ETV Bharat / state

Pigeon Death : বিষ মেশানো খাবার খেয়ে ছ'টা পায়রার মৃত্যু, তদন্তে পুলিশ - বিষ খেয়ে মৃত্যু হল ছ'টা পায়রার

বিষ মেশানো খাবার খেয়ে ছ'টা পায়রার মৃত্যু হল বর্ধমান শহরের নীলপুর এলাকায় ৷ স্থানীয় এক বাসিন্দার বিরুদ্ধে টবে বিষ মিশিয়ে দেওয়ার অভিযোগ ৷ শুরু হয়েছে পুলিশি তদন্ত ৷

Pigeon Death
Pigeon Death
author img

By

Published : Sep 30, 2021, 9:56 AM IST

বর্ধমান, 30 সেপ্টেম্বর : প্রতিদিন সকালে এক ঝাঁক পায়রা উড়ে একটা বাড়ির ছাদে ঘোরাফেরা করে । তাতেই প্রবল আপত্তি ছিল বাড়ির মালিকের ৷ তাই কাউকে কিছু না জানিয়ে মালিক নীরূপ দাস বাড়ির টবে বিষ দিয়ে দেন বলে অভিযোগ ৷ ওই বিষ খেয়ে মৃত্যু হয় ছ'টা পায়রার ।

এই বিষয়টি জানাজানি হতেই একটি পশুপ্রেমী স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে বর্ধমান থানায় অভিযোগ জানানো হয় । বর্ধমান থানার পুলিশ পায়রাগুলিকে ময়নাতদন্তের জন্য বর্ধমানের প্রাণী সম্পদ বিকাশ বিভাগে পাঠিয়েছে ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বর্ধমান শহরের নীলপুরের কমলাদিঘিপাড় এলাকার বাসিন্দা শান্তনু দাসের বাড়িতে এক ঝাঁক পোষা পায়রা আছে । প্রতিদিন সকালের দিকে ঘর পরিষ্কার করার সময় সেই পায়রাগুলোকে ছেড়ে দেওয়া হলে তারা পাশের বাড়ির ছাদে গিয়ে বসে । বাড়ির ছাদে পায়রাদের বিচরণ পছন্দ করতেন না পাশের বাড়ির বাসিন্দা নীরূপ কুমার দাস । তাই পায়রাগুলি যেখানে এসে বসত সেই টবের মধ্যে বিষ মিশিয়ে দেন বলে অভিযোগ । অন্যান্য দিনের মতো সকালে পায়রাগুলিকে ছাড়তেই কয়েকটি পায়রা সেখানে গিয়ে বসে খাবারের খোঁজে । টবে মুখ দিতেই ছটফট করতে করতে ছ'টি পায়রার মৃত্যু হয় ।

আরও পড়ুন : স্বরূপনগরে উদ্ধার 16টি পায়রা, পলাতক পাচারকারীরা

এই বিষয়ে বর্ধমান জেলা পশু হাসপাতালের চিকিৎসক বাসুদেব ঘোষ জানান, একটা স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে বর্ধমান থানায় অভিযোগ দায়ের করা হয়েছে । কিছু পায়রার অস্বাভাবিক মৃত্যু হয়েছে । পায়রাগুলিকে ময়নাতদন্তের জন্য আনা হয়েছে । এছাড়া যদি ফরেনসিক ল্যাবে পাঠানোর দরকার হয় সেটাও করা হবে ।

শান্তনু দাসের মা সবিতা দাস জানান, আমার মেয়ে প্রতিদিন সকাল সাড়ে সাতটা নাগাদ পায়রাগুলোকে ছেড়ে দেয় । পায়রাগুলো সেই সময় মিনিট দশ-পনেরো ঘুরে বেড়ায় । বুধবার সকালে হঠাৎ মেয়ে চিৎকার করতে শুরু করে পায়রাগুলো কী খেয়ে নিয়েছে । তারা ছটফট করছে আর মরে যাচ্ছে । কোনও পায়রা বমি করছে, কোনওটা আবার নেতিয়ে পড়ছে । এই দেখে পাড়ার লোকেরা ছুটে আসে । হঠাৎ দেখি পাশের বাড়ির টবের মধ্যে লাল বিষ মাখানো । ওই বাড়ির ছেলেটা তখন হুমকি দিয়ে বলছে, আমাদের টবে আমরা বিষ দিতেই পারি । আর আমাদের টবে আমরা বিষ দেব লোককে কেন বলব ।

আরও পড়ুন : মার্কিন মুলুক থেকে উড়ে আসা পায়রা মেরে ফেলতে চায় অস্ট্রেলিয়া

বর্ধমান, 30 সেপ্টেম্বর : প্রতিদিন সকালে এক ঝাঁক পায়রা উড়ে একটা বাড়ির ছাদে ঘোরাফেরা করে । তাতেই প্রবল আপত্তি ছিল বাড়ির মালিকের ৷ তাই কাউকে কিছু না জানিয়ে মালিক নীরূপ দাস বাড়ির টবে বিষ দিয়ে দেন বলে অভিযোগ ৷ ওই বিষ খেয়ে মৃত্যু হয় ছ'টা পায়রার ।

এই বিষয়টি জানাজানি হতেই একটি পশুপ্রেমী স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে বর্ধমান থানায় অভিযোগ জানানো হয় । বর্ধমান থানার পুলিশ পায়রাগুলিকে ময়নাতদন্তের জন্য বর্ধমানের প্রাণী সম্পদ বিকাশ বিভাগে পাঠিয়েছে ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বর্ধমান শহরের নীলপুরের কমলাদিঘিপাড় এলাকার বাসিন্দা শান্তনু দাসের বাড়িতে এক ঝাঁক পোষা পায়রা আছে । প্রতিদিন সকালের দিকে ঘর পরিষ্কার করার সময় সেই পায়রাগুলোকে ছেড়ে দেওয়া হলে তারা পাশের বাড়ির ছাদে গিয়ে বসে । বাড়ির ছাদে পায়রাদের বিচরণ পছন্দ করতেন না পাশের বাড়ির বাসিন্দা নীরূপ কুমার দাস । তাই পায়রাগুলি যেখানে এসে বসত সেই টবের মধ্যে বিষ মিশিয়ে দেন বলে অভিযোগ । অন্যান্য দিনের মতো সকালে পায়রাগুলিকে ছাড়তেই কয়েকটি পায়রা সেখানে গিয়ে বসে খাবারের খোঁজে । টবে মুখ দিতেই ছটফট করতে করতে ছ'টি পায়রার মৃত্যু হয় ।

আরও পড়ুন : স্বরূপনগরে উদ্ধার 16টি পায়রা, পলাতক পাচারকারীরা

এই বিষয়ে বর্ধমান জেলা পশু হাসপাতালের চিকিৎসক বাসুদেব ঘোষ জানান, একটা স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে বর্ধমান থানায় অভিযোগ দায়ের করা হয়েছে । কিছু পায়রার অস্বাভাবিক মৃত্যু হয়েছে । পায়রাগুলিকে ময়নাতদন্তের জন্য আনা হয়েছে । এছাড়া যদি ফরেনসিক ল্যাবে পাঠানোর দরকার হয় সেটাও করা হবে ।

শান্তনু দাসের মা সবিতা দাস জানান, আমার মেয়ে প্রতিদিন সকাল সাড়ে সাতটা নাগাদ পায়রাগুলোকে ছেড়ে দেয় । পায়রাগুলো সেই সময় মিনিট দশ-পনেরো ঘুরে বেড়ায় । বুধবার সকালে হঠাৎ মেয়ে চিৎকার করতে শুরু করে পায়রাগুলো কী খেয়ে নিয়েছে । তারা ছটফট করছে আর মরে যাচ্ছে । কোনও পায়রা বমি করছে, কোনওটা আবার নেতিয়ে পড়ছে । এই দেখে পাড়ার লোকেরা ছুটে আসে । হঠাৎ দেখি পাশের বাড়ির টবের মধ্যে লাল বিষ মাখানো । ওই বাড়ির ছেলেটা তখন হুমকি দিয়ে বলছে, আমাদের টবে আমরা বিষ দিতেই পারি । আর আমাদের টবে আমরা বিষ দেব লোককে কেন বলব ।

আরও পড়ুন : মার্কিন মুলুক থেকে উড়ে আসা পায়রা মেরে ফেলতে চায় অস্ট্রেলিয়া

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.