ETV Bharat / state

ছাগল নিয়ে নাজেহাল পুলিশ! - police taking care of goats

পাঁচদিন কেটে গেলেও ছাগলের খোঁজে কারও টিকিও দেখা যায়নি থানায় ৷ অগত্যা ছাগলের জন্য কাঁঠাল পাতা জোগাড় করা থেকে খাওয়ানো, সবটাই করতে হচ্ছে পুলিশকর্মীদের ।

বর্ধমান
বর্ধমান
author img

By

Published : Sep 24, 2020, 6:29 PM IST

ভাতার, 24 সেপ্টেম্বর : চোর ডাকাত না, ছাগল নিয়ে নাজেহাল ভাতার থানার পুলিশ । একেই মিলছে না ছাগলের মালিকের খোঁজ । তার উপর আবার দুটি নতুন ছানার জন্ম । অগত্যা এক হাতে বন্দুক নিয়ে অন্য হাতে ছাগলকে পাতা খাওয়াতে বাধ্য হচ্ছেন পুলিশকর্মীরা । থানার বাইরে পাহারা দেওয়ার মতোই সকাল বিকেল ছাগলকে কাঁঠাল পাতা দেওয়া রুটিনে পরিণত হয়েছে পুলিশকর্মীদের৷

কোথা থেকে এল এই ছাগল? সম্প্রতি ভাতার থানার কিছু এলাকায় একাধিক ছাগল চুরি যাওয়ার অভিযোগ জমা পড়ে থানায় ৷ কয়েকদিন আগে বলগোনা মোড়ে রাতে টহলদারি দেওয়ার সময় চারখানা ছাগলকে রাস্তায় ঘুরতে দেখে পুলিশ ৷ মালিক ছাড়া রাতে রাস্তায় ছাগলগুলিকে ঘুরতে দেখে উদ্ধার করে থানায় নিয়ে আসেন পুলিশকর্মীরা । তাঁদের ধারণা ছিল ছাগলের মালিক ছাগলের খোঁজে নিশ্চয়ই থানায় হাজির হবেন৷ কিন্তু পুলিশের ধারণা যে ভুল তা প্রমাণ হতে খুব বেশি সময় লাগল না ৷ পাঁচদিন কেটে গেলেও ছাগলের খোঁজে কারও টিকিও দেখা যায়নি থানায় ৷ অগত্যা ছাগলের জন্য কাঁঠাল পাতা জোগাড় করা থেকে খাওয়ানো, সবটাই করতে হচ্ছে পুলিশকর্মীদের । এতেই শেষ নয় ৷ ছাগলগুলির মধ্যে একটি আবার দুটো ছানার জন্ম দিয়েছে । যা নিয়ে পুলিশের সমস্যা আরও বেড়েছে ।

কাঁঠাল পাতা জোগাড় করা থেকে খাওয়ানো, সবটাই করছেন পুলিশকর্মীরা

ভাতারের বাসিন্দা শেখ গোলাম কিবরিয়া বলেন, থানাতেই দুটো ছানার জন্ম দিয়েছে একটি ছাগল ৷ তবে এখনও পর্যন্ত ছাগলের মালিকের কোনও খোঁজ পায়নি পুলিশ । কিন্তু কী করা যাবে, ছাগলগুলিকে তো খেতে দিতে হবে ৷ তাই পুলিশকর্মী, সিভিক ভলান্টিয়ারায় যত্ন নিচ্ছেন ছাগলছানাগুলির।

ভাতার, 24 সেপ্টেম্বর : চোর ডাকাত না, ছাগল নিয়ে নাজেহাল ভাতার থানার পুলিশ । একেই মিলছে না ছাগলের মালিকের খোঁজ । তার উপর আবার দুটি নতুন ছানার জন্ম । অগত্যা এক হাতে বন্দুক নিয়ে অন্য হাতে ছাগলকে পাতা খাওয়াতে বাধ্য হচ্ছেন পুলিশকর্মীরা । থানার বাইরে পাহারা দেওয়ার মতোই সকাল বিকেল ছাগলকে কাঁঠাল পাতা দেওয়া রুটিনে পরিণত হয়েছে পুলিশকর্মীদের৷

কোথা থেকে এল এই ছাগল? সম্প্রতি ভাতার থানার কিছু এলাকায় একাধিক ছাগল চুরি যাওয়ার অভিযোগ জমা পড়ে থানায় ৷ কয়েকদিন আগে বলগোনা মোড়ে রাতে টহলদারি দেওয়ার সময় চারখানা ছাগলকে রাস্তায় ঘুরতে দেখে পুলিশ ৷ মালিক ছাড়া রাতে রাস্তায় ছাগলগুলিকে ঘুরতে দেখে উদ্ধার করে থানায় নিয়ে আসেন পুলিশকর্মীরা । তাঁদের ধারণা ছিল ছাগলের মালিক ছাগলের খোঁজে নিশ্চয়ই থানায় হাজির হবেন৷ কিন্তু পুলিশের ধারণা যে ভুল তা প্রমাণ হতে খুব বেশি সময় লাগল না ৷ পাঁচদিন কেটে গেলেও ছাগলের খোঁজে কারও টিকিও দেখা যায়নি থানায় ৷ অগত্যা ছাগলের জন্য কাঁঠাল পাতা জোগাড় করা থেকে খাওয়ানো, সবটাই করতে হচ্ছে পুলিশকর্মীদের । এতেই শেষ নয় ৷ ছাগলগুলির মধ্যে একটি আবার দুটো ছানার জন্ম দিয়েছে । যা নিয়ে পুলিশের সমস্যা আরও বেড়েছে ।

কাঁঠাল পাতা জোগাড় করা থেকে খাওয়ানো, সবটাই করছেন পুলিশকর্মীরা

ভাতারের বাসিন্দা শেখ গোলাম কিবরিয়া বলেন, থানাতেই দুটো ছানার জন্ম দিয়েছে একটি ছাগল ৷ তবে এখনও পর্যন্ত ছাগলের মালিকের কোনও খোঁজ পায়নি পুলিশ । কিন্তু কী করা যাবে, ছাগলগুলিকে তো খেতে দিতে হবে ৷ তাই পুলিশকর্মী, সিভিক ভলান্টিয়ারায় যত্ন নিচ্ছেন ছাগলছানাগুলির।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.