ETV Bharat / state

গলসিতে উদ্ধার মৃতদেহ, খুনের অভিযোগ পরিবারের

author img

By

Published : Mar 6, 2020, 10:18 AM IST

ড্রেন থেকে মৃতদেহ উদ্ধার ঘিরে গলসিতে শুরু হয় চাঞ্চল্য৷ মৃতের পরিবারে দাবি, তাঁকে খুন করে ড্রেনে ফেলা হয়েছে৷ পুলিশ অভিযুক্তের পরিবারকে জিজ্ঞাসাবাদ করছে ৷ অভিযুক্ত পলাতক ৷

galsi murder
গলসিতে উদ্ধার মৃতদেহ, খুনের অভিযোগ পরিবারের

গলসি, 6 মার্চ : ড্রেন থেকে যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার ৷ মৃত যুবকের নাম শেখ আসগর আলি । তিনি গলসির বড়মুড়িয়া গ্রামের বাসিন্দা ছিলেন।

মৃতের পরিবারের অভিযোগ, আসগরকে খুন করে তাঁর দেহ ড্রেনে ফেলে দেওয়া হয়েছে । স্থানীয় ও মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, গতকাল সন্ধের পর থেকে নিখোঁজ ছিলেন আসগর । এদিন বিকেলের দিকে ওই যুবকের দেহ একটা ড্রেনে ভাসতে দেখেন গ্রামবাসীরা । তাঁর মাথায় ও মুখে একাধিক ধারালো অস্ত্র দিযে করা আঘাতের চিহ্ন ছিল ।

স্থানীয় বাসিন্দা রাজু শেখের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে আসগরের পরিবার । বিক্ষুব্ধ গ্রামবাসীরা রাজুর বাড়িতে চড়াও হয় । গলসি থানার পুলিশ রাজুর পরিবারের লোকেদের জিজ্ঞাসাবাদ করছে । তবে অভিযুক্ত রাজু পলাতক ।

গলসি, 6 মার্চ : ড্রেন থেকে যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার ৷ মৃত যুবকের নাম শেখ আসগর আলি । তিনি গলসির বড়মুড়িয়া গ্রামের বাসিন্দা ছিলেন।

মৃতের পরিবারের অভিযোগ, আসগরকে খুন করে তাঁর দেহ ড্রেনে ফেলে দেওয়া হয়েছে । স্থানীয় ও মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, গতকাল সন্ধের পর থেকে নিখোঁজ ছিলেন আসগর । এদিন বিকেলের দিকে ওই যুবকের দেহ একটা ড্রেনে ভাসতে দেখেন গ্রামবাসীরা । তাঁর মাথায় ও মুখে একাধিক ধারালো অস্ত্র দিযে করা আঘাতের চিহ্ন ছিল ।

স্থানীয় বাসিন্দা রাজু শেখের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে আসগরের পরিবার । বিক্ষুব্ধ গ্রামবাসীরা রাজুর বাড়িতে চড়াও হয় । গলসি থানার পুলিশ রাজুর পরিবারের লোকেদের জিজ্ঞাসাবাদ করছে । তবে অভিযুক্ত রাজু পলাতক ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.