ETV Bharat / state

দুর্গাপুরে SBSTC-র ঠিকাকর্মীদের সঙ্গে বৈষম্যমূলক আচরণের অভিযোগ - corona panic

কোরোনা ভাইরাস সংক্রমণ রুখতে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণের দুর্গাপুর ডিপোর স্থায়ী ও ঠিকা কর্মীদের সাথে দুই ধরনের আচরণ ৷ যা নিয়ে দুর্গাপুর ডিপোর ঠিকা কর্মীরা ফেটে পড়লেন ক্ষোভে । ক্ষোভে তাঁরা বললেন, "আমরা তো মানুষ ন়য়, মানুষতো স্থায়ী কর্মীরা ৷"

sbstc contract labour gave no protection to resist corona
SBSTC বাসের ঠিকা কর্মীদের প্রতি বিমাতৃসুলভ আচরণের অভিযোগ
author img

By

Published : Mar 17, 2020, 11:30 AM IST

Updated : Mar 18, 2020, 9:14 AM IST

দুর্গাপুর, 17 মার্চ : দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের দুর্গাপুর ডিপোর ঠিকাকর্মীদের সঙ্গে বৈষম্যমূলক আচরণের অভিযোগ ৷ কোরোনা ভাইরাস সংক্রমণ রুখতে স্থায়ী কর্মীদের যে যে সুবিধা দেওয়া হচ্ছে, তার এক কণাও দেওয়া হয়নি ঠিকাকর্মীদের । যা নিয়ে ঠিকাকর্মীরা ক্ষোভে ফেটে পড়লেন । আক্ষেপের সুরে তাঁরা বলেন, "আমরা তো মানুষ নই, মানুষ তো স্থায়ী কর্মীরা ৷"

বিশ্বজুড়ে কোরোনা ভাইরাস সংক্রমণ রুখতে জোর তৎপরতা চলছে । এরাজ্যেও সরকারিভাবে এই সংক্রমণ রুখতে বিভিন্ন নির্দেশিকা জারি করা হয়েছে । সরকারি দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ (SBSTC) নিগমের বাস রাজ্যের বিভিন্ন জায়গায় যাতায়াত করে ৷ এই যাত্রীবাহী বাসগুলি থেকে কোরোনা ভাইরাসের সংক্রমণ হতে পারে , তাই বাসের কর্মীদেরও সতর্ক হয়ে পরিষেবা চালু রাখার কথা বলা হয়েছে । সেইমতো দুর্গাপুর ডিপোর 80টি বাসের চালক এবং টিকিট পরীক্ষককে মাস্ক দেওয়া হয়েছে সরকারিভাবে । আর এই টিকিট পরীক্ষক এবং বাস চালকরা প্রত্যেকেই স্থায়ী কর্মী । কিন্তু যাঁরা ঠিকাকর্মী তাঁরা কিছুই পাননি। অথচ এই বাসগুলিতে বিভিন্ন জেলায় জেলায় যাত্রী নিয়ে যাতায়াত করেন । ফলে, ভাইরাসের সংক্রমণের সম্ভাবনা থাকে বেশি ৷ প্রতিদিন এই বাসগুলিকে পরিচ্ছন্ন ও রক্ষণাবেক্ষণের কাজ করতে হয় এই ঠিকাকর্মীদেরই ।

আজ সকালে SBSTC-র দুর্গাপুর ট্রাঙ্ক রোড ডিপোতে দেখা গেল "দো-রোখা একাদশীর" ছবি । স্থায়ীকর্মীরা মাস্ক পরে পরিচ্ছন্ন হওয়া বাসে চড়ে তাঁদের গন্তব্যে পাড়ি দিচ্ছেন । আর যাঁরা এই বাসকে জীবাণুমুক্ত করার কাজ করছেন, সেই সাফাই কর্মী থেকে সারাইয়ের কর্মীদের বঞ্চনা করা হয়েছে । তাঁদের না দেওয়া হয়েছে মাস্ক, না দেওয়া হয়েছে হাত ধোয়ার সাবান ৷

দুর্গাপুরে SBSTC-র ঠিকাকর্মীদের সঙ্গে বৈষম্যমূলক আচরণের অভিযোগ

ঠিকাকর্মী জহর সিং আক্ষেপের সুরে বলেন, "আমরা সাফাই করি , সারাই করি বিভিন্ন জেলা থেকে জীবাণু বয়ে নিয়ে আসা এই বাসগুলিকে । অথচ আমরা হাত ধোওয়ার জন্য সাবান, মাস্ক কিছুই পাই না । আর যাঁরা স্থায়ী কর্মী তাঁরাই তো মানুষ ,আমরা তো মানুষ নই । তাই আমাদেরকে দেখা হয় না । "

এই সাফাই কর্মীদের পায়ে হাওয়াই চটি, হাতে গ্লাভস নেই । এমনকী এই বাসগুলিতে থাকা জীবাণু ধ্বংস করার জন্য রাসায়নিক তেল স্প্রে করা কর্মীর মুখেও দেখা গেল না মাস্ক ।

এবিষয়ে SBSTC দুর্গাপুর ডিপোর ঠিকাদার অরুণ কুমার সানিগ্রাহীর ফোনে জানান, "মাত্র দু -তিনদিন হয়েছে এই কোরোনা ভাইরাসের জন্য সাবধানতা অবলম্বন । তাই আমি দিতে পারিনি । আমি বাইরে আছি । আগামীকাল ঢুকব । ঠিকা কর্মীদেরও মাস্ক , হাত ধোওয়ার সাবান দেওয়া হবে । "

দুর্গাপুর, 17 মার্চ : দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের দুর্গাপুর ডিপোর ঠিকাকর্মীদের সঙ্গে বৈষম্যমূলক আচরণের অভিযোগ ৷ কোরোনা ভাইরাস সংক্রমণ রুখতে স্থায়ী কর্মীদের যে যে সুবিধা দেওয়া হচ্ছে, তার এক কণাও দেওয়া হয়নি ঠিকাকর্মীদের । যা নিয়ে ঠিকাকর্মীরা ক্ষোভে ফেটে পড়লেন । আক্ষেপের সুরে তাঁরা বলেন, "আমরা তো মানুষ নই, মানুষ তো স্থায়ী কর্মীরা ৷"

বিশ্বজুড়ে কোরোনা ভাইরাস সংক্রমণ রুখতে জোর তৎপরতা চলছে । এরাজ্যেও সরকারিভাবে এই সংক্রমণ রুখতে বিভিন্ন নির্দেশিকা জারি করা হয়েছে । সরকারি দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ (SBSTC) নিগমের বাস রাজ্যের বিভিন্ন জায়গায় যাতায়াত করে ৷ এই যাত্রীবাহী বাসগুলি থেকে কোরোনা ভাইরাসের সংক্রমণ হতে পারে , তাই বাসের কর্মীদেরও সতর্ক হয়ে পরিষেবা চালু রাখার কথা বলা হয়েছে । সেইমতো দুর্গাপুর ডিপোর 80টি বাসের চালক এবং টিকিট পরীক্ষককে মাস্ক দেওয়া হয়েছে সরকারিভাবে । আর এই টিকিট পরীক্ষক এবং বাস চালকরা প্রত্যেকেই স্থায়ী কর্মী । কিন্তু যাঁরা ঠিকাকর্মী তাঁরা কিছুই পাননি। অথচ এই বাসগুলিতে বিভিন্ন জেলায় জেলায় যাত্রী নিয়ে যাতায়াত করেন । ফলে, ভাইরাসের সংক্রমণের সম্ভাবনা থাকে বেশি ৷ প্রতিদিন এই বাসগুলিকে পরিচ্ছন্ন ও রক্ষণাবেক্ষণের কাজ করতে হয় এই ঠিকাকর্মীদেরই ।

আজ সকালে SBSTC-র দুর্গাপুর ট্রাঙ্ক রোড ডিপোতে দেখা গেল "দো-রোখা একাদশীর" ছবি । স্থায়ীকর্মীরা মাস্ক পরে পরিচ্ছন্ন হওয়া বাসে চড়ে তাঁদের গন্তব্যে পাড়ি দিচ্ছেন । আর যাঁরা এই বাসকে জীবাণুমুক্ত করার কাজ করছেন, সেই সাফাই কর্মী থেকে সারাইয়ের কর্মীদের বঞ্চনা করা হয়েছে । তাঁদের না দেওয়া হয়েছে মাস্ক, না দেওয়া হয়েছে হাত ধোয়ার সাবান ৷

দুর্গাপুরে SBSTC-র ঠিকাকর্মীদের সঙ্গে বৈষম্যমূলক আচরণের অভিযোগ

ঠিকাকর্মী জহর সিং আক্ষেপের সুরে বলেন, "আমরা সাফাই করি , সারাই করি বিভিন্ন জেলা থেকে জীবাণু বয়ে নিয়ে আসা এই বাসগুলিকে । অথচ আমরা হাত ধোওয়ার জন্য সাবান, মাস্ক কিছুই পাই না । আর যাঁরা স্থায়ী কর্মী তাঁরাই তো মানুষ ,আমরা তো মানুষ নই । তাই আমাদেরকে দেখা হয় না । "

এই সাফাই কর্মীদের পায়ে হাওয়াই চটি, হাতে গ্লাভস নেই । এমনকী এই বাসগুলিতে থাকা জীবাণু ধ্বংস করার জন্য রাসায়নিক তেল স্প্রে করা কর্মীর মুখেও দেখা গেল না মাস্ক ।

এবিষয়ে SBSTC দুর্গাপুর ডিপোর ঠিকাদার অরুণ কুমার সানিগ্রাহীর ফোনে জানান, "মাত্র দু -তিনদিন হয়েছে এই কোরোনা ভাইরাসের জন্য সাবধানতা অবলম্বন । তাই আমি দিতে পারিনি । আমি বাইরে আছি । আগামীকাল ঢুকব । ঠিকা কর্মীদেরও মাস্ক , হাত ধোওয়ার সাবান দেওয়া হবে । "

Last Updated : Mar 18, 2020, 9:14 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.