কাটোয়া, 6 জানুয়ারি : সৌরভ গঙ্গোপাধ্যায় যদি বিজেপিতে আসেন, তাহলে তাঁকে স্বাগত ৷ কাটোয়াতে ‘‘চায়ে পে চর্চা’’ কর্মসূচিতে যোগ দিয়ে একথা বললেন বিজেপি নেতা অরবিন্দ মেনন ৷ একই কর্মসূচিতে তৃণমূল সরকারকে কটাক্ষ করেন তিনি ৷
শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগ দেওয়া সিনেমার ট্রেলারের সঙ্গে তুলনা করেন অরবিন্দ ৷ বলেন, এখনও পুরো সিনেমা বাকি আছে ৷ তৃণমূল ও রাজ্য সরকারকে কটাক্ষ করে তিনি বলেন, ‘‘ এই রাজ্যের সরকার দুর্নীতিগ্রস্ত । পিসি-ভাইপোর সরকার । রাজ্যের নাম করা তৃণমূল নেতারা দল ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছেন । চায়ে পে চর্চায় একটাই বার্তা দিচ্ছে মানুষ, তৃণমূল কংগ্রেস যাচ্ছে বিজেপি আসছে । যাঁরা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছেন তাঁরা খুব ভালো কাজ করছেন । তাঁরা দায়িত্ব নিয়ে কাজ করছেন ।’’
আরও পড়ুন :- সবচেয়ে বেশি রাজনৈতিক হিংসা এই রাজ্যে, বলছেন অরবিন্দ মেনন
মেনন আরও বলেন, ‘‘আগামীদিনে দেখা যাবে তৃণমূল কংগ্রেসের এই ডুবন্ত নৌকায় মাত্র দু'জন থাকবেন । পিসি আর ভাইপো ।’’ সৌরভ গঙ্গোপাধ্যায়ের অসুস্থতা প্রসঙ্গে তিনি বলেন, ‘‘তাঁর উপর বিজেপির কোনও চাপ ছিল না । তবে সৌরভের জন্য বিজেপির দরজা খোলা আছে । ইচ্ছে করলেই তিনি বিজেপিতে আসতে পারেন । তাঁকে আমরা বিজেপিতে স্বাগত জানাব ।’’