ETV Bharat / state

Anubrata Mondal: আমি চোর না ডাকাত যে আটকে রাখবে, হুংকার অনুব্রতর - কলকাতা যাওয়ার পথে হুংকার অনুব্রতর

গাড়ি থেকেই হুংকার অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal)৷ কলকাতা যাওয়ার পথে সংবাদমাধ্যমের সামনে তিনি জানান, চোর না ডাকাত যে তাঁকে আটকে রাখা হবে ৷

Etv Bharat
অনুব্রত মণ্ডল
author img

By

Published : Sep 9, 2022, 5:26 PM IST

Updated : Sep 9, 2022, 5:58 PM IST

বর্ধমান, 9 সেপ্টেম্বর: আসানসোল থেকে কলকাতা নিয়ে যাওয়ার পথে শুক্রবার গাড়ি থেকেই হুংকার অনুব্রত মণ্ডলের(angry reaction of anubrata mondal)৷ সংবাদমাধ্যমকে একহাত নিয়ে তিনি বলেন, আমি চোর না ডাকাত যে জেলে আটকে রাখবে আমায় ?

এদিন আসানসোল থেকে কলকাতা যাওয়ার পথে দু'নম্বর জাতীয় সড়ক সংলগ্ন শক্তিগড়ে একটা ল্যাংচার দোকানের সামনে গাড়ি দাঁড়ায় । অনুব্রত মণ্ডল গাড়ি থেকে নিচে নামেননি । পুলিশকর্মীরা চারটে কচুরি, ছোলার ডাল প্যাকেটে করে গাড়ির ভিতরে নিয়ে যান । এরপর সেই কচুরি খাওয়ার পরে এক কাপ লিকার চা খান অনুব্রত ।

এদিন তিনি গাড়ির কাঁচ নামানো মাত্রই সাংবাদিকরা তাঁকে উদ্দেশ্য করে প্রশ্ন করেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেষ্টকে বীরের সম্মান দিয়ে বের করে আনার মানসিকতায় তৈরি থাকতে বলেছেন কর্মীদের । যা নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি বিরোধীরা । এই প্রশ্নের উত্তরে অনুব্রত মণ্ডল বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় কী বলেছেন তার উপরে কথা বলা যায় না । মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় ।

আসানসোল থেকে কলকাতা যাওয়ার পথে শক্তিগড়ে গাড়ি থেকে অনুব্রত মণ্ডলের প্রতিক্রিয়া

আরও পড়ুন : "দিদি আছে এটাই যথেষ্ট, জেল থেকে ছাড়া পাবই", আত্মবিশ্বাসী অনুব্রত

বর্ধমান, 9 সেপ্টেম্বর: আসানসোল থেকে কলকাতা নিয়ে যাওয়ার পথে শুক্রবার গাড়ি থেকেই হুংকার অনুব্রত মণ্ডলের(angry reaction of anubrata mondal)৷ সংবাদমাধ্যমকে একহাত নিয়ে তিনি বলেন, আমি চোর না ডাকাত যে জেলে আটকে রাখবে আমায় ?

এদিন আসানসোল থেকে কলকাতা যাওয়ার পথে দু'নম্বর জাতীয় সড়ক সংলগ্ন শক্তিগড়ে একটা ল্যাংচার দোকানের সামনে গাড়ি দাঁড়ায় । অনুব্রত মণ্ডল গাড়ি থেকে নিচে নামেননি । পুলিশকর্মীরা চারটে কচুরি, ছোলার ডাল প্যাকেটে করে গাড়ির ভিতরে নিয়ে যান । এরপর সেই কচুরি খাওয়ার পরে এক কাপ লিকার চা খান অনুব্রত ।

এদিন তিনি গাড়ির কাঁচ নামানো মাত্রই সাংবাদিকরা তাঁকে উদ্দেশ্য করে প্রশ্ন করেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেষ্টকে বীরের সম্মান দিয়ে বের করে আনার মানসিকতায় তৈরি থাকতে বলেছেন কর্মীদের । যা নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি বিরোধীরা । এই প্রশ্নের উত্তরে অনুব্রত মণ্ডল বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় কী বলেছেন তার উপরে কথা বলা যায় না । মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় ।

আসানসোল থেকে কলকাতা যাওয়ার পথে শক্তিগড়ে গাড়ি থেকে অনুব্রত মণ্ডলের প্রতিক্রিয়া

আরও পড়ুন : "দিদি আছে এটাই যথেষ্ট, জেল থেকে ছাড়া পাবই", আত্মবিশ্বাসী অনুব্রত

Last Updated : Sep 9, 2022, 5:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.