ETV Bharat / state

Burdwan-Howrah Train Canceled: রেললাইনে চলছে কাজ, রবিবার বাতিল বর্ধমান-হাওড়া শাখায় কর্ড লাইনের একাধিক ট্রেন

বর্ধমান-হাওড়া কর্ড লাইনে (Burdwan-Howrah Train) কাজের জন্য শনিবার রাত বারোটা থেকে রবিবার রাত পর্যন্ত বেশ কিছু লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। এর ফলে যাত্রী দুর্ভোগের আশঙ্কা করা হচ্ছে । চলবে দুটো বিশেষ ট্রেন ৷

Etv Bharat
বাতিল বর্ধমান-হাওড়া শাখায় কর্ড লাইনের ট্রেন
author img

By

Published : Mar 25, 2023, 7:12 PM IST

বর্ধমান, 25 মার্চ : বর্ধমান হাওড়া কর্ড লাইনে (Burdwan-Howrah Train) কাজের জন্য শনিবার রাত বারোটা থেকে রবিবার রাত পর্যন্ত বেশ কিছু লোকাল ট্রেন বাতিল করা হয়েছে । এর ফলে যাত্রী দুর্ভোগের আশংকা করা হচ্ছে। রেলসূত্রে খবর, রবিবার ট্রাফিক পাওয়ার ব্লক করা হবে। ফলে সারাদিন বর্ধমান-হাওড়া কর্ড লাইনে ব্যাহত হবে ট্রেন চলাচল। সেইসঙ্গে মেইন লাইন দিয়েও বেশ কিছু দূরপাল্লার ট্রেন চালানো হবে।

রেলসূত্রে জানা গিয়েছে, বর্ধমান-হাওড়া কর্ড লাইনের বেলানগর স্টেশনে ইলেকট্রনিক ইন্টারলকিং বদলের কাজ শুরু হবে শনিবার রাতে। এই কারণেই বাতিল করা হয়েছে কর্ড লাইনের শাখার আপ ও ডাউন লাইনের লোকাল ট্রেন (all trains canceled on cord line on Burdwan-Howrah)। তবে আপ ও ডাউন হাওড়া ধানবাদ কোলফিল্ড এক্সপ্রেস, হাওড়া দেরাদুন কুম্ভ এক্সপ্রেস, হাওড়া মুম্বই এক্সপ্রেস মেইন লাইন শাখার ব্যান্ডেল হয়ে চলাচল করবে। এদিকে রবিবার, সরকারি চাকরির পরীক্ষাও রয়েছে। রেলের তরফ থেকে জানানো হয়েছে, পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে রবিবার 10 জোড়া স্পেশাল ট্রেন চালানো হবে। বর্ধমান ডানকুনি লাইনের মধ্যে আট জোড়া স্পেশাল ট্রেন চালানো হবে। এরমধ্যে বর্ধমান থেকে প্রথম স্পেশাল ট্রেন ছাড়বে সকাল 5 টা 40 মিনিটে আর শেষ লোকাল ট্রেন ছাড়বে সন্ধে 6 টা 45 মিনিটে।

আরও পড়ুন: জাতীয় সড়কে দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে দু’টি গাড়ি ও লরির ধাক্কা

রেল আধিকারিকরা জানিয়েছেন, রবিবার ইলেকট্রনিক ইন্টারলকিং কাজের জন্য হাওড়া থেকে বর্ধমানগামী লোকাল ও বর্ধমান থেকে হাওড়াগামী ইএমইউ লোকালের পরিষেবা বন্ধ থাকবে সারাদিন। ফলে ওই লাইনে কোনও ট্রেন চলাচল করবে না। কিন্তু যাত্রীদের কথা মাথায় রেখে রেলের তরফে বেশ কয়েকটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডানকুনি থেকে বর্ধমান পর্যন্ত কিছু বিশেষ ট্রেন চালানো হবে। তবে হাওড়া থেকে বর্ধমান ও বর্ধমান থেকে হাওড়া ট্রেন চলাচল বন্ধ থাকবে। শনিবার রাত থেকে আগামীকাল রবিবার রাত পর্যন্ত এই ট্রেন চলাচল বন্ধ কার্যকর করা হবে। তবে ওয়েস্ট বেঙ্গল জুডিসিয়াল সার্ভিসের পরীক্ষা থাকার কারণে বর্ধমান থেকে দুটো ট্রেন চালানো হবে ৷ প্রথমটা সকাল 8 টা 10 মিনিটে ছাড়বে আর অপর ট্রেনটি সকাল 9 টা 15 মিনিটে বর্ধমান থেকে ছাড়বে। সেই ট্রেনে পরীক্ষার্থী ছাড়াও সাধারণ মানুষ যাতায়াত করতে পারবেন। আবার কিছু কিছু ট্রেন বালি থেকে হাওড়া পর্যন্ত চালানোর চেষ্টা করা হবে জানানো হয়েছে রেলের তরফে ৷

বর্ধমান, 25 মার্চ : বর্ধমান হাওড়া কর্ড লাইনে (Burdwan-Howrah Train) কাজের জন্য শনিবার রাত বারোটা থেকে রবিবার রাত পর্যন্ত বেশ কিছু লোকাল ট্রেন বাতিল করা হয়েছে । এর ফলে যাত্রী দুর্ভোগের আশংকা করা হচ্ছে। রেলসূত্রে খবর, রবিবার ট্রাফিক পাওয়ার ব্লক করা হবে। ফলে সারাদিন বর্ধমান-হাওড়া কর্ড লাইনে ব্যাহত হবে ট্রেন চলাচল। সেইসঙ্গে মেইন লাইন দিয়েও বেশ কিছু দূরপাল্লার ট্রেন চালানো হবে।

রেলসূত্রে জানা গিয়েছে, বর্ধমান-হাওড়া কর্ড লাইনের বেলানগর স্টেশনে ইলেকট্রনিক ইন্টারলকিং বদলের কাজ শুরু হবে শনিবার রাতে। এই কারণেই বাতিল করা হয়েছে কর্ড লাইনের শাখার আপ ও ডাউন লাইনের লোকাল ট্রেন (all trains canceled on cord line on Burdwan-Howrah)। তবে আপ ও ডাউন হাওড়া ধানবাদ কোলফিল্ড এক্সপ্রেস, হাওড়া দেরাদুন কুম্ভ এক্সপ্রেস, হাওড়া মুম্বই এক্সপ্রেস মেইন লাইন শাখার ব্যান্ডেল হয়ে চলাচল করবে। এদিকে রবিবার, সরকারি চাকরির পরীক্ষাও রয়েছে। রেলের তরফ থেকে জানানো হয়েছে, পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে রবিবার 10 জোড়া স্পেশাল ট্রেন চালানো হবে। বর্ধমান ডানকুনি লাইনের মধ্যে আট জোড়া স্পেশাল ট্রেন চালানো হবে। এরমধ্যে বর্ধমান থেকে প্রথম স্পেশাল ট্রেন ছাড়বে সকাল 5 টা 40 মিনিটে আর শেষ লোকাল ট্রেন ছাড়বে সন্ধে 6 টা 45 মিনিটে।

আরও পড়ুন: জাতীয় সড়কে দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে দু’টি গাড়ি ও লরির ধাক্কা

রেল আধিকারিকরা জানিয়েছেন, রবিবার ইলেকট্রনিক ইন্টারলকিং কাজের জন্য হাওড়া থেকে বর্ধমানগামী লোকাল ও বর্ধমান থেকে হাওড়াগামী ইএমইউ লোকালের পরিষেবা বন্ধ থাকবে সারাদিন। ফলে ওই লাইনে কোনও ট্রেন চলাচল করবে না। কিন্তু যাত্রীদের কথা মাথায় রেখে রেলের তরফে বেশ কয়েকটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডানকুনি থেকে বর্ধমান পর্যন্ত কিছু বিশেষ ট্রেন চালানো হবে। তবে হাওড়া থেকে বর্ধমান ও বর্ধমান থেকে হাওড়া ট্রেন চলাচল বন্ধ থাকবে। শনিবার রাত থেকে আগামীকাল রবিবার রাত পর্যন্ত এই ট্রেন চলাচল বন্ধ কার্যকর করা হবে। তবে ওয়েস্ট বেঙ্গল জুডিসিয়াল সার্ভিসের পরীক্ষা থাকার কারণে বর্ধমান থেকে দুটো ট্রেন চালানো হবে ৷ প্রথমটা সকাল 8 টা 10 মিনিটে ছাড়বে আর অপর ট্রেনটি সকাল 9 টা 15 মিনিটে বর্ধমান থেকে ছাড়বে। সেই ট্রেনে পরীক্ষার্থী ছাড়াও সাধারণ মানুষ যাতায়াত করতে পারবেন। আবার কিছু কিছু ট্রেন বালি থেকে হাওড়া পর্যন্ত চালানোর চেষ্টা করা হবে জানানো হয়েছে রেলের তরফে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.