জামালপুর, 20 জুলাই: জন্মদিনের অনুষ্ঠান বাড়িতে খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়লেন প্রায় 35-40 জন । ডায়রিয়া নিয়ে জামালপুর ও মেমারি হাসপাতালে ভর্তি প্রায় সকলেই । পূর্ব বর্ধমান জেলার জামালপুরের জৌগ্রাম গ্রামের ঘটনা (Bardhaman Diarrhea)।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত রবিবার জৌগ্রামে জন্মদিন উপলক্ষে একটা অনুষ্ঠান ছিল । সেই অনুষ্ঠানে 130 জন অতিথি আমন্ত্রিত ছিলেন । অনুষ্ঠানে খাবার খাওয়ার পরে সেদিন রাত থেকেই বেশ কয়েকজন অসুস্থ হতে শুরু করেন । সোমবার দুপুরের পরে অসুস্থ হয়ে পড়েন 35-40 জন । তাদের মধ্যে বেশ কয়েকজনকে মেমারি হাসপাতাল ও বাকিদের জামালপুর হাসপাতালে ভর্তি করা হয় । তবে কোনও শিশু অসুস্থ হওয়ার খবর নেই ।
আরও পড়ুন : কামারহাটিতে ডায়রিয়া পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আসেনি, আতঙ্কিত এলাকাবাসী
স্থানীয় বাসিন্দা জয়ন্ত পাল জানান, জন্মদিন উপলক্ষে রবিবার অনুষ্ঠান ছিল । সেই অনুষ্ঠানে প্রায় 130 জন উপস্থিত ছিলেন । অনুষ্ঠানে খাবার খেয়ে সোমবার দুপুরের পর থেকে অনেকেই অসুস্থ হতে শুরু করেন । প্রায় 35 জন অসুস্থ হয়ে পড়েন । এর মধ্যে মেমারি হাসপাতালে 5 জন ও জামালপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে 15 জন ভর্তি আছেন । গ্রামের মধ্যে 10-12 জন অসুস্থ আছেন । তাঁরা স্থানীয় চিকিৎসকদের কাছে চিকিৎসা করাচ্ছেন । শিশুদের কিছু হয়নি । প্রাথমিকভাবে মনে করা হচ্ছে খাবার থেকেই বিষক্রিয়া হয়েছে ।
শর্মিষ্ঠা পাল নামে এক বাসিন্দা জানান, জন্মদিন উপলক্ষে একটা অনুষ্ঠান বাড়ি ছিল । সেই অনুষ্ঠান বাড়িতে খাওয়া-দাওয়ার পর রবিবার রাত থেকেই অনেকে অল্পবিস্তর অসুস্থ হতে শুরু করে । সোমবার দুপুরের পর প্রায় 30-35 জন অসুস্থ হয়ে পড়েন । তাঁদের ডায়রিয়া হয় । এদের মধ্যে অনেককে মেমারি ও জামালপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে । খাবারে বিষক্রিয়া থেকেই এই ঘটনা ঘটতে পারে বলে মনে করা হচ্ছে ।