ETV Bharat / state

"দুয়ারে সরকার"-এর পরিষেবা নিতে গিয়ে পূর্বস্থলীতে পদপিষ্ট কয়েকজন - দুয়ারে সরকারের পরিষেবা নিতে গিয়ে পদপিষ্ট

দুয়ারে সরকার ক্যাম্পে ভিড়ের কারণে পদপিষ্ট হয়ে আহত হলেন কয়েকজন ৷ তাঁদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে ৷

door to government services
দুয়ারে সরকার ক্যাম্পে ভিড়ের কারণে পদপৃষ্টের ঘটনা
author img

By

Published : Dec 15, 2020, 10:41 PM IST

পূর্বস্থলী, 15 ডিসেম্বর: দুয়ারে সরকারের ক্যাম্পে ভিড়ের জেরে পড়ে গিয়ে পদপিষ্ট হয়ে আহত হলেন বেশ কয়েকজন। আহতদের কালনা হাসপাতালে চিকিৎসা করানো হয়। তাঁদের প্রত্যেককেই প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়েছে । পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী 1 নম্বর ব্লকের নসরতপুর পারুলডাঙা উচ্চবিদ্যালয়ে এই দুর্ঘটনাটি ঘটে । যদিও মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, "একটা ঘটনা ভিড়ের জন্য ঘটেছিল । সকলেই সুস্থ আছে। এটা নিয়ে অহেতুক রাজনীতি করা হচ্ছে।"

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার 1 নম্বর ব্লকের নসরতপুর পারুলডাঙা উচ্চ বিদ্যালয় দুয়ারে সরকারের জন্য ক্যাম্প চলছিল । সেই ক্যাম্পে পরিষেবা নেওয়ার জন্য অনেকেই ভিড় করেন । বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় উপচে পড়তে থাকে । সেই সময় ঠেলাঠেলির জেরে কয়েকজন মাটিতে পড়ে যান । তাঁদের উপর দিয়ে অনেকে চলে যান । পদপিষ্ট হয়ে আহত হন তাঁরা । আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় ।

আরও পড়ুন :কলকাতা পৌরনিগমের প্রতিটি বোরো অফিসে এবার "দুয়ারে সরকার"

বিজেপি নেতা কৃষ্ণ ঘোষ বলেন, "ওই গ্রামপঞ্চায়েত এলাকায় এই সরকার কোনও কাজ করেনি ৷ তাই ভিড় হয়েছিল । কিন্তু সরকারের কোনও ব্যবস্থা না থাকায় পদপিষ্ট হওয়ার মতো ঘটনা ঘটছে।" রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, দুয়ারে সরকারের পরিষেবা দেওয়ার জন্য কয়েকটা তারিখ দেওয়া হয়েছে। কিন্তু একদিনের মধ্যে মানুষের ভিড় উপচে পড়ায় কয়েকজন ঠেলাঠেলিতে পড়ে গিয়ে আহত হন। তাঁদের চিকিৎসার সমস্তরকম ব্যবস্থা করা হয়েছে বলে দাবি করেন তিনি । বলেন," সকলেই বাড়ি ফিরে গেছেন ও সুস্থ আছেন। যাঁরা এসব নিয়ে বলছেন তাঁরা রাজনীতি করার জন্য বলছেন।"

পূর্বস্থলী, 15 ডিসেম্বর: দুয়ারে সরকারের ক্যাম্পে ভিড়ের জেরে পড়ে গিয়ে পদপিষ্ট হয়ে আহত হলেন বেশ কয়েকজন। আহতদের কালনা হাসপাতালে চিকিৎসা করানো হয়। তাঁদের প্রত্যেককেই প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়েছে । পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী 1 নম্বর ব্লকের নসরতপুর পারুলডাঙা উচ্চবিদ্যালয়ে এই দুর্ঘটনাটি ঘটে । যদিও মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, "একটা ঘটনা ভিড়ের জন্য ঘটেছিল । সকলেই সুস্থ আছে। এটা নিয়ে অহেতুক রাজনীতি করা হচ্ছে।"

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার 1 নম্বর ব্লকের নসরতপুর পারুলডাঙা উচ্চ বিদ্যালয় দুয়ারে সরকারের জন্য ক্যাম্প চলছিল । সেই ক্যাম্পে পরিষেবা নেওয়ার জন্য অনেকেই ভিড় করেন । বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় উপচে পড়তে থাকে । সেই সময় ঠেলাঠেলির জেরে কয়েকজন মাটিতে পড়ে যান । তাঁদের উপর দিয়ে অনেকে চলে যান । পদপিষ্ট হয়ে আহত হন তাঁরা । আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় ।

আরও পড়ুন :কলকাতা পৌরনিগমের প্রতিটি বোরো অফিসে এবার "দুয়ারে সরকার"

বিজেপি নেতা কৃষ্ণ ঘোষ বলেন, "ওই গ্রামপঞ্চায়েত এলাকায় এই সরকার কোনও কাজ করেনি ৷ তাই ভিড় হয়েছিল । কিন্তু সরকারের কোনও ব্যবস্থা না থাকায় পদপিষ্ট হওয়ার মতো ঘটনা ঘটছে।" রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, দুয়ারে সরকারের পরিষেবা দেওয়ার জন্য কয়েকটা তারিখ দেওয়া হয়েছে। কিন্তু একদিনের মধ্যে মানুষের ভিড় উপচে পড়ায় কয়েকজন ঠেলাঠেলিতে পড়ে গিয়ে আহত হন। তাঁদের চিকিৎসার সমস্তরকম ব্যবস্থা করা হয়েছে বলে দাবি করেন তিনি । বলেন," সকলেই বাড়ি ফিরে গেছেন ও সুস্থ আছেন। যাঁরা এসব নিয়ে বলছেন তাঁরা রাজনীতি করার জন্য বলছেন।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.