বর্ধমান, 28 আগস্ট: এবার ভারতীয় ডাক বিভাগের স্বীকৃতি পেল সীতাভোগ-মিহিদানা । শুক্রবার বর্ধমানের জেলার মুখ্য ডাকঘরে সীতাভোগ-মিহিদানা সম্বলিত স্পেশাল খামের উদবোধন করল ডাক বিভাগ। ফলে এবার থেকে দেশজুড়ে সমস্ত পোস্ট অফিসে এই 20 টাকা মূল্যের স্পেশাল খাম পাওয়া যাবে।
ইতিমধ্যে মিহিদানা ও সীতাভোগ জি আই ট্যাগ পেয়েছে। এবার মানিকজোড় বিখ্যাত বাঙালি মিষ্টিকে স্বীকৃতি দিয়ে ভারতীয় ডাকবিভাগ বিশেষ খাম তৈরি করায় সহজেই তা দেশের বিভিন্ন প্রান্তের মানুষের কাছেও পরিচিত হয়ে উঠবে । এর আগে ডাকবিভাগ কালনার লালজি মন্দির সম্বলিত ডাক টিকিট প্রকাশ করেছে। সাধারণত দেশের বিভিন্ন ক্ষেত্রের ঐতিহ্যকে প্রচার আলোয় নিয়ে আসে ভারতীয় ডাকবিভাগ।
আরও পড়ুন: ভরা শীতে সীতাভোগ-মিহিদানার শহরের দখল নিয়েছে কাঁচালঙ্কার রসগোল্লা
দক্ষিণ বঙ্গীয় শাখার পোস্টমাস্টার জেনারেল শশী সালিনী কুজুর বলেন, "মিহিদানা-সীতাভোগ নামের সঙ্গে বর্ধমানের নাম জড়িয়ে রয়েছে। এই মিষ্টির নাম রাজ্যের মানুষ জানে। ভারতীয় ডাক বিভাগ এবার এই দুটি মিষ্টিকে স্বীকৃতি দিয়েছে। এর ফলে এর গ্রহণযোগ্যতা আরও বাড়বে । কারণ সরকারিভাবে ডাকবিভাগের মাধ্যমে সীতাভোগ মিহিদানাকে ভারতের মানচিত্রে তুলে ধরা হল ।"
আরও পড়ুন: দিতে হবে মিষ্টি উৎপাদনের তারিখ, সমস্যায় বর্ধমানের খুচরো ব্যবসায়ীরা