ETV Bharat / state

Rail Blocked : রেলের উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে পাল্লারোড স্টেশনে অবরোধ - Rail Blocked at Burdwan Pallaroad Station

বুধবার সকাল থেকে দীর্ঘক্ষণ অবরোধ হয় পূর্ব বর্ধমানের পাল্লারোড স্টেশনে (Rail Blocked at Burdwan Pallaroad Station) ৷ রেলের উচ্ছেদ অভিযানের বিরুদ্ধেই এই অবরোধ হয় ৷

rail-blocked-at-burdwan-pallaroad-station
Rail Blocked : রেলের উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে পাল্লারোড স্টেশনে অবরোধ
author img

By

Published : Jun 15, 2022, 7:54 PM IST

পাল্লারোড (পূর্ব বর্ধমান), 15 জুন : রেল ট্র্যাক বৃদ্ধি-সহ বিভিন্ন স্টেশনকে উন্নত করতে ইদানীং একাধিক পদক্ষেপ করছে রেল কর্তৃপক্ষ । সেই জন্য রেলের তরফ থেকে চলছে উচ্ছেদ অভিযান । বর্ধমান হাওড়া কর্ডলাইন শাখার পাল্লারোড স্টেশনে উচ্ছেদ অভিযান শুরু হতেই বুধবার ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা । তাঁরা রেললাইনের উপরে বসে ট্রেন অবরোধ করেন (Rail Blocked at Burdwan Pallaroad Station) । তাঁদের দাবি, রেলের নিজের জায়গা বাদ দিয়েও স্থানীয়দের ঘর, দোকান সব ভেঙে দিচ্ছে ৷ অবরোধের ফলে দীর্ঘক্ষণ ট্রেন বন্ধ থাকে ভোগান্তির মুখে পড়তে স্থানীয় মানুষকে ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই রেলের উচ্ছেদ অভিযান ঘিরে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে । গতকাল একটা দোকান ভাঙাকে কেন্দ্র করেও উত্তেজনা ছড়ায় । বাসিন্দাদের দাবি, রেলের যে জায়গা আছে, সেই জায়গায় পাঁচিল দিয়ে ঘিরে নিক রেল । অথচ রেল স্থানীয় বেশ কিছু মানুষের প্ররোচনায় ব্যক্তিগত পাঁচিল দেওয়া জায়গা-সহ দোকান, ঘর সব ভেঙে দিচ্ছে ।

এই অবস্থায় তাঁরা মাথা গোঁজার ঠাঁই পাচ্ছেন না । প্রতিবাদে সাধারণ মানুষের সঙ্গে আদিবাসী সম্প্রদায়ের মানুষজনও তির ধনুক নিয়ে রেল অবরোধে সামিল হয় । কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় আপ লাইন শাখার ট্রেন চলাচল । খবর পেয়ে পাল্লারোড স্টেশনে যায় রেল পুলিশ । তারা গ্রামবাসীদের আশ্বস্ত করায় উঠে যায় রেল অবরোধ ।

আরও পড়ুন : Truck Sinks into the River : চোখের সামনে ভাগীরথীতে তলিয়ে গেল ট্রাক, বরাতজোরে রক্ষা চালক ও খালাসির

পাল্লারোড (পূর্ব বর্ধমান), 15 জুন : রেল ট্র্যাক বৃদ্ধি-সহ বিভিন্ন স্টেশনকে উন্নত করতে ইদানীং একাধিক পদক্ষেপ করছে রেল কর্তৃপক্ষ । সেই জন্য রেলের তরফ থেকে চলছে উচ্ছেদ অভিযান । বর্ধমান হাওড়া কর্ডলাইন শাখার পাল্লারোড স্টেশনে উচ্ছেদ অভিযান শুরু হতেই বুধবার ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা । তাঁরা রেললাইনের উপরে বসে ট্রেন অবরোধ করেন (Rail Blocked at Burdwan Pallaroad Station) । তাঁদের দাবি, রেলের নিজের জায়গা বাদ দিয়েও স্থানীয়দের ঘর, দোকান সব ভেঙে দিচ্ছে ৷ অবরোধের ফলে দীর্ঘক্ষণ ট্রেন বন্ধ থাকে ভোগান্তির মুখে পড়তে স্থানীয় মানুষকে ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই রেলের উচ্ছেদ অভিযান ঘিরে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে । গতকাল একটা দোকান ভাঙাকে কেন্দ্র করেও উত্তেজনা ছড়ায় । বাসিন্দাদের দাবি, রেলের যে জায়গা আছে, সেই জায়গায় পাঁচিল দিয়ে ঘিরে নিক রেল । অথচ রেল স্থানীয় বেশ কিছু মানুষের প্ররোচনায় ব্যক্তিগত পাঁচিল দেওয়া জায়গা-সহ দোকান, ঘর সব ভেঙে দিচ্ছে ।

এই অবস্থায় তাঁরা মাথা গোঁজার ঠাঁই পাচ্ছেন না । প্রতিবাদে সাধারণ মানুষের সঙ্গে আদিবাসী সম্প্রদায়ের মানুষজনও তির ধনুক নিয়ে রেল অবরোধে সামিল হয় । কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় আপ লাইন শাখার ট্রেন চলাচল । খবর পেয়ে পাল্লারোড স্টেশনে যায় রেল পুলিশ । তারা গ্রামবাসীদের আশ্বস্ত করায় উঠে যায় রেল অবরোধ ।

আরও পড়ুন : Truck Sinks into the River : চোখের সামনে ভাগীরথীতে তলিয়ে গেল ট্রাক, বরাতজোরে রক্ষা চালক ও খালাসির

For All Latest Updates

TAGGED:

Rail Blocked
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.