ETV Bharat / state

আমফানের ক্ষতিপূরণ বাবদ বর্ধমানকে 43 কোটি টাকা প্রদান রাজ্য সরকারের - DM Vijay Bharati

পূর্ব বর্ধমানে আমফানের ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য করতে প্রাথমিকভাবে 43 কোটি টাকা দিল রাজ্য সরকার । আজ জেলাশাসক বিজয় ভারতী এই কথা জানান ।

vijay bharati
জেলাশাসক
author img

By

Published : Jun 1, 2020, 10:53 PM IST

বর্ধমান, 1 জুন : ঘূর্ণিঝড় আমফানে ক্ষতি হয়েছে পূর্ব বর্ধমানেও । তাই জেলায় প্রাথমিকভাবে ক্ষতিপূরণ বাবদ হিসেবে 43 কোটি টাকা দিল রাজ্য সরকার । আজ জেলাশাসক বিজয় ভারতী এই কথা জানান ।

আজ সাংবাদিক বৈঠক করেন পূর্ব বর্ধমানের জেলাশাসক বিজয় ভারতী । তিনি জানান, জেলায় সম্পূর্ণভাবে 2 হাজার 94 বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে । আর আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে 10 হাজার 639 টি বাড়ি । তাই এই বাড়িগুলির ক্ষতিপূরণ বাবদ রাজ্য সরকারের তরফে প্রাথমিকভাবে 5 কোটি টাকা দেওয়া হয়েছে । যার মধ্যে প্রায় 2 কোটি টাকা ইতিমধ্যে সরাসি ক্ষতিগ্রস্তদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হয়েছে । পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে বাংলা আবাস যোজনার আওতায় আনা যায় কি না তার উদ্যোগও নেওয়া হয়েছে । সেইমতো জেলার টাস্ক ফোর্সগুলিকে অগ্রাধিকার ভিত্তিতে তালিকা তৈরি করতে বলা হয়েছে ।

বিজয়ভারতী জানান, জেলায় নথিভুক্ত কৃষক বন্ধু আছেন 2 লাখ 94 হাজার । এদের মধ্যে যাঁদের ফসলের ক্ষতি হয়েছে তাঁরা সবাই ক্ষতিপূরণ পাবেন । শুধু আমফান নয়, পরবর্তী কালবৈশাখি ঝড়ের ফলেও যে ক্ষয়ক্ষতি হয়েছে তার জন্য রাজ্য সরকারের তরফে অর্থ আসতে শুরু করেছে । আমফানের জেরে জেলার 15 টি ব্লকের মধ্যে 1 হাজার 262 মৌজায় কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন । তাঁদের ক্ষতিপূরণ দিতে প্রাথমিকভাবে রাজ্য সরকারের তরফে 38 কোটি টাকা দেওয়া হয়েছে । পাশাপাশি কৃষক বন্ধুর সঙ্গে শস্য বিমা খাতেও ক্ষতিপূরণের অর্থ ক্ষতিগ্রস্ত চাষিদের দেওয়া শুরু হয়েছে বলে তিনি জানান ।

বর্ধমান, 1 জুন : ঘূর্ণিঝড় আমফানে ক্ষতি হয়েছে পূর্ব বর্ধমানেও । তাই জেলায় প্রাথমিকভাবে ক্ষতিপূরণ বাবদ হিসেবে 43 কোটি টাকা দিল রাজ্য সরকার । আজ জেলাশাসক বিজয় ভারতী এই কথা জানান ।

আজ সাংবাদিক বৈঠক করেন পূর্ব বর্ধমানের জেলাশাসক বিজয় ভারতী । তিনি জানান, জেলায় সম্পূর্ণভাবে 2 হাজার 94 বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে । আর আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে 10 হাজার 639 টি বাড়ি । তাই এই বাড়িগুলির ক্ষতিপূরণ বাবদ রাজ্য সরকারের তরফে প্রাথমিকভাবে 5 কোটি টাকা দেওয়া হয়েছে । যার মধ্যে প্রায় 2 কোটি টাকা ইতিমধ্যে সরাসি ক্ষতিগ্রস্তদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হয়েছে । পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে বাংলা আবাস যোজনার আওতায় আনা যায় কি না তার উদ্যোগও নেওয়া হয়েছে । সেইমতো জেলার টাস্ক ফোর্সগুলিকে অগ্রাধিকার ভিত্তিতে তালিকা তৈরি করতে বলা হয়েছে ।

বিজয়ভারতী জানান, জেলায় নথিভুক্ত কৃষক বন্ধু আছেন 2 লাখ 94 হাজার । এদের মধ্যে যাঁদের ফসলের ক্ষতি হয়েছে তাঁরা সবাই ক্ষতিপূরণ পাবেন । শুধু আমফান নয়, পরবর্তী কালবৈশাখি ঝড়ের ফলেও যে ক্ষয়ক্ষতি হয়েছে তার জন্য রাজ্য সরকারের তরফে অর্থ আসতে শুরু করেছে । আমফানের জেরে জেলার 15 টি ব্লকের মধ্যে 1 হাজার 262 মৌজায় কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন । তাঁদের ক্ষতিপূরণ দিতে প্রাথমিকভাবে রাজ্য সরকারের তরফে 38 কোটি টাকা দেওয়া হয়েছে । পাশাপাশি কৃষক বন্ধুর সঙ্গে শস্য বিমা খাতেও ক্ষতিপূরণের অর্থ ক্ষতিগ্রস্ত চাষিদের দেওয়া শুরু হয়েছে বলে তিনি জানান ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.