খণ্ডঘোষ, 13 এপ্রিল : আজ খণ্ডঘোষের শশঙ্গায় প্রচার করতে আসেন BJP প্রার্থী সৌমিত্র খাঁ। অভিযোগ, তখন তৃণমূল কংগ্রেসের কর্মীরা কালো পতাকা নিয়ে তাঁর গাড়ির উপর হামলা চালায়। গাড়ি ভাঙচুরের চেষ্টা করে। BJP কর্মীদেরও মারধর করা হয়। এই ঘটনার জেরে সৌমিত্র খাঁ খণ্ডঘোষ থানার সামনে অবস্থানে বসেন।
সৌমিত্র খাঁ বলেন, "আজ শশঙ্গায় প্রচার সভা ছিল। কয়েকজন কর্মী খাওয়দাওয়া করে বাড়ি ফিরছিল। তখন তাদের মারধর করা হয়। সেখানে পুলিশের গাড়ি দাঁড় করিয়ে তৃণমূলের গুন্ডারা BJP গুন্ডাদের...(পরে ভুল শুধরে নিয়ে বলেন) তৃণমূলের গুন্ডারা BJP কর্মীদের মারধর করে। লজ্জা করা উচিত। পুলিশ দাঁড়িয়ে থেকে এটা করাচ্ছে। পুলিশ দাঁড়িয়ে থেকে হাততালি মারছিল। আজ কেন্দ্রীয় বাহিনীর জন্য বেঁচে গেলাম। এই পুলিশের খাকি উর্দি খুলে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাড়িটা পরা দরকার।" তিনি আরও বলেন, "আজ বলে গেলাম। দ্বিতীয় দিন কলকাতায় গিয়ে নির্বাচন আধিকারিক দপ্তরের সামনে বসে এবং রাস্তায় শুয়ে থেকে আন্দোলন করব।"
এই ঘটনার জেরে রাস্তায় কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়। পরে অবস্থান তুলে নেন সৌমিত্র খাঁ। তিনি বলেন, "মানুষ যাতে অসুবিধায় না পড়ে সেই জন্য অবস্থান বিক্ষোভ তুলে নেওয়া হল।"