ETV Bharat / state

ফিরহাদ হাকিমদের গ্রেফতারের ঘটনায় প্রতিবাদে উত্তাল পূর্ব বর্ধমান

রাজ্যের দুই মন্ত্রী ও এক বিধায়ককে গ্রেফতারের প্রতিবাদে উত্তাল পূর্ব বর্ধমানের জামালপুর ৷ র্ধমান শহরের 1নং ওয়ার্ডের লক্ষ্মীপুর মাঠ এলাকায় জিটি রোডে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেস ।

author img

By

Published : May 17, 2021, 6:38 PM IST

protest in east-burdwan-over-the-arrest-of-firhad-hakim and subrata mukherjee
ফিরহাদ হাকিমদের গ্রেফতারের ঘটনায় প্রতিবাদে উত্তাল পূর্ব বর্ধমান

জামালপুর (পূর্ব বর্ধমান), 17 মে : রাজ্যের দুই মন্ত্রী ও এক বিধায়ককে গ্রেফতারের প্রতিবাদে পূর্ব বর্ধমানের জামালপুরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা । বিক্ষোভে নেতৃত্বে ছিলেন বিধায়ক অলোক মাঝি সহ অন্যান্যরা । রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানোর পাশাপাশি প্রধানমন্ত্রীর কুশপুতুলে আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানানো হয় ৷ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, করোনা পরিস্থিতির জন্য তারা শুধুমাত্র প্রতীকী অবরোধে সামিল হয়েছেন । এরপর রাজ্য নেতৃত্ব যে নির্দেশ দেবে সেই অনুযায়ী তারা কর্মসূচি নেবে ।

আরও পড়ুন : ফিরহাদ-সুব্রত-মদনের গ্রেফতারির প্রতিবাদে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

অন্যদিকে বর্ধমান শহরের 1নং ওয়ার্ডের লক্ষ্মীপুর মাঠ এলাকায় জিটি রোডে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেস । সেখানে রাস্তার উপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয় । প্রসঙ্গত, আজ সকালে হঠাৎ করে রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম ও সুব্রত মুখোপাধ্যায়ের বাড়িতে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে হানা দেয় সিবিআেইয়ের আধিকারিকরা ৷ একইভাবে তৃণমূলের বিধায়ক মদন মিত্রের বাড়িতেও হানা দেয় সিবিআই ৷ তাঁদের নিজাম প্যালেসে নিয়ে আসা হয় ৷ সেখানেই অ্যারেস্ট মেমোতে সই করানো হয় তাঁদের ৷ এর পর সরকারিভাবে গ্রেফতারির কথা ঘোষণা করে সিবিআই ৷

জামালপুর (পূর্ব বর্ধমান), 17 মে : রাজ্যের দুই মন্ত্রী ও এক বিধায়ককে গ্রেফতারের প্রতিবাদে পূর্ব বর্ধমানের জামালপুরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা । বিক্ষোভে নেতৃত্বে ছিলেন বিধায়ক অলোক মাঝি সহ অন্যান্যরা । রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানোর পাশাপাশি প্রধানমন্ত্রীর কুশপুতুলে আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানানো হয় ৷ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, করোনা পরিস্থিতির জন্য তারা শুধুমাত্র প্রতীকী অবরোধে সামিল হয়েছেন । এরপর রাজ্য নেতৃত্ব যে নির্দেশ দেবে সেই অনুযায়ী তারা কর্মসূচি নেবে ।

আরও পড়ুন : ফিরহাদ-সুব্রত-মদনের গ্রেফতারির প্রতিবাদে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

অন্যদিকে বর্ধমান শহরের 1নং ওয়ার্ডের লক্ষ্মীপুর মাঠ এলাকায় জিটি রোডে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেস । সেখানে রাস্তার উপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয় । প্রসঙ্গত, আজ সকালে হঠাৎ করে রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম ও সুব্রত মুখোপাধ্যায়ের বাড়িতে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে হানা দেয় সিবিআেইয়ের আধিকারিকরা ৷ একইভাবে তৃণমূলের বিধায়ক মদন মিত্রের বাড়িতেও হানা দেয় সিবিআই ৷ তাঁদের নিজাম প্যালেসে নিয়ে আসা হয় ৷ সেখানেই অ্যারেস্ট মেমোতে সই করানো হয় তাঁদের ৷ এর পর সরকারিভাবে গ্রেফতারির কথা ঘোষণা করে সিবিআই ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.