বর্ধমান, 13 জুন : নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই পূর্ব বর্ধমান জেলাজুড়ে ঘরছাড়া ছিলেন বহু বিজেপি কর্মী সমর্থক । শনিবার বর্ধমানের চারটি থানা এলাকায় গিয়ে বিজেপির ঘরছাড়া কর্মীদের বাড়ি ফেরাতে আবেদন জানালেন বিজেপির রাজ্য কোষাধ্যক্ষ তথা বর্ধমানের অবজারভার শাওয়ার ধনানিয়া, কলকাতা হাইকোর্টের আইনজীবী প্রিয়াঙ্কা তিবেয়ালসহ জেলা বিজেপি নেতৃত্ব । পুলিশের কাছে তাঁরা ঘরছাড়া বিজেপি কর্মীদের একটি তালিকা জমা দেন ।
এদিন বর্ধমানের বিজয়রাম, কপিবাগান প্রভৃতি এলাকা থেকে 50 জন, খন্ডঘোষ এলাকায় 150 জন বিজেপি কর্মীকে বাড়ি ফেরাতে সাহায্য করে পুলিশ । উদয়পল্লী ,পালিতপুর এলাকায় ঘরছাড়া বিজেপি কর্মীদের দ্রুত বাড়ি ফেরানো হবে বলে জানিয়েছে পুলিশ । পুলিশের তরফ থেকে আরও জানানো হয়েছে, ঘরছাড়া বিজেপি কর্মীদের ঘরে ফেরানোর কাজ অনেকদিন ধরেই শুরু হয়েছে । এদিন বিভিন্ন থানা এলাকার বেশ কিছু বিজেপি কর্মীদের বাড়িতে ফিরিয়ে দেওয়া হয়েছে ।
বিজেপির অভিযোগ ,নির্বাচনের ফল ঘোষণার পর থেকে তৃণমূল কংগ্রেসের অত্যাচারে বিজেপি সাংগঠনিক জেলার ন’টি বিধানসভা কেন্দ্রে অনেক বিজেপি কর্মী ঘরছাড়া হয়ে আছেন । যে সমস্ত এলাকায় বিজেপি কর্মীরা আতঙ্কে ঘরছাড়া হয়ে আছেন সেইসব এলাকায় বিজেপির পক্ষ থেকে স্থানীয় প্রশাসনের কাছে তাঁদের ঘরে ফেরানোর উদ্যোগ নিতে আবেদন জানানো হয়েছে । কিন্তু বিজেপি কর্মীদের ঘরে ফেরাতে কার্যত ব্যর্থ জেলা প্রশাসন এমনটাই দাবি বিজেপির। এছাড়াও বিভিন্ন এলাকায় বিজেপি কর্মীদের বাড়িঘর, দোকান ভাঙচুর করা হলেও আক্রান্তরা কোনও ক্ষতিপূরণ পাননি বলে জানিয়েছেন তাঁরা।
আরও পড়ুন : করোনা আক্রান্তে সুস্থতা বাড়লেও মৃত্যুর সংখ্যার চিন্তায় পূর্ব বর্ধমান
ইতিমধ্যেই মে মাসের দ্বিতীয় সপ্তাহে জাতীয় তপশিলি জাতি কমিশনের চেয়ারম্যান বিজয় স্যাম্পলা-সহ দুই আধিকারিক এলাকা পরিদর্শনে আসেন । তাঁরা বর্ধমানের জামালপুর, মিলিকপাড়া এলাকা পরিদর্শন করে গিয়েছেন । শনিবার আসেন বিজেপির রাজ্য কোষাধ্যক্ষ তথা বর্ধমানের অবজারভার শাওয়ার ধনানিয়া, কলকাতা হাইকোর্টের আইনজীবী প্রিয়াঙ্কা তিবেয়াল ।
বিজেপি নেতা শাওয়ার ধনানিয়া বলেন, "পুলিশের সঙ্গে আমরা দেখা করেছি । পুলিশ আশ্বাস দিয়েছে যে সব বিজেপি কর্মীদের বাড়ি ফেরানো হচ্ছে তাঁদের নিরাপত্তা পুলিশ দেবে । তাঁদের উপর যাতে ফের কোনও হামলার ঘটনা না ঘটে সেটা পুলিশ নজরে রাখবে । প্রয়োজন হলে পুলিশ ভ্যান টহল দেবে ।"