কেতুগ্রাম, 13 ডিসেম্বর : চাষের কাজ করতে গিয়ে দুষ্কৃতীদের গুলিতে আহত হলেন দুই কৃষক । পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম থানার নারায়ণপুর গ্রামের ঘটনা । আহত দুইজনকে কাটোয়া মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে ।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বিকেলবেলা কেতুগ্রামের নারায়ণপুরে ভাগীরথী নদীর চরে চাষের কাজ করছিলেন কৃষকেরা । সেই সময় কয়েকজন দুষ্কৃতী বোমা, বন্দুক নিয়ে নিয়ে তাদের উপর চড়াও হয় বলে অভিযোগ । দুষ্কৃতীদের হামলায় দুই কৃষকের চোখের পাশে গুলি লাগে । তারপর অভিযুক্তরা সেখান থেকে পালিয়ে যায় । এরপর স্থানীয়রা আহতদের উদ্ধার করে কাটোয়া হাসপাতালে ভরতি করে ।
আরও পড়ুন , ইসলামপুরে সোলার লাইট বসানোকে কেন্দ্র করে চলল গুলি , জখম 3
আহত কৃষক সনাতন ঘোষ, পৈরাগ ঘোষরা বলেন, “ চলতি বছরে তাঁদের পরিবার ও কয়েকজন প্রতিবেশীর সব মিলিয়ে প্রায় 15 বিঘা ধান জমি নদী গর্ভে তলিয়ে গিয়েছিল । যেখানে আমাদের জমিগুলি ছিল সেখানে এখন চরা পড়েছে । সকালে সেই চরে আমরা চাষের কাজ করতে গেলে নতুনগ্রামের কয়েকজন দুষ্কৃতী বোমা-বন্দুক নিয়ে আমাদের উপর চড়াও হয় । তারা আমাদের লক্ষ্য করে বোমাবাজি করে । গুলি চালায় ।" যদিও পুলিশ জানিয়েছে, এদিন সন্ধে পর্যন্ত এই নিয়ে নির্দিষ্ট কোনও অভিযোগ দায়ের করা হয়নি ।