ETV Bharat / state

কেন্দ্রীয় সরকারের দেওয়া চাল বাংলাদেশে পাঠাচ্ছে জ্যোতিপ্রিয় ও অনুব্রত : সৌমিত্র খাঁ - তৃণমূলের রেশন দুর্নীতির অভিযোগ

রাজ্যের রেশন দুর্নীতি নিয়ে সরব BJP নেতা সৌমিত্র খাঁ এবং লকেট চট্টোপাধ্যায় ৷ সৌমিত্র খাঁ বলেন, "বাংলাতে যে চাল কেন্দ্রীয় সরকার দিচ্ছে তা জ্যোতিপ্রিয় মল্লিক ও অনুব্রত মণ্ডল বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে । সরকার পরিবর্তন হলে এই ঘটনার তদন্ত হবে ।"

burdhaman
রেশন দুর্নীতি নিয়ে রাজ্য সরকারকে আক্রমণ লকেট এবং সৌমিত্রের
author img

By

Published : Jun 19, 2020, 11:25 AM IST

Updated : Jun 19, 2020, 12:43 PM IST

বর্ধমান, 19 জুন: বীরভূমের বাসিন্দা শহিদ জওয়ান রাজেশ ওরাং-এর বাড়ি যাওয়ার পথে রেশন দুর্নীতি নিয়ে শাসকদলের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুললেন BJP সাংসদ লকেট চট্টোপাধ্যায় ও সৌমিত্র খাঁ । বলেন, "কেন্দ্রের পাঠানো চাল বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ও তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল । সরকার পরিবর্তন হলে ঘটনার তদন্ত হবে । " লকেট চট্টোপাধ্যায় বলেন, মানুষ জেনে গেছে চাল-ডাল চোর তৃণমূল ৷

কয়েকদিন আগে কেন্দ্রের চাল পাঠানো নিয়ে আক্রমণ করেছিলেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক । ডাল পাঠানো নিয়েও শুরু হয়েছিল তরজা । এবার সেই প্রসঙ্গে লকেট চট্টোপাধ্যায় বলেন ,"কেন্দ্র চাল-ডাল যে দিয়েছে সেটা তৃণমূল স্বীকার করতে বাধ্য হয়েছে । এতদিন তাহলে তারা মিথ্যে কথা বলেছিল । নিজেদের এই মিথ্যে ঢাকতে তাই এখন তারা বলছে চাল দেয়নি । মুসুর ডাল নয়, মুগডাল দিয়েছে । সেই কারণে এই কথা পরিস্কার হয়ে যাচ্ছে যে কেন্দ্রের পাঠানো চাল-ডালই মানুষের কাছে যাচ্ছে । আর এই চাল-ডাল পৌঁছে দিতে BJP-কর্মীরা নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন । রেশন দুর্নীতি নিয়ে আন্দোলনও করা হচ্ছে । মানুষ জেনে গেছে চাল-ডাল চোর তৃণমূল । আজ আর তৃণমূল মুখ লোকাবে কী করে । নেতা মন্ত্রীর বাড়ি থেকে মুখ্যমন্ত্রী পর্যন্ত বলেছেন ঘটনার তদন্ত করা হবে । কিন্তু কিছুই হয়নি । উলটে কোরোনার জন্য পাঠানো চাল তারা চুরি করে নিয়েছে । মানুষ আজ বুঝে গেছে । "

2021-এর নির্বাচন নিয়ে তিনি বলেন ,"সব কিছু তোলা থাকছে । 2021 সালে মানুষ এর জবাব দেবে ।"

BJP সাংসদ সৌমিত্র খাঁ বলেন, "বাংলাতে যে চাল কেন্দ্রীয় সরকার দিচ্ছে তা জ্যোতিপ্রিয় মল্লিক ও অনুব্রত মণ্ডল বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে । সরকার পরিবর্তন হলে এই ঘটনার তদন্ত হবে ।"

বর্ধমান, 19 জুন: বীরভূমের বাসিন্দা শহিদ জওয়ান রাজেশ ওরাং-এর বাড়ি যাওয়ার পথে রেশন দুর্নীতি নিয়ে শাসকদলের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুললেন BJP সাংসদ লকেট চট্টোপাধ্যায় ও সৌমিত্র খাঁ । বলেন, "কেন্দ্রের পাঠানো চাল বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ও তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল । সরকার পরিবর্তন হলে ঘটনার তদন্ত হবে । " লকেট চট্টোপাধ্যায় বলেন, মানুষ জেনে গেছে চাল-ডাল চোর তৃণমূল ৷

কয়েকদিন আগে কেন্দ্রের চাল পাঠানো নিয়ে আক্রমণ করেছিলেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক । ডাল পাঠানো নিয়েও শুরু হয়েছিল তরজা । এবার সেই প্রসঙ্গে লকেট চট্টোপাধ্যায় বলেন ,"কেন্দ্র চাল-ডাল যে দিয়েছে সেটা তৃণমূল স্বীকার করতে বাধ্য হয়েছে । এতদিন তাহলে তারা মিথ্যে কথা বলেছিল । নিজেদের এই মিথ্যে ঢাকতে তাই এখন তারা বলছে চাল দেয়নি । মুসুর ডাল নয়, মুগডাল দিয়েছে । সেই কারণে এই কথা পরিস্কার হয়ে যাচ্ছে যে কেন্দ্রের পাঠানো চাল-ডালই মানুষের কাছে যাচ্ছে । আর এই চাল-ডাল পৌঁছে দিতে BJP-কর্মীরা নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন । রেশন দুর্নীতি নিয়ে আন্দোলনও করা হচ্ছে । মানুষ জেনে গেছে চাল-ডাল চোর তৃণমূল । আজ আর তৃণমূল মুখ লোকাবে কী করে । নেতা মন্ত্রীর বাড়ি থেকে মুখ্যমন্ত্রী পর্যন্ত বলেছেন ঘটনার তদন্ত করা হবে । কিন্তু কিছুই হয়নি । উলটে কোরোনার জন্য পাঠানো চাল তারা চুরি করে নিয়েছে । মানুষ আজ বুঝে গেছে । "

2021-এর নির্বাচন নিয়ে তিনি বলেন ,"সব কিছু তোলা থাকছে । 2021 সালে মানুষ এর জবাব দেবে ।"

BJP সাংসদ সৌমিত্র খাঁ বলেন, "বাংলাতে যে চাল কেন্দ্রীয় সরকার দিচ্ছে তা জ্যোতিপ্রিয় মল্লিক ও অনুব্রত মণ্ডল বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে । সরকার পরিবর্তন হলে এই ঘটনার তদন্ত হবে ।"

Last Updated : Jun 19, 2020, 12:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.