ETV Bharat / state

ছত্রধরের মুক্তি চাইলেও তাঁকে মূল্য দিতে চান না রাজা - Chatradhar Mahato have no importance

রাজনৈতিক বন্দী শম্ভু সোরেন-সহ অন্যান্যদের মুক্তির দাবিতে আন্দোলন জারি থাকার কথা জানালেন রাজা সরখেল । রবিবার রাতে বর্ধমান জেলা সংশোধনাগার থেকে দীর্ঘ 10 বছর পর মুক্তি পেয়ে ফের একবার এই কথা বললেন তিনি ।

জেল থেকে ছাড়া পাওয়ার পর রাজা সরখেল
author img

By

Published : Aug 19, 2019, 5:09 AM IST

বর্ধমান, 19 অগাস্ট : রাজনৈতিক বন্দী শম্ভু সোরেন-সহ অন্যান্যদের মুক্তির দাবিতে আন্দোলন জারি থাকার কথা জানালেন রাজা সরখেল । রবিবার রাতে বর্ধমান জেলা সংশোধনাগার থেকে দীর্ঘ 10 বছর পর মুক্তি পেয়ে ফের একবার এই কথা বললেন তিনি । 2009 সালের সেপ্টেম্বরে জঙ্গলমহলের জনসাধারণের কমিটির নেতা ছত্রধর মাহাতো-সহ 6 জনকে গ্রেফতার করা হয়েছিল । এ দিন জেল থেকে বেরিয়ে রাজা সরখেল বলেন, "ছত্রধর মাহাতোর প্রতি আমার কোন আবেগ নেই৷ কিন্তু শশধর মাহাত আমার বুকে থাকবে ।" তাঁর দাবি, 2009 সালে পশ্চিম মেদিনীপুরের কাটাপাহাড়ি বিস্ফোরণের ঘটনায় মিথ্যা মামলায় তাঁদের গ্রেফতার করা হয়েছিল ।

2009 সালে বাম সরকার গ্রেপ্তার করে ৷ 2015 সালে তৃণমূল সরকার দোষী সাব্যস্ত করে । আজ এ প্রসঙ্গে তিনি বলেন, "জেল থেকে মুক্তি পেলেও আমি খুশি নই । আমার অন্যান্য বন্ধুরা মিথ্যা মামলায় জেল খাটছে৷ তাদের মুক্তির জন্য আমি আমার লড়াই চালিয়ে যাব ।"

2009-এ গ্রেপ্তারের পর 2015-র মে মাসে মেদিনীপুরের দায়রা আদালত ছত্রধরদের দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেয় । বাম আমলে গ্রেপ্তার এবং কমিটির নেতা-সহযোগীদের বিরুদ্ধে আনা অভিযোগ নিয়ে বরাবরই প্রশ্ন তুলেছে গণতান্ত্রিক আন্দোলনের কর্মীরা । 'সাজানো মামলা' থেকে নিঃশর্ত মুক্তির দাবি উঠেছে । যদিও রাজ্যে পালাবদলের পরেও মুক্তি মেলেনি । কাঁটাপাহাড়ি বিস্ফোরণ মামলায় ছত্রধর-সহ 6 জনকে সাজার নির্দেশের পরই হাইকোর্টে যান ছত্রধরদের আইনজীবীরা । ছত্রধর, সুখশান্তি বাস্কে, শম্ভু সরেন, সগুন মুর্মু, রাজা সরখেল, প্রসূন চট্টোপাধ্যায়দের মুক্তির আর্জিতে সওয়াল করেন শেখর বসু । এই মামলায় রাজা সরখেলের বিরুদ্ধে দোষ প্রমাণিত না হওয়ায় তিনি মুক্তি পান ৷

বর্ধমান, 19 অগাস্ট : রাজনৈতিক বন্দী শম্ভু সোরেন-সহ অন্যান্যদের মুক্তির দাবিতে আন্দোলন জারি থাকার কথা জানালেন রাজা সরখেল । রবিবার রাতে বর্ধমান জেলা সংশোধনাগার থেকে দীর্ঘ 10 বছর পর মুক্তি পেয়ে ফের একবার এই কথা বললেন তিনি । 2009 সালের সেপ্টেম্বরে জঙ্গলমহলের জনসাধারণের কমিটির নেতা ছত্রধর মাহাতো-সহ 6 জনকে গ্রেফতার করা হয়েছিল । এ দিন জেল থেকে বেরিয়ে রাজা সরখেল বলেন, "ছত্রধর মাহাতোর প্রতি আমার কোন আবেগ নেই৷ কিন্তু শশধর মাহাত আমার বুকে থাকবে ।" তাঁর দাবি, 2009 সালে পশ্চিম মেদিনীপুরের কাটাপাহাড়ি বিস্ফোরণের ঘটনায় মিথ্যা মামলায় তাঁদের গ্রেফতার করা হয়েছিল ।

2009 সালে বাম সরকার গ্রেপ্তার করে ৷ 2015 সালে তৃণমূল সরকার দোষী সাব্যস্ত করে । আজ এ প্রসঙ্গে তিনি বলেন, "জেল থেকে মুক্তি পেলেও আমি খুশি নই । আমার অন্যান্য বন্ধুরা মিথ্যা মামলায় জেল খাটছে৷ তাদের মুক্তির জন্য আমি আমার লড়াই চালিয়ে যাব ।"

2009-এ গ্রেপ্তারের পর 2015-র মে মাসে মেদিনীপুরের দায়রা আদালত ছত্রধরদের দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেয় । বাম আমলে গ্রেপ্তার এবং কমিটির নেতা-সহযোগীদের বিরুদ্ধে আনা অভিযোগ নিয়ে বরাবরই প্রশ্ন তুলেছে গণতান্ত্রিক আন্দোলনের কর্মীরা । 'সাজানো মামলা' থেকে নিঃশর্ত মুক্তির দাবি উঠেছে । যদিও রাজ্যে পালাবদলের পরেও মুক্তি মেলেনি । কাঁটাপাহাড়ি বিস্ফোরণ মামলায় ছত্রধর-সহ 6 জনকে সাজার নির্দেশের পরই হাইকোর্টে যান ছত্রধরদের আইনজীবীরা । ছত্রধর, সুখশান্তি বাস্কে, শম্ভু সরেন, সগুন মুর্মু, রাজা সরখেল, প্রসূন চট্টোপাধ্যায়দের মুক্তির আর্জিতে সওয়াল করেন শেখর বসু । এই মামলায় রাজা সরখেলের বিরুদ্ধে দোষ প্রমাণিত না হওয়ায় তিনি মুক্তি পান ৷

Intro:ছত্রধর আমার কাছে মূল্যহীন শশধর মাহাতো আমার বুকে আছে, বন্দিদের মুক্তির দাবিতে আমি আন্দোলন চালিয়ে যাব, জেল থেকে ছাড়া পেয়ে বললেন রাজা সরখেল

পুলক যশ, বর্ধমান

রাজনৈতিকভাবে বন্দি শম্ভু সোরেন সহ অন্যান্য বন্দীদের মুক্তির দাবিতে আন্দোলন জারি থাকবে। রবিবার রাতে বর্ধমান জেলা সংশোধনাগার থেকে দীর্ঘ 10 বছর পর মুক্তি পেয়ে এই বার্তা দিলেন রাজা সরখেল। 2009 সালের সেপ্টেম্বর মাসে জঙ্গলমহলের জনসাধারণের কমিটির নেতা ছত্রধর মাহাতো 6 জনকে গ্রেফতার করা হয়েছিল। এদিন জেল থেকে বেরিয়ে রাজা সরখেল বলেন ছত্রধর মাহাতোর প্রতি আমার কোন আবেগ নেই কিন্তু শশধর মাহাত আমার বুকে থাকবে। তিনি জানান 2009 সালে পশ্চিম মেদিনীপুরের কাটাপাহাড়ি বিস্ফোরণ মামলায় তাদের মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছিল। 2009 সালে সিপিএম সরকার তাদের গ্রেপ্তারের পর 2015 সালে তৃণমূল সরকার তাদের দোষী সাব্যস্ত করে। তিনি বলেন এ দিন জেল থেকে বেরোলেও আমি খুশি নই। কারন আমার অন্যান্য বন্ধুরা মিথ্যা মামলায় জেল খাটছে তাদেরই মুক্তির জন্য আমি আমার লড়াই চালিয়ে যাব।
ছত্রধর, সুখশান্তি বাস্কে, শম্ভু সরেন, সগুন মুর্মু, রাজা সরখেল, প্রসূন চট্টোপাধ্যায়দের মুক্তির আর্জিতে সওয়াল করেছেন বর্ষীয়ান আইনজীবী শেখর বসু। সরকারপক্ষে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত এবং পিপি শাশ্বতগোপাল মুখোপাধ্যায় সওয়াল করেন।

২০০৯-এ গ্রেপ্তারের পর ২০১৫-র মে মাসে মেদিনীপুরের দায়রা আদালত ছত্রধরদের দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। বাম আমলে গ্রেপ্তার এবং কমিটির নেতা-সহযোগীদের বিরুদ্ধে আনা অভিযোগ নিয়ে বরাবরই প্রশ্ন তুলেছে গণতান্ত্রিক আন্দোলনের কর্মীরা। ‘সাজানো মামলা’ থেকে নিঃশর্ত মুক্তির দাবি উঠেছে। রাজ্যে পালাবদলের পরেও অবশ্য মুক্তি মেলেনি।
২০১৫ সালে পশ্চিম মেদিনীপুর জেলার কাঁটাপাহাড়ি বিস্ফোরণ মামলায় ছত্রধর-সহ ৬ জনকে যাবজ্জীবন সাজার নির্দেশ দেয় আদালত। মেদিনীপুর জেলা ও দায়রা আদালতের সেই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে যান ছত্রধরদের আইনজীবীরা।
বিচারপতিরা জানান, এই মামলায় রাজা সরখেল এবং প্রসূনের অভিযোগ প্রমাণ করতে পারেননি তদন্তকারীরা তাই তাঁদের বেকসুর খালাস করা হলো।Body:বন্দিদের মুক্তির Conclusion:দাবিতে আন্দোলন চালিয়ে যাব
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.