ETV Bharat / state

উত্তরকাশীতে টানেলের জন্য যাচ্ছে কালনার তৈরি বিশেষ পাইপ

author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 23, 2023, 10:56 PM IST

Uttarkashi Tunnel Collapsed: এখনও উত্তরকাশীতে শ্রমিকদের উদ্ধারের কাজ চলছে ৷ এরই মধ্যে কালনা থেকে যাচ্ছে বিশেষভাবে তৈরি পাইপ ৷ বৈদ্যপুরের এক সংস্থা এই পাইপ সেট পৌঁছে দিচ্ছে উত্তরকাশী ৷

ETV Bharat
উত্তরকাশীতে টানেলের জন্য যাচ্ছে কালনার তৈরি বিশেষ পাইপ

কালনা, 23 নভেম্বর: উত্তরাখণ্ডের উত্তরকাশীতে নির্মীয়মান সুড়ঙ্গে 12 দিন ধরে আটকে রয়েছেন 41 জন শ্রমিক । যুদ্ধকালীন তৎপরতায় চলছে তাদের উদ্ধারের কাজ ৷ তবে শ্রমিকদের উদ্ধার করার জন্য যে টানেল তৈরি করা হচ্ছে সেই টানেলে বিশেষ ধরনের পাইপ ব্যবহার করা হচ্ছে ৷ যা তৈরি হচ্ছে কালনার বৈদ্যপুরে ৷ এই পাইপগুলিকে পরিভাষায় বলে ইন্টারমিডিয়েট জ্যাকিং স্টেশন । মূলত টানেলে যে পাইপ প্রবেশ করানো হচ্ছে সেই পাইপে প্রেসার দেওয়ার জন্য এই আইজেএস পাইপ (Intermediate Jacking Station) কাজ করবে বলে জানা গিয়েছে । এই কাজের বরাত পেয়েছে পূর্ব বর্ধমানের কালনার বৈদ্যপুরের একটা সংস্থা । দিনরাত পরিশ্রম করে সেই পাইপ পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে এই সংস্থা ৷

সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, তারা বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানির সঙ্গে কাজ করে । দিন দুই আগে তাদের কাছে এই আইজেএস পাইপের অর্ডার আসে । যেগুলো উত্তরকাশীতে কাজে ব্যবহার করা হবে । তারপরেই সংস্থার কর্মী-সহ অন্যান্য আধিকারিকরা নিজেরা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে সেই পাইপ তৈরি করে পৌঁছে দিতে চাইছেন । তাদের মতে, যদি এই পাইপ দেশের মানুষের উদ্ধার কাজে লাগে তাহলে তাদের পরিশ্রম সার্থক হবে ।

Uttarkashi Tunnel Collapsed
উত্তরকাশীতে টানেলের জন্য যাচ্ছে কালনার তৈরি বিশেষ পাইপ

পাইপ তৈরি বেসরকারি সংস্থার পক্ষ থেকে দেবাংশু কুমার বলেন, "আমরা কিছু মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করি । হঠাৎ করে বেশ কিছু পাইপ খুব তাড়াতাড়ি দিতে হবে বলে জানতে পারি ৷ যা উত্তরকাশীতে কাজে ব্যবহার করা হবে । আমরা চেষ্টা করছি খুব তাড়াতাড়ি সেই পাইপ বানিয়ে দেওয়ার । এগুলোকে ইন্টারমিডিয়েট জ্যাকিং স্টেশন পাইপ বা আইজেএস পাইপ বলে । টানেলে যে পাইপগুলো প্রবেশ করানো হচ্ছে সেই পাইপগুলোকে প্রেসার দেওয়ার জন্য এই পাইপ সেটটা কাজ করবে । এর আগে আমরা অসম ও উত্তরবঙ্গে রিভার ক্রসিং প্রজেক্টে কাজ করেছি । মূলত টানেলেই এই পাইপগুলো কাজ করে ।"

তিনি আরও বলেন,"অর্ডার নেওয়ার পরে গত 72 ঘণ্টা দিনরাত এক করে এই কাজ করা হচ্ছে । শুধু কর্মীরা নয়, সকলেই তিনদিন ধরে কাজ করছে ৷ কেউ ঘুমাইনি । পাইপ বিভিন্ন মাপের আছে । বিভিন্ন টেকনিক্যাল ব্যাপার আছে । তবে একটা মেল ও একটা ফিমেল দিয়ে একটা পাইপের সেট হয় । আমাদের কাছে দু'সেট পাইপের অর্ডার আছে । আমরা চেষ্টা করছি আজকের মধ্যে পাইপ পাঠিয়ে দেওয়ার জন্য । আমাদের বিভিন্ন টিম আছে । সেখান থেকে যাবতীয় জিনিস আসার পরে এখানে ফাইনাল প্রোডাক্ট তৈরি করছি । আমাদের একটাই আশা আমাদের এই পরিশ্রম যদি দেশের জন্য কোনও কাজে লাগে তাহলে ভালো লাগবে ।"

কালনা, 23 নভেম্বর: উত্তরাখণ্ডের উত্তরকাশীতে নির্মীয়মান সুড়ঙ্গে 12 দিন ধরে আটকে রয়েছেন 41 জন শ্রমিক । যুদ্ধকালীন তৎপরতায় চলছে তাদের উদ্ধারের কাজ ৷ তবে শ্রমিকদের উদ্ধার করার জন্য যে টানেল তৈরি করা হচ্ছে সেই টানেলে বিশেষ ধরনের পাইপ ব্যবহার করা হচ্ছে ৷ যা তৈরি হচ্ছে কালনার বৈদ্যপুরে ৷ এই পাইপগুলিকে পরিভাষায় বলে ইন্টারমিডিয়েট জ্যাকিং স্টেশন । মূলত টানেলে যে পাইপ প্রবেশ করানো হচ্ছে সেই পাইপে প্রেসার দেওয়ার জন্য এই আইজেএস পাইপ (Intermediate Jacking Station) কাজ করবে বলে জানা গিয়েছে । এই কাজের বরাত পেয়েছে পূর্ব বর্ধমানের কালনার বৈদ্যপুরের একটা সংস্থা । দিনরাত পরিশ্রম করে সেই পাইপ পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে এই সংস্থা ৷

সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, তারা বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানির সঙ্গে কাজ করে । দিন দুই আগে তাদের কাছে এই আইজেএস পাইপের অর্ডার আসে । যেগুলো উত্তরকাশীতে কাজে ব্যবহার করা হবে । তারপরেই সংস্থার কর্মী-সহ অন্যান্য আধিকারিকরা নিজেরা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে সেই পাইপ তৈরি করে পৌঁছে দিতে চাইছেন । তাদের মতে, যদি এই পাইপ দেশের মানুষের উদ্ধার কাজে লাগে তাহলে তাদের পরিশ্রম সার্থক হবে ।

Uttarkashi Tunnel Collapsed
উত্তরকাশীতে টানেলের জন্য যাচ্ছে কালনার তৈরি বিশেষ পাইপ

পাইপ তৈরি বেসরকারি সংস্থার পক্ষ থেকে দেবাংশু কুমার বলেন, "আমরা কিছু মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করি । হঠাৎ করে বেশ কিছু পাইপ খুব তাড়াতাড়ি দিতে হবে বলে জানতে পারি ৷ যা উত্তরকাশীতে কাজে ব্যবহার করা হবে । আমরা চেষ্টা করছি খুব তাড়াতাড়ি সেই পাইপ বানিয়ে দেওয়ার । এগুলোকে ইন্টারমিডিয়েট জ্যাকিং স্টেশন পাইপ বা আইজেএস পাইপ বলে । টানেলে যে পাইপগুলো প্রবেশ করানো হচ্ছে সেই পাইপগুলোকে প্রেসার দেওয়ার জন্য এই পাইপ সেটটা কাজ করবে । এর আগে আমরা অসম ও উত্তরবঙ্গে রিভার ক্রসিং প্রজেক্টে কাজ করেছি । মূলত টানেলেই এই পাইপগুলো কাজ করে ।"

তিনি আরও বলেন,"অর্ডার নেওয়ার পরে গত 72 ঘণ্টা দিনরাত এক করে এই কাজ করা হচ্ছে । শুধু কর্মীরা নয়, সকলেই তিনদিন ধরে কাজ করছে ৷ কেউ ঘুমাইনি । পাইপ বিভিন্ন মাপের আছে । বিভিন্ন টেকনিক্যাল ব্যাপার আছে । তবে একটা মেল ও একটা ফিমেল দিয়ে একটা পাইপের সেট হয় । আমাদের কাছে দু'সেট পাইপের অর্ডার আছে । আমরা চেষ্টা করছি আজকের মধ্যে পাইপ পাঠিয়ে দেওয়ার জন্য । আমাদের বিভিন্ন টিম আছে । সেখান থেকে যাবতীয় জিনিস আসার পরে এখানে ফাইনাল প্রোডাক্ট তৈরি করছি । আমাদের একটাই আশা আমাদের এই পরিশ্রম যদি দেশের জন্য কোনও কাজে লাগে তাহলে ভালো লাগবে ।"

আরও পড়ুন :

1 উত্তরকাশীর জন্য প্রার্থনা মহাবীর খনিতে আটকে পড়া শ্রমিক-উদ্ধারকারীর, শোনালেন 34 বছর আগের ভয়াবহ অভিজ্ঞতা

2 ধাপে ধাপে চলছে কাজ, 'জটিলতা থাকলেও কয়েক ঘণ্টার মধ্যেই উদ্ধার সম্ভব,' আশ্বাস মুখ্যমন্ত্রীর

3 'আঁধার' সুড়ঙ্গে আশার আলো, প্রায় 50 মিটার পাথর খুঁড়ে টানেলে প্রবেশ বিপর্যয় মোকাবিলা বাহিনীর

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.