জামালপুর, 3 মে : ভোটের ফলাফল প্রকাশ হয়ে গেলেও রাজনৈতিক সংঘর্ষ অব্যাহত রাজ্যে ৷ তেমনই পূর্ব বর্ধমানের জামালপুরে আঝাপুর নবগ্রাম এলাকায় রাজনৈতিক সংঘর্ষে মৃত্যু হল তিনজনের । এদের মধ্যে একজন বিজেপি সমর্থক এবং অপর দু'জন তৃণমূলের কর্মী সমর্থক বলে জানা গিয়েছে । খবর পেয়ে ঘটনাস্থলে যায় জামালপুর থানার বিশাল পুলিশ। তবে এখনও পর্যন্ত কাউকেই গ্রেফতার করা যায়নি ৷ ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে ।
পুলিশ সূত্রে খবর, সোমবার বিকালের দিকে আঝাপুরের নবগ্রাম এলাকায় কয়েকজন দুষ্কৃতী আশিস ক্ষেত্রপাল নামে এক বিজেপি কর্মীর বাড়িতে চড়াও হয় ৷ সেখানে আশিসকে মারধর করে তারা ৷ রেহাই দেওয়া হয়নি বয়স্ক মহিলাকেও ৷ কাকলি ক্ষেত্রপাল নামে এক বয়স্ক মহিলা আশিসকে বাঁচাতে গেলে তাকেও মারধর করে দুষ্কৃতীরা ৷ এমনকি ছুরিও মারা হয় তাঁকে । ঘটনাস্থলেই ওই মহিলার মৃত্যু হয় ।
এই খবর ছড়িয়ে পড়তেই গ্রামের মহিলা এবং অন্যান্য লোকেরা দুষ্কৃতীদের তাড়া করে দু’জনকে ধরে বেধড়ক মারধর করতে শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে জামালপুর থানার পুলিশ । তারা আহতদের উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় ৷ সেখানে দু’জনের মৃত্যু হয় । মৃত দুজনেই তৃণমূল কংগ্রেসের সমর্থক বলে জানা গিয়েছে ।
আরও পড়ুন : বুধে শপথ মমতার
অন্যদিকে তৃণমূল কংগ্রেসের অভিযোগ, সোমবার বিকালে স্থানীয় কর্মীরা নিজেদের মধ্যে যখন আবির খেলছিল । সেই সময় কুড়ি পঁচিশ জন বিজেপির দুষ্কৃতী তির-ধনুক নিয়ে তাদের উপর হামলা চালায় । তাদের বেশ কয়েকজন কর্মীকে মাটিতে ফেলে মারধর করা হয় । এদের মধ্যে দু’জনের মৃত্যু হয়েছে ।