ETV Bharat / state

হাইকোর্টের নির্দেশে মন খারাপ বর্ধমানের একাংশ পুজো উদ্যোক্তার - বর্ধমানে দুর্গাপুজো

সরকারের তরফেও পুজো মণ্ডপগুলিকে খোলামেলা রেখে মাস্ক ও স্যানিটাজা়র ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছিল । ফলে কিছুটা হলেও ঘরবন্দী মানুষকে আনন্দ দেওয়া যাবে এই আশাই ছিল পুজো উদ্যোক্তাদের ।

burdwan
বর্ধমান
author img

By

Published : Oct 20, 2020, 10:26 AM IST

বর্ধমান, 20 অক্টোবর : কলকাতা হাইকোর্টের রায়ে মন খারাপ একাংশ পুজো উদ্যোক্তার । তাঁদের মতে, সরকারি গাইডলাইন মেনে পুজোর যাবতীয় ব্যবস্থা করা হয়েছিল । তবে, আদালতের রায় মানতে বাধ্য । তাঁদের দাবি, কোরোনা পরিস্থিতির জেরে আজ মানুষ বিপর্যস্ত । সরকারের তরফেও পুজো মণ্ডপগুলিকে খোলামেলা রেখে মাস্ক ও স্যানিটাজা়র ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছিল । ফলে কিছুটা হলেও ঘরবন্দী মানুষকে আনন্দ দেওয়া যাবে এই আশাই ছিল পুজো উদ্যোক্তাদের ।

কী বলছে পুজো উদ্যোক্তরা, দেখুন ভিডিয়ো

বর্ধমান শহরের চিত্রটাও একই রকম ৷ শহরের লাল্টু স্মৃতি সংঘের সম্পাদক তন্ময় সামন্ত বলেন, " আদালতের রায় আমাদের মানতেই হবে । নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পুজো উদ্বোধন করেছেন । এই অবস্থায় মানুষকে কিছুটা হলেও আনন্দ দেওয়ার চেষ্টা করেছি । সরকারি গাইডলাইন মেনেই আমরা খোলামেলা পুজো প্যান্ডেল বানিয়েছি । মণ্ডপে ঢোকা ও বেরোনোর সময় আমরা স্যানিটাইজা়র গেট বানিয়েছি । মাস্ক ছাড়া কাউকে মণ্ডপে ঢুকতে দেওয়া হত না ৷ প্রচুর মাস্কের ব্যবস্থা রেখেছি । প্রশাসনের যাবতীয় নিয়ম মেনেই আমরা আমাদের প্রস্তুতি সেরেছিলাম । পুরো প্যান্ডেলটাই খোলামেলা । যেখানে প্রতিমা রাখা হয়েছে শুধুমাত্র সেখানেই আচ্ছাদন দেওয়া হয়েছে । প্রশাসন যেভাবে বলবে আমরা সেই নির্দেশ মেনেই চলব ।"

বর্ধমান, 20 অক্টোবর : কলকাতা হাইকোর্টের রায়ে মন খারাপ একাংশ পুজো উদ্যোক্তার । তাঁদের মতে, সরকারি গাইডলাইন মেনে পুজোর যাবতীয় ব্যবস্থা করা হয়েছিল । তবে, আদালতের রায় মানতে বাধ্য । তাঁদের দাবি, কোরোনা পরিস্থিতির জেরে আজ মানুষ বিপর্যস্ত । সরকারের তরফেও পুজো মণ্ডপগুলিকে খোলামেলা রেখে মাস্ক ও স্যানিটাজা়র ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছিল । ফলে কিছুটা হলেও ঘরবন্দী মানুষকে আনন্দ দেওয়া যাবে এই আশাই ছিল পুজো উদ্যোক্তাদের ।

কী বলছে পুজো উদ্যোক্তরা, দেখুন ভিডিয়ো

বর্ধমান শহরের চিত্রটাও একই রকম ৷ শহরের লাল্টু স্মৃতি সংঘের সম্পাদক তন্ময় সামন্ত বলেন, " আদালতের রায় আমাদের মানতেই হবে । নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পুজো উদ্বোধন করেছেন । এই অবস্থায় মানুষকে কিছুটা হলেও আনন্দ দেওয়ার চেষ্টা করেছি । সরকারি গাইডলাইন মেনেই আমরা খোলামেলা পুজো প্যান্ডেল বানিয়েছি । মণ্ডপে ঢোকা ও বেরোনোর সময় আমরা স্যানিটাইজা়র গেট বানিয়েছি । মাস্ক ছাড়া কাউকে মণ্ডপে ঢুকতে দেওয়া হত না ৷ প্রচুর মাস্কের ব্যবস্থা রেখেছি । প্রশাসনের যাবতীয় নিয়ম মেনেই আমরা আমাদের প্রস্তুতি সেরেছিলাম । পুরো প্যান্ডেলটাই খোলামেলা । যেখানে প্রতিমা রাখা হয়েছে শুধুমাত্র সেখানেই আচ্ছাদন দেওয়া হয়েছে । প্রশাসন যেভাবে বলবে আমরা সেই নির্দেশ মেনেই চলব ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.