বর্ধমান, 8 মে : একাধিক দাবি নিয়ে বর্ধমানে প্রতীকী প্রতিবাদ জানাল SFI । বর্ধমান বিশ্ববিদ্যালয়, বর্ধমান মহিলা কলেজ, মেমারি কলেজ, বিবেকানন্দ কলেজ-সহ একাধিক কলেজের গেটের সামনে গতকাল UGC-র গাইডলাইনের বিরুদ্ধে প্রতিবাদ জানায় SFI ।
গতকাল পূর্ব বর্ধমান জেলা SFI-এর তরফে সামাজিক দূরত্ব মেনে বর্ধমান বিশ্ববিদ্যালয়-সহ একাধিক কলেজের গেটের সামনে UGC গাইডলাইনের বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ জানানো হয় । সেখানে একাধিক দাবি জানায় তারা ।
পূর্ব বর্ধমান জেলার SFI-এর জেলা সম্পাদক অনির্বাণ রায় চৌধুরি বলেন, "সেশনের সমস্ত ফি, হোস্টেল ফি নেওয়া চলবে না । 75 শতাংশ ক্লাসরুম ও 25 শতাংশ অনলাইন শিক্ষার প্রস্তাব বাতিল করতে হবে । অনলাইন শিক্ষার সুযোগ সুনিশ্চিত না করে অনলাইনে পরীক্ষা নেওয়া যাবে না ।"