বর্ধমান, 9 জানুয়ারি : বুধবার বিকেলে নাগরিকত্ব সংশোধনী আইন (CAA) এর সমর্থনে বর্ধমান টাউন হলে একটি জনসভার আয়োজন করা হয় । এই সভায় উপস্থিত ছিলেন BJP র কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা ও BJP রাজ্য সহ-সভাপতি বিশ্বপ্রিয় রায়চৌধুরি ।
সেখানে তিনি বলেন, "আমরা প্রথম থেকেই অনুপ্রবেশকারীদের বিতাড়ন ও নাগরিকদের নাগরিকত্ব প্রদানের কথা বলে আসছি । আমরা ক্ষমতায় এসেছি তাই হয়েছে । এখনও অনেক খেলা বাকি আছে । এ রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন নাগরিকত্ব সংশোধনী আইনের জন্য কাজ করতে দেবেন না । মনে রাখবেন, কেন্দ্রীয় সরকার ভলান্টিয়ার বাহিনী দিয়ে নাগরিকত্ব প্রদানের কাজ করবে ।"
পাশাপাশি জনগণের উদ্দেশে তিনি বলেন, "কোনও কাগজ লাগবে না । দরকার নেই আপনার ভোটার কার্ড, লাগবে না আধার কার্ড । কোনও কাগজপত্র খোঁজার দরকার নেই । আপনার একমাত্র পরিচয় আপনি হিন্দু । আর ভারতীয় মুসলমানরা হিন্দুদের মতো সমান মর্যাদা নিয়ে ভারতে বাস করবে । কিন্তু বাংলাদেশ থেকে যে সব লুঙ্গি পরা লোকেরা এদেশে আসবে ,আর রেললাইন পোড়াবে, তারা ডিগবাজি খেতে খেতে আবার বাংলাদেশ পৌঁছে যাবে ।"