ETV Bharat / state

বর্ধমানে ছেলেকে খুনের অভিযোগ ব্যক্তির বিরুদ্ধে - burdwan news

বর্ধমান শহরের নারানদিঘি মোড়লপাড়া এলাকায় ছেলেকে খুনের অভিযোগ উঠল ব্যক্তির বিরুদ্ধে ।

Allegations of murder of son against husband
ছেলের খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে
author img

By

Published : Jul 2, 2020, 3:53 AM IST

বর্ধমান, 2 জুলাই : ছেলেকে খুনের অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে । বর্ধমান শহরের নারানদিঘি মোড়লপাড়া এলাকার ঘটনা । মৃতের নাম তারক রায় ।

ছবি রায়ের সঙ্গে তাঁর স্বামী রবি রায়ের দীর্ঘদিন ধরে অশান্তি চলছিল । অন্য দিনের মতো গতকালও ছোটো ছেলে তারক রায় এর প্রতিবাদ করলে বাবার সঙ্গে ঝামেলা শুরু হয় । এরপরই রবি রায় ভারী কিছু দিয়ে ছেলের মাথায় আঘাত করে বলে অভিযোগ । সেখানেই তারকের মৃত্যু হয় ।

মৃতের মা ছবি রায় বলেন, স্বামী তাঁর উপর অকথ্য অত্যাচার করত । বাধ্য হয়ে তিনি তাঁর বড় মেয়ের বাড়ি থাকতেন । মঙ্গলবার রবি রায় মেয়ের বাড়ি গিয়ে তাঁর সঙ্গে ফের অশান্তি শুরু করে বলে অভিযোগ । সেই সময় তারকের সঙ্গেও তাঁর ঝগড়া হয় ।

গতকাল দুপুর নাগাদ তারকের রক্তাক্ত দেহ উদ্ধার হয় । ছবি রায়ের অভিযোগ, স্বামীই তাঁর ছেলেকে খুন করেছে ।

বর্ধমান, 2 জুলাই : ছেলেকে খুনের অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে । বর্ধমান শহরের নারানদিঘি মোড়লপাড়া এলাকার ঘটনা । মৃতের নাম তারক রায় ।

ছবি রায়ের সঙ্গে তাঁর স্বামী রবি রায়ের দীর্ঘদিন ধরে অশান্তি চলছিল । অন্য দিনের মতো গতকালও ছোটো ছেলে তারক রায় এর প্রতিবাদ করলে বাবার সঙ্গে ঝামেলা শুরু হয় । এরপরই রবি রায় ভারী কিছু দিয়ে ছেলের মাথায় আঘাত করে বলে অভিযোগ । সেখানেই তারকের মৃত্যু হয় ।

মৃতের মা ছবি রায় বলেন, স্বামী তাঁর উপর অকথ্য অত্যাচার করত । বাধ্য হয়ে তিনি তাঁর বড় মেয়ের বাড়ি থাকতেন । মঙ্গলবার রবি রায় মেয়ের বাড়ি গিয়ে তাঁর সঙ্গে ফের অশান্তি শুরু করে বলে অভিযোগ । সেই সময় তারকের সঙ্গেও তাঁর ঝগড়া হয় ।

গতকাল দুপুর নাগাদ তারকের রক্তাক্ত দেহ উদ্ধার হয় । ছবি রায়ের অভিযোগ, স্বামীই তাঁর ছেলেকে খুন করেছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.