ETV Bharat / state

আগে দেখেছিলাম সারদায় যুক্ত, পরে দেখলাম বউমাও যুক্ত : সৌমিত্র খাঁ - BJP

অভিষেক বন্দোপাধ্যায়কে কটাক্ষ করেন সৌমিত্র খাঁ।

s
author img

By

Published : Mar 27, 2019, 5:06 AM IST

Updated : Mar 27, 2019, 9:07 AM IST

বিষ্ণুপুর, ২৭ মার্চ : "একটা পরিবারকে বড়লোক করার জন্য দল করা যায় না। একটা পরিবারকে বড়লোক করার জন্য পশ্চিমবঙ্গের মানুষ প্রাণ দিতে পারবে না।" - গতকাল প্রচারে বেরিয়ে অভিষেক বন্দোপাধ্যায়কে এভাবেই কটাক্ষ করলেন বিষ্ণুপুরের BJP প্রার্থী সৌমিত্র খাঁ।

গতকাল বিকালে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত গলসি-২ ব্লকে প্রচারে এসে তৃণমূল কংগ্রেসকে একহাত নেন সৌমিত্রবাবু। প্রচারের ফাঁকে তিনি বলেন, "আমি পাঁচ বছর সাংসদ হয়েও ৩০০ কোটির মালিক হতে পারলাম না। অথচ ভাইপো সাংসদ হয়ে ৩০০০ কোটির মালিক হয়ে গেলেন।"

ভিডিয়োয় শুনুন সৌমিত্র খাঁয়ের বক্তব্য

ব্যাঙ্কক থেকে ফেরার পথে দমদমে বিমানবন্দরে অভিষেক বন্দোপাধ্যায়ের স্ত্রীকে প্রায় ২ কেজি সোনা সহ কাস্টমস আটকেছিল বলে সম্প্রতি "গুজব" ছড়িয়েছে। সেই প্রসঙ্গে সৌমিত্র প্রচারে বলেন, "আমরা আগে দেখেছিলাম কেউ সারদায় যুক্ত আবার কেউ নারদায় যুক্ত। পরে দেখলাম বউমাও যুক্ত আছে। তিনি সোনা পাচার করছেন।" সৌমিত্রবাবু আরও বলেন, "শুধু তাই নয়, গ্রাম বাংলার মানুষের ঘরে যেখানে ১০ গ্রাম সোনা নেই সেখানে ভাইপো সাংসদ কি করে ৩০০০ কোটি টাকার মালিক হতে পারেন তা জানতে চায় রাজ্যবাসী।"

বিষ্ণুপুর, ২৭ মার্চ : "একটা পরিবারকে বড়লোক করার জন্য দল করা যায় না। একটা পরিবারকে বড়লোক করার জন্য পশ্চিমবঙ্গের মানুষ প্রাণ দিতে পারবে না।" - গতকাল প্রচারে বেরিয়ে অভিষেক বন্দোপাধ্যায়কে এভাবেই কটাক্ষ করলেন বিষ্ণুপুরের BJP প্রার্থী সৌমিত্র খাঁ।

গতকাল বিকালে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত গলসি-২ ব্লকে প্রচারে এসে তৃণমূল কংগ্রেসকে একহাত নেন সৌমিত্রবাবু। প্রচারের ফাঁকে তিনি বলেন, "আমি পাঁচ বছর সাংসদ হয়েও ৩০০ কোটির মালিক হতে পারলাম না। অথচ ভাইপো সাংসদ হয়ে ৩০০০ কোটির মালিক হয়ে গেলেন।"

ভিডিয়োয় শুনুন সৌমিত্র খাঁয়ের বক্তব্য

ব্যাঙ্কক থেকে ফেরার পথে দমদমে বিমানবন্দরে অভিষেক বন্দোপাধ্যায়ের স্ত্রীকে প্রায় ২ কেজি সোনা সহ কাস্টমস আটকেছিল বলে সম্প্রতি "গুজব" ছড়িয়েছে। সেই প্রসঙ্গে সৌমিত্র প্রচারে বলেন, "আমরা আগে দেখেছিলাম কেউ সারদায় যুক্ত আবার কেউ নারদায় যুক্ত। পরে দেখলাম বউমাও যুক্ত আছে। তিনি সোনা পাচার করছেন।" সৌমিত্রবাবু আরও বলেন, "শুধু তাই নয়, গ্রাম বাংলার মানুষের ঘরে যেখানে ১০ গ্রাম সোনা নেই সেখানে ভাইপো সাংসদ কি করে ৩০০০ কোটি টাকার মালিক হতে পারেন তা জানতে চায় রাজ্যবাসী।"

Intro:সেমিফাইনালে হেরেছে, এবার বিজেপি লড়বে তৃতীয় ও চতুর্থ স্থানের জন্য বললেন অরূপ
পুলক যশ, ভাতার
যে টিম সেমিফাইনালে হেরে যায় সেই টিমের ও ফাইনাল খেলার কোন অধিকার নেই। বিজেপি বলেছিল পাঁচ রাজ্যের নির্বাচন ছিল তাদের কাছে কার্যত সেমিফাইনাল। পাঁচ রাজ্য থেকেই ঘাড়ধাক্কা খেয়ে বাদ হয়ে গেছে। এবার ওরা লড়াই করবে তৃতীয় ও চতুর্থ স্থানের জন্য। Body:ভাতারে ১৯ জানুয়ারি বিগ্রেডের প্রস্তুতি সভায় বক্তব্য রাখতে এসে বিজেপিকে বিঁধলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস।এদিন মন্ত্রী কাটোয়াতেও বিগ্রেডের সমর্থনে জনসভা করেন।
এদিন অরূপ বিশ্বাস বলেন , মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি মানুষের কাছে সরকারি পরিসেবা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছেন মুখ্যমন্ত্রী। অথচ দেশের একটা সাম্প্রদায়িক দল ধর্ম নিয়ে মানুষকে সুড়সুড়ি দিচ্ছে। বড়ো বড়ো কথা বলছে। ওরাই তো বলেছিল পাঁচ রাজ্যের নির্বাচন ওদের কাছে সেমিফাইনাল।
Conclusion:দর্শকদের উদ্দেশ্যে বলেন, আমি রাজ্যের ক্রীড়ামন্ত্রী। ছোটোবেলা থেকেই খেলাধূলা করেছি। এখানেও অনেকে আছেন যারা ক্রিকেট ও ফুটবলের টুর্নামেন্ট করেন। কেউ কোনদিন শুনেছেন নাকি সেমিফাইনালে হেরে গিয়ে সে আবার ফাইনাল খেলতে পারে। কিছু কিছু টুর্নামেন্টে যারা যারা সেমিফাইনালে হারে তারা নিজেদের মধ্যে তৃতীয় ও চতুর্থ হওয়ার জন্য নিজেদের মধ্যে লড়াই করে। ২০১৯ সালে লোকসভা ভোটে বিজেপিকে তৃতীয় ও চতুর্থ হওয়ার জন্য লড়াই করতে হবে। সেমিফাইনালে হেরে গেছে। আর বিজেপির কিছু করার নেই। এবার সময় এসেছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভারতবর্ষের মানুষের কাজ করার জন্য এগিয়ে দিতে হবে। সিপিএম বিজেপি কেউ গরিব মানুষের জন্য ভাবে নি। অথচ এই রাজ্যের মুখ্যমন্ত্রী মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের কথা ভাবে।
Last Updated : Mar 27, 2019, 9:07 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.