ETV Bharat / state

Dainhat Municipality: বিতর্কিত শিশিরের উপস্থিতিতেই দাঁইহাট পৌরসভার চেয়ারম্যান হলেন প্রদীপ - শিশির মণ্ডল

পূর্ব বর্ধমানের দাঁইহাট পৌরসভার (Dainhat Municipality) নতুন চেয়ারম্যান (New Chairman) হলেন প্রদীপকুমার রায় (Pradip Kumar Roy) ৷ সোমবার পৌরপ্রধানের পদে শপথ নেন তিনি ৷ উপস্থিত ছিলেন পূর্বসূরি শিশির মণ্ডল-সহ অন্যরা ৷

Pradip Kumar Roy takes oath as New Chairman of Dainhat Municipality
Dainhat Municipality: বিতর্কিত শিশিরের উপস্থিতিতেই দাঁইহাট পৌরসভার চেয়ারম্যান হলেন প্রদীপ
author img

By

Published : Nov 7, 2022, 8:35 PM IST

দাঁইহাট (পূর্ব বর্ধমান), 7 নভেম্বর: দাঁইহাট পৌরসভার (Dainhat Municipality) নতুন চেয়ারম্যান (New Chairman) হিসাবে শপথ নিলেন প্রদীপকুমার রায় (Pradip Kumar Roy) ৷ সোমবার তাঁকে শপথবাক্য পাঠ করান কাটোয়ার মহকুমাশাসক অর্চনা পি ওয়াংখের ৷ গত সপ্তাহে দাঁইহাট পৌরসভার তৎকালীন চেয়ারম্যান শিশির মণ্ডলের একটা 'অডিয়ো ক্লিপ' ভাইরাল হয় ৷ সেই অডিয়োয় এক তরুণীকে কুপ্রস্তাব দিতে শোনা যায় শিশিরকে (ইটিভি ভারত এই অডিয়ো ক্লিপের সত্যতা যাচাই করেনি) ৷ এরপরই তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় তাঁকে ডেকে পাঠান ৷ দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শিশিরকে পদত্যাগ করতে বলা হয় ৷ এই ঘটনার পর তৃণমূলের অন্যান্য কাউন্সিলরের উপস্থিতিতে প্রদীপকুমার রায়কে পৌরপ্রধান হিসাবে বেছে নেওয়া হয় ৷ এদিনের শপথ গ্রহণ অনুষ্ঠানে অবশ্য বাকিদের পাশাপাশি প্রাক্তন পৌরপ্রধান শিশির মণ্ডলও উপস্থিত ছিলেন ৷ তিনি উত্তরসূরিকে শুভেচ্ছাও জানান ৷

প্রদীপকুমার রায় 1974 সাল থেকে বামফ্রন্টের সঙ্গে যুক্ত ছিলেন ৷ 2018 সালে কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের হাত ধরে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেন ৷ এরপর তিনি দাঁইহাট পৌরসভার 6 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের টিকিটে জিতে কাউন্সিলর হন ৷ এই নিয়ে তিনি পঞ্চমবারের জন্য কাউন্সিলর নির্বাচিত হন ৷

আরও পড়ুন: তরুণীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ, দলের নির্দেশে ইস্তফা দাঁইহাট পৌরসভার চেয়ারম্যানের

এদিন পৌরপ্রধান হিসাবে শপথ নেওয়ার পর প্রদীপ বলেন, "এই শপথ গ্রহণের অনুষ্ঠান হলেও আমরা খুব একটা ভালো জায়গায় নেই ৷ আমরা বেদনা নিয়েই বলছি, পারিবারিক কারণে দাঁইহাট পৌরসভার চেয়ারম্যানের পদ থেকে শিশির মণ্ডল অব্যাহতি চেয়েছিলেন ৷ তাই তিনি পদত্যাগ করেছেন ৷ সেই কারণেই আমাদের মনে কষ্ট থাকা সত্ত্বেও এই শপথ গ্রহণ অনুষ্ঠান করতে হল ৷ আমি নতুন চেয়ারম্যানের দায়িত্ব নিলাম ৷ এটা আমার কাছে খুবই দুঃখের এবং বেদনার ৷ যখন পৌর বোর্ড গঠন করা হয়েছিল, দাঁইহাটবাসীর জন্য তখন আমরা যেসব পরিষেবা দেওয়ার কথা বলেছিলাম, আমরা সেভাবেই মানুষকে পরিষেবা দেওয়ার চেষ্টা করব ৷ বিভিন্ন মহলের মানুষের কাছ থেকে গিয়ে আমরা পরামর্শ নেব ৷"

নতুন চেয়ারম্য়ানের এমন মন্তব্যের পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তাহলে কি শিশির মণ্ডলকে স্রেফ সমালোচনার মুখে অপসারণ করেছে তৃণমূল নেতৃত্ব ? তাঁকে পদত্যাগ করতে বলা কি তাহলে আদৌ কোনও শাস্তিমূলক পদক্ষেপ নয় ? তা না হলে এদিনের শপথ গ্রহণ অনুষ্ঠানে শিশির হাসি মুখে উপস্থিত থাকলেন কেন ? আর কেনই বা দায়িত্ব নিয়েই প্রদীপ বুঝিয়ে দিলেন, শিশিরের পদত্যাগের কারণ পারিবারিক, কোনও কেচ্ছা বা কেলেঙ্কারি নয় !

দাঁইহাট (পূর্ব বর্ধমান), 7 নভেম্বর: দাঁইহাট পৌরসভার (Dainhat Municipality) নতুন চেয়ারম্যান (New Chairman) হিসাবে শপথ নিলেন প্রদীপকুমার রায় (Pradip Kumar Roy) ৷ সোমবার তাঁকে শপথবাক্য পাঠ করান কাটোয়ার মহকুমাশাসক অর্চনা পি ওয়াংখের ৷ গত সপ্তাহে দাঁইহাট পৌরসভার তৎকালীন চেয়ারম্যান শিশির মণ্ডলের একটা 'অডিয়ো ক্লিপ' ভাইরাল হয় ৷ সেই অডিয়োয় এক তরুণীকে কুপ্রস্তাব দিতে শোনা যায় শিশিরকে (ইটিভি ভারত এই অডিয়ো ক্লিপের সত্যতা যাচাই করেনি) ৷ এরপরই তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় তাঁকে ডেকে পাঠান ৷ দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শিশিরকে পদত্যাগ করতে বলা হয় ৷ এই ঘটনার পর তৃণমূলের অন্যান্য কাউন্সিলরের উপস্থিতিতে প্রদীপকুমার রায়কে পৌরপ্রধান হিসাবে বেছে নেওয়া হয় ৷ এদিনের শপথ গ্রহণ অনুষ্ঠানে অবশ্য বাকিদের পাশাপাশি প্রাক্তন পৌরপ্রধান শিশির মণ্ডলও উপস্থিত ছিলেন ৷ তিনি উত্তরসূরিকে শুভেচ্ছাও জানান ৷

প্রদীপকুমার রায় 1974 সাল থেকে বামফ্রন্টের সঙ্গে যুক্ত ছিলেন ৷ 2018 সালে কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের হাত ধরে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেন ৷ এরপর তিনি দাঁইহাট পৌরসভার 6 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের টিকিটে জিতে কাউন্সিলর হন ৷ এই নিয়ে তিনি পঞ্চমবারের জন্য কাউন্সিলর নির্বাচিত হন ৷

আরও পড়ুন: তরুণীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ, দলের নির্দেশে ইস্তফা দাঁইহাট পৌরসভার চেয়ারম্যানের

এদিন পৌরপ্রধান হিসাবে শপথ নেওয়ার পর প্রদীপ বলেন, "এই শপথ গ্রহণের অনুষ্ঠান হলেও আমরা খুব একটা ভালো জায়গায় নেই ৷ আমরা বেদনা নিয়েই বলছি, পারিবারিক কারণে দাঁইহাট পৌরসভার চেয়ারম্যানের পদ থেকে শিশির মণ্ডল অব্যাহতি চেয়েছিলেন ৷ তাই তিনি পদত্যাগ করেছেন ৷ সেই কারণেই আমাদের মনে কষ্ট থাকা সত্ত্বেও এই শপথ গ্রহণ অনুষ্ঠান করতে হল ৷ আমি নতুন চেয়ারম্যানের দায়িত্ব নিলাম ৷ এটা আমার কাছে খুবই দুঃখের এবং বেদনার ৷ যখন পৌর বোর্ড গঠন করা হয়েছিল, দাঁইহাটবাসীর জন্য তখন আমরা যেসব পরিষেবা দেওয়ার কথা বলেছিলাম, আমরা সেভাবেই মানুষকে পরিষেবা দেওয়ার চেষ্টা করব ৷ বিভিন্ন মহলের মানুষের কাছ থেকে গিয়ে আমরা পরামর্শ নেব ৷"

নতুন চেয়ারম্য়ানের এমন মন্তব্যের পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তাহলে কি শিশির মণ্ডলকে স্রেফ সমালোচনার মুখে অপসারণ করেছে তৃণমূল নেতৃত্ব ? তাঁকে পদত্যাগ করতে বলা কি তাহলে আদৌ কোনও শাস্তিমূলক পদক্ষেপ নয় ? তা না হলে এদিনের শপথ গ্রহণ অনুষ্ঠানে শিশির হাসি মুখে উপস্থিত থাকলেন কেন ? আর কেনই বা দায়িত্ব নিয়েই প্রদীপ বুঝিয়ে দিলেন, শিশিরের পদত্যাগের কারণ পারিবারিক, কোনও কেচ্ছা বা কেলেঙ্কারি নয় !

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.