বর্ধমান, 8 সেপ্টেম্বর: স্ত্রী সরকারি হাসপাতালে নার্সের চাকরি পাওয়ায় স্বামী এবং তাঁর বন্ধুরা মিলে কব্জি থেকে হাতের অংশ কেটে দিয়েছিল ৷ রেণু খাতুনের (Renu Khatun) সঙ্গে ঘটে যাওয়া সেই নারকীয় ঘটনার স্মৃতি এখনও সকলের মনে তাজা ৷ কিন্তু তাতেও দমানো যায়নি রেণু খাতুনকে ।
বর্তমানে বাম হাতের লেখা অভ্যাস করছেন রেণু ৷ তার পাশাপাশি চলছে অবসর সময়ে ছবি আঁকার কাজ । গণেশ,গৌতম বুদ্ধ-সহ ইতিমধ্যে একাধিক ছবি এঁকে তাক লাগিয়ে দিচ্ছেন তিনি । পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রামের বাসিন্দা রেণু খাতুন ।
প্রসঙ্গত, চলতি বছরের 4 জুন রেণু খাতুনের হাতের কব্জি কেটে দেন স্বামী শেখ শরিফুল এবং তাঁর 2 বন্ধু ৷ 3 জনকেই পুলিশ গ্রেফতার করে ৷ স্ত্রী সরকারি চাকরি পেলে তাঁকে ছেড়ে চলে যাবেন ৷ এই আশঙ্কায় এবং বন্ধুদের উস্কানিতে স্ত্রীর হাতের কব্জি তিনি কেটে দিয়েছিলেন বলে পুলিশকে জানিয়েছিলেন শরিফুল ৷ সেই ঘটনার পর মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেণুর সঙ্গে দেখা করেছিলেন বর্ধমান সফরে গিয়ে ৷ সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে একটি নার্সিং কলেজে রেণুকে চাকরি দেওয়া হয়েছে ৷ পূর্ব বর্ধমান জেলা পরিষদের তরফে রেণুর জন্য কৃত্রিম হাতের ব্যবস্থাও করা হচ্ছে বলে জানানো হয় (Renu Khatun from Ketugram)৷
আরও পড়ুন: জামিনে মুক্ত স্বামী শেখ শরিফুল, প্রাণ সংশয়ের আশঙ্কায় ভুগছেন কেতুগ্রামের রেণু
এদিকে তাঁর স্বামী শেখ শরিফুল জামিন পেয়ে যাওয়ায় প্রাণ সংশয় হতে পারে বলে আশঙ্কা করছেন রেণু (Renu Khatun of Ketugram fears for Life) । তিনি বিষয়টি দেখার জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেন । এত কিছু প্রতিকূলতার মধ্যেও রেণু থেমে থাকেননি। ডান হাতে লেখা অভ্যাস করার পাশাপাশি তিনি ছবি আঁকাও শিখছেন । রেণু জানান, আসলে ডান হাত যে নেই সেটা তিনি ভাবতেও চান না । দিনে দিনে বাম হাতেই সড়গড় হচ্ছেন তিনি । এখন বাম হাতেই চলছে তাঁর ছবি আঁকার কাজ ।