ETV Bharat / state

স্বেচ্ছাসেবকদের দিয়ে নাগরিকত্ব প্রদানের তথ্য যাচাই করবে কেন্দ্র : রাহুল সিনহা - বর্ধমান

রাহুল সিনহা বলেন, "আপনার একমাত্র পরিচয় আপনি হিন্দু । আর ভারতীয় মুসলমানরা হিন্দুদের মতো সমান মর্যাদা নিয়ে ভারতে বাস করবে । কিন্তু বাংলাদেশ থেকে যে সব লুঙ্গি পরা লোকেরা এদেশে আসবে ,আর রেললাইন পোড়াবে, তারা ডিগবাজি খেতে খেতে আবার বাংলাদেশ পৌঁছে যাবে ।"

image
রাহুল সিনহা
author img

By

Published : Jan 9, 2020, 11:39 PM IST

Updated : Jan 9, 2020, 11:45 PM IST

বর্ধমান, 9 জানুয়ারি : বুধবার বিকেলে নাগরিকত্ব সংশোধনী আইন (CAA) এর সমর্থনে বর্ধমান টাউন হলে একটি জনসভার আয়োজন করা হয় । এই সভায় উপস্থিত ছিলেন BJP র কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা ও BJP রাজ্য সহ-সভাপতি বিশ্বপ্রিয় রায়চৌধুরি ।

সেখানে তিনি বলেন, "আমরা প্রথম থেকেই অনুপ্রবেশকারীদের বিতাড়ন ও নাগরিকদের নাগরিকত্ব প্রদানের কথা বলে আসছি । আমরা ক্ষমতায় এসেছি তাই হয়েছে । এখনও অনেক খেলা বাকি আছে । এ রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন নাগরিকত্ব সংশোধনী আইনের জন্য কাজ করতে দেবেন না । মনে রাখবেন, কেন্দ্রীয় সরকার ভলান্টিয়ার বাহিনী দিয়ে নাগরিকত্ব প্রদানের কাজ করবে ।"

রাহুল সিনহার বক্তব্য

পাশাপাশি জনগণের উদ্দেশে তিনি বলেন, "কোনও কাগজ লাগবে না । দরকার নেই আপনার ভোটার কার্ড, লাগবে না আধার কার্ড । কোনও কাগজপত্র খোঁজার দরকার নেই । আপনার একমাত্র পরিচয় আপনি হিন্দু । আর ভারতীয় মুসলমানরা হিন্দুদের মতো সমান মর্যাদা নিয়ে ভারতে বাস করবে । কিন্তু বাংলাদেশ থেকে যে সব লুঙ্গি পরা লোকেরা এদেশে আসবে ,আর রেললাইন পোড়াবে, তারা ডিগবাজি খেতে খেতে আবার বাংলাদেশ পৌঁছে যাবে ।"

বর্ধমান, 9 জানুয়ারি : বুধবার বিকেলে নাগরিকত্ব সংশোধনী আইন (CAA) এর সমর্থনে বর্ধমান টাউন হলে একটি জনসভার আয়োজন করা হয় । এই সভায় উপস্থিত ছিলেন BJP র কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা ও BJP রাজ্য সহ-সভাপতি বিশ্বপ্রিয় রায়চৌধুরি ।

সেখানে তিনি বলেন, "আমরা প্রথম থেকেই অনুপ্রবেশকারীদের বিতাড়ন ও নাগরিকদের নাগরিকত্ব প্রদানের কথা বলে আসছি । আমরা ক্ষমতায় এসেছি তাই হয়েছে । এখনও অনেক খেলা বাকি আছে । এ রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন নাগরিকত্ব সংশোধনী আইনের জন্য কাজ করতে দেবেন না । মনে রাখবেন, কেন্দ্রীয় সরকার ভলান্টিয়ার বাহিনী দিয়ে নাগরিকত্ব প্রদানের কাজ করবে ।"

রাহুল সিনহার বক্তব্য

পাশাপাশি জনগণের উদ্দেশে তিনি বলেন, "কোনও কাগজ লাগবে না । দরকার নেই আপনার ভোটার কার্ড, লাগবে না আধার কার্ড । কোনও কাগজপত্র খোঁজার দরকার নেই । আপনার একমাত্র পরিচয় আপনি হিন্দু । আর ভারতীয় মুসলমানরা হিন্দুদের মতো সমান মর্যাদা নিয়ে ভারতে বাস করবে । কিন্তু বাংলাদেশ থেকে যে সব লুঙ্গি পরা লোকেরা এদেশে আসবে ,আর রেললাইন পোড়াবে, তারা ডিগবাজি খেতে খেতে আবার বাংলাদেশ পৌঁছে যাবে ।"

Intro:
লাগবে না কাগজপত্র, আপনার পরিচয় আপনি হিন্দু বললেন রাহুল সিনহা

পুলক যশ, বর্ধমান

বিজেপি এখন পূর্ণ ক্ষমতায় এসেছে এইতো ভেলকি শুরু হয়েছে। আরো অনেক ভেলকি দেখবেন ।এখনো অনেক খেলা বাকি আছে। এ রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন নাগরিকত্ব আইন এর জন্য কাজ করতে দেব না মনে রাখবেন কেন্দ্রীয় সরকার ভলেন্টিয়ার বাহিনী নিয়োগ করবে এই বাহিনী দিয়ে নাগরিকত্ব প্রদানের কাজ করবে।বর্ধমানের টাউন হল ময়দানে নাগরিকত্ব সংশোধনী আইনের সমর্থনে জনসভায় বক্তব্য রাখতে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে এভাবে হুঁশিয়ারি দিলেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা।


Body:বুধবার বিকেলে অভিনন্দন যাত্রা ও জনসভায় যোগ দিতে রাহুল সিনহা বর্ধমান আসেন। ছিলেন বিজেপি রাজ্য সহ-সভাপতি বিশ্বপ্রিয় রায়চৌধুরী ।এদিন মিছিলকে ঘিরে বর্ধমান শহরে বিজেপি কর্মীদের মধ্যে একটা উন্মাদনা ছিল । বিভিন্ন জায়গা থেকে বিজেপি কর্মীরা এই জনসভায় যোগ দেয়।

রাহুল সিনহা বলেন মুখ্যমন্ত্রী মনে করেছেন তিনি সরকার গড়েছেন। তাই রাজ্য সরকারি কর্মীদের সেখানে কাজ দেবেন। মনে রাখবেন তাদের কাজের দরকার হবে না। আজকে শুনে রাখুন কেন্দ্র সরকার আলাদা ভলেন্টিয়ার বাহিনী নিয়োগ করবে। সেই ভলেন্টিয়ার বাহিনী দিয়ে নাগরিকত্ব আইনে কাজ হবে। অনলাইন এবং সরাসরি আবেদন করার ব্যবস্থা থাকবে।তিনি বলেন
মমতা অপপ্রচার করছে ,সিপিএম কংগ্রেস অপপ্রচার করছে। আমি আপনাদের পরিষ্কার বলতে চাই আপনাদের কোন কাগজ খোঁজার দরকার নেই। আপনার একটাই পরিচয় আপনি হিন্দু।


Conclusion:দরকার নেই আপনার ভোটার কার্ড, লাগবে না আধার কার্ড ,লাগবে না আপনার ঠাকুরদার কাগজ । কোন কাগজপত্র খোঁজার দরকার নেই আপনার একমাত্র পরিচয় আপনি হিন্দু। আর ভারতীয় মুসলমানরা হিন্দুদের মত সমান মর্যাদা নিয়ে ভারতবর্ষে বাস করবে। কিন্তু বাংলাদেশ থেকে যে সব লুঙ্গি পড়া লোকেরা এদেশে আসবে আর রেললাইন পোড়াবে তাদের পিছনে বিজেপি এমন মারবে যে ডিগবাজি খেতে খেতে তারা আবার বাংলাদেশ পৌঁছে যাবে ।
Last Updated : Jan 9, 2020, 11:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.