঝেমধ্যেই সেখানে ট্রাক আসত। কিন্তু গাড়িতে কী থাকত তা এলাকাবাসীরা জানতেও পারতেন না। ওই ব্যক্তির কারবার ওড়িশা-সহ অন্য রাজ্যেও রয়েছে বলে সন্দেহ করছে এসটিএফ। ইতিমধ্যেই ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে এসটিএফ-এর আধিকারিকরা।।

পূর্বস্থলী, 30 জানুয়ারি: বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করল রাজ্য পুলিশের স্পেশাল টাস্কফোর্সের সদস্যরা। ঘটনায় 3 জনকে গ্রেফতার করা হয়েছে। পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী এলাকায় এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে (Cannabis Smuggling In Purbasthali)। ধৃতরা হলেন মরণ বালা, শুভ বালা এবং অন্য আরেকজন লরির চালক। সম্পর্কে মরণ বালা ও শুভ বালা বাবা ও ছেলে।

এদিন গাঁজা সমেত একটি 12 চাকার লরিকে আটক করেছে এসটিএফ। জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে বেশ কয়েকদিন ধরে পূর্বস্থলী এলাকায় নজরদারি চালাচ্ছিল এসটিএফ। রবিবার সকালের দিকে পূর্বস্থলীর শিবতলা এলাকায় মরণ বালার বাড়ি ঘিরে ফেলে এসটিএফ। সেখানে একটি ভিন রাজ্যের নম্বর প্লেট লাগানো ট্রাকও দাঁড়িয়ে ছিল। সেই ট্রাকে তল্লাশি চালিয়ে প্রচুর পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়।

আরও পড়ুন: বর্ধমান মেডিক্যালের কোভিড ওয়ার্ডে আগুন, মৃত্যু রোগিণীর

জানা গিয়েছে, এর আগে গাঁজা পাচার করার অভিযোগে মরণ বালা জেলও খেটেছে। পূর্বস্থলীর বাড়িতে সিসিটিভিও লাগানো ছিল। মাঝেমধ্যেই সেখানে ট্রাক আসত। কিন্তু গাড়িতে কী থাকত তা এলাকাবাসীরা জানতেও পারতেন না। ওই ব্যক্তির কারবার ওড়িশা-সহ অন্য রাজ্যেও রয়েছে বলে সন্দেহ করছে এসটিএফ। ইতিমধ্যেই ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে এসটিএফ-এর আধিকারিকরা।।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.