ETV Bharat / state

Bhatar Accident: বাইক ও সাইকেলে অ্যাম্বুল্যান্সের ধাক্কা, ভাতারে তিনজনের মৃত্য়ু - 2বি জাতীয় সড়ক

পূর্ব বর্ধমান জেলার বর্ধমান-বোলপুর 2বি জাতীয় সড়কে অ্যাম্বুলেন্সের সঙ্গে বাইক ও সাইকেলের ধাক্কা ৷ দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত তিন ৷ আহত আরও 5 ৷ তাঁদের বর্ধমান মেডিক্যাল ভরতি ৷ ঘটনাস্থল পূর্ব বর্ধমানের ভাতার থানার অন্তর্গত ৷

Bhatar Accident
Bhatar Accident
author img

By

Published : Jul 14, 2023, 2:29 PM IST

Updated : Jul 14, 2023, 2:51 PM IST

ভাতার, 14 জুলাই: অ্যাম্বুল্যান্সের সঙ্গে বাইক ও সাইকেলের ধাক্কায় মৃত্যু হল তিনজনের । পুলিশ জানিয়েছে, মৃতদের নাম হল অনন্ত লেট (70), তাপস ঘোষ (26) ও আব্দুল রহিম (30) । ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন । শুক্রবার বেলার দিকে দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার বর্ধমান-বোলপুর 2বি জাতীয় সড়কে । খবর পেয়ে ভাতার থানার পুলিশ আহতদের উদ্ধার করে । তাঁদের বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয়েছে ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বীরভূমের রামপুরহাট থেকে অনন্ত লেট নামে এক ব্যক্তিকে অসুস্থতার কারণে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় । তাঁকে অ্যাম্বুল্যান্সে করে বর্ধমান নিয়ে আসা হচ্ছিল । ভাতারের নতুন গ্রামের কাছে অ্যাম্বুল্যান্সটি নিয়ন্ত্রণ হারিয়ে একটা বাইক, পরে এক সাইকেল আরোহী ও পথচারীকে ধাক্কা মারে ।

Bhatar Accident
দুর্ঘটনাগ্রস্ত অ্যাম্বুল্যান্স৷ শুক্রবার পূর্ব বর্ধমানের ভাতারে৷

ঘটনায় অ্যাম্বুল্যান্সে থাকা রোগী, বাইক আরোহী ও সাইকেল আরোহী গুরুতর আহত হন । বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তিনজনেরই মৃত্যু হয় । ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। আহতদের চিকিৎসা চলছে । ঘটনার পরেই উত্তেজিত গ্রামবাসীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন । পরে পুলিশ এসে স্পিড ব্রেকার বসানোর আশ্বাস দিলে অবরোধ ওঠে । গ্রামবাসীদের অভিযোগ, ওই রাস্তার উপরে গাড়ির গতি নিয়ন্ত্রণের জন্য কোনও স্পিড ব্রেকার নেই । ফলে বেপরোয়া গতিতে গাড়ি চলাচল করে ৷ ওই পথ দিয়ে গ্রামবাসীরা ছাড়াও গ্রামের ছেলেমেয়েরা স্কুলে যায় । ফলে আতঙ্ক থেকেই যায় ।

Bhatar Accident
দুর্ঘটনাগ্রস্ত অ্যাম্বুল্যান্স৷ শুক্রবার পূর্ব বর্ধমানের ভাতারে৷

গ্রামবাসী পলাশ ঘোষ বলেন, ‘‘ভাতার থানার নতুন গ্রাম এলাকা দিয়ে 2বি জাতীয় সড়ক গিয়েছে । ওই রাস্তা দিয়ে বেপরোয়া গাড়ি চলাচল করে । রাস্তায় কোনও স্পিড ব্রেকার না থাকায় প্রায়দিনই ছোটোখাটো দুর্ঘটনা লেগেই আছে । শুক্রবার গুসকরা থেকে বর্ধমানের দিকে একটা অ্যাম্বুল্যান্স আসছিল । উলটো দিকের রাস্তা দিয়ে আমাদের গ্রামের একজন সাইকেলে চেপে আর একজন হেঁটে যাচ্ছিলেন । তাঁদের সামনে একটা বাইক যাচ্ছিল । অ্যাম্বুল্যান্সের চালক নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে বাইকটিকে ধাক্কা মারে, এরপর অ্যাম্বুল্যান্সটি ওই সাইকেল আরোহী ও যিনি হেঁটে যাচ্ছিলেন তাঁকেও ধাক্কা মেরে রাস্তায় উল্টে যায় ।’’

আরও পড়ুন: মেয়ের বিয়ে সেরে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা, লেকটাউনে নিহত কনের বাবা-সহ তিন

তিনি আরও জানান, ঘটনার প্রতিবাদে রাস্তা অবরোধ করা হয় । সামনেই গ্রামের স্কুল আছে । ফলে বাচ্চাদের স্কুল যাওয়া নিয়ে গ্রামবাসীদের চিন্তা থেকেই গিয়েছে । প্রশাসনের তরফে আশ্বাস দেওয়া হয়েছে দু-একদিনের মধ্যেই ওই জায়গায় স্পিড ব্রেকার বসানো হবে ।

ভাতার, 14 জুলাই: অ্যাম্বুল্যান্সের সঙ্গে বাইক ও সাইকেলের ধাক্কায় মৃত্যু হল তিনজনের । পুলিশ জানিয়েছে, মৃতদের নাম হল অনন্ত লেট (70), তাপস ঘোষ (26) ও আব্দুল রহিম (30) । ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন । শুক্রবার বেলার দিকে দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার বর্ধমান-বোলপুর 2বি জাতীয় সড়কে । খবর পেয়ে ভাতার থানার পুলিশ আহতদের উদ্ধার করে । তাঁদের বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয়েছে ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বীরভূমের রামপুরহাট থেকে অনন্ত লেট নামে এক ব্যক্তিকে অসুস্থতার কারণে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় । তাঁকে অ্যাম্বুল্যান্সে করে বর্ধমান নিয়ে আসা হচ্ছিল । ভাতারের নতুন গ্রামের কাছে অ্যাম্বুল্যান্সটি নিয়ন্ত্রণ হারিয়ে একটা বাইক, পরে এক সাইকেল আরোহী ও পথচারীকে ধাক্কা মারে ।

Bhatar Accident
দুর্ঘটনাগ্রস্ত অ্যাম্বুল্যান্স৷ শুক্রবার পূর্ব বর্ধমানের ভাতারে৷

ঘটনায় অ্যাম্বুল্যান্সে থাকা রোগী, বাইক আরোহী ও সাইকেল আরোহী গুরুতর আহত হন । বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তিনজনেরই মৃত্যু হয় । ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। আহতদের চিকিৎসা চলছে । ঘটনার পরেই উত্তেজিত গ্রামবাসীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন । পরে পুলিশ এসে স্পিড ব্রেকার বসানোর আশ্বাস দিলে অবরোধ ওঠে । গ্রামবাসীদের অভিযোগ, ওই রাস্তার উপরে গাড়ির গতি নিয়ন্ত্রণের জন্য কোনও স্পিড ব্রেকার নেই । ফলে বেপরোয়া গতিতে গাড়ি চলাচল করে ৷ ওই পথ দিয়ে গ্রামবাসীরা ছাড়াও গ্রামের ছেলেমেয়েরা স্কুলে যায় । ফলে আতঙ্ক থেকেই যায় ।

Bhatar Accident
দুর্ঘটনাগ্রস্ত অ্যাম্বুল্যান্স৷ শুক্রবার পূর্ব বর্ধমানের ভাতারে৷

গ্রামবাসী পলাশ ঘোষ বলেন, ‘‘ভাতার থানার নতুন গ্রাম এলাকা দিয়ে 2বি জাতীয় সড়ক গিয়েছে । ওই রাস্তা দিয়ে বেপরোয়া গাড়ি চলাচল করে । রাস্তায় কোনও স্পিড ব্রেকার না থাকায় প্রায়দিনই ছোটোখাটো দুর্ঘটনা লেগেই আছে । শুক্রবার গুসকরা থেকে বর্ধমানের দিকে একটা অ্যাম্বুল্যান্স আসছিল । উলটো দিকের রাস্তা দিয়ে আমাদের গ্রামের একজন সাইকেলে চেপে আর একজন হেঁটে যাচ্ছিলেন । তাঁদের সামনে একটা বাইক যাচ্ছিল । অ্যাম্বুল্যান্সের চালক নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে বাইকটিকে ধাক্কা মারে, এরপর অ্যাম্বুল্যান্সটি ওই সাইকেল আরোহী ও যিনি হেঁটে যাচ্ছিলেন তাঁকেও ধাক্কা মেরে রাস্তায় উল্টে যায় ।’’

আরও পড়ুন: মেয়ের বিয়ে সেরে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা, লেকটাউনে নিহত কনের বাবা-সহ তিন

তিনি আরও জানান, ঘটনার প্রতিবাদে রাস্তা অবরোধ করা হয় । সামনেই গ্রামের স্কুল আছে । ফলে বাচ্চাদের স্কুল যাওয়া নিয়ে গ্রামবাসীদের চিন্তা থেকেই গিয়েছে । প্রশাসনের তরফে আশ্বাস দেওয়া হয়েছে দু-একদিনের মধ্যেই ওই জায়গায় স্পিড ব্রেকার বসানো হবে ।

Last Updated : Jul 14, 2023, 2:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.