ETV Bharat / state

খাকি উর্দি খুলে পুলিশের উচিত মমতার শাড়ি পরা : সৌমিত্র

"এই পুলিশের মমতা বন্দ্যোপাধ্যায়ের শাড়িটা পরা দরকার।" খণ্ডঘোষের শশঙ্গায় আজ একথা বলেন BJP প্রার্থী সৌমিত্র খাঁ।

সৌমিত্র খাঁ
author img

By

Published : Apr 13, 2019, 7:21 PM IST

Updated : Apr 13, 2019, 11:27 PM IST

খণ্ডঘোষ, 13 এপ্রিল : আজ খণ্ডঘোষের শশঙ্গায় প্রচার করতে আসেন BJP প্রার্থী সৌমিত্র খাঁ। অভিযোগ, তখন তৃণমূল কংগ্রেসের কর্মীরা কালো পতাকা নিয়ে তাঁর গাড়ির উপর হামলা চালায়। গাড়ি ভাঙচুরের চেষ্টা করে। BJP কর্মীদেরও মারধর করা হয়। এই ঘটনার জেরে সৌমিত্র খাঁ খণ্ডঘোষ থানার সামনে অবস্থানে বসেন।

সৌমিত্র খাঁ বলেন, "আজ শশঙ্গায় প্রচার সভা ছিল। কয়েকজন কর্মী খাওয়দাওয়া করে বাড়ি ফিরছিল। তখন তাদের মারধর করা হয়। সেখানে পুলিশের গাড়ি দাঁড় করিয়ে তৃণমূলের গুন্ডারা BJP গুন্ডাদের...(পরে ভুল শুধরে নিয়ে বলেন) তৃণমূলের গুন্ডারা BJP কর্মীদের মারধর করে। লজ্জা করা উচিত। পুলিশ দাঁড়িয়ে থেকে এটা করাচ্ছে। পুলিশ দাঁড়িয়ে থেকে হাততালি মারছিল। আজ কেন্দ্রীয় বাহিনীর জন্য বেঁচে গেলাম। এই পুলিশের খাকি উর্দি খুলে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাড়িটা পরা দরকার।" তিনি আরও বলেন, "আজ বলে গেলাম। দ্বিতীয় দিন কলকাতায় গিয়ে নির্বাচন আধিকারিক দপ্তরের সামনে বসে এবং রাস্তায় শুয়ে থেকে আন্দোলন করব।"

ভিডিয়োয় শুনুন সৌমিত্র খাঁর বক্তব্য

এই ঘটনার জেরে রাস্তায় কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়। পরে অবস্থান তুলে নেন সৌমিত্র খাঁ। তিনি বলেন, "মানুষ যাতে অসুবিধায় না পড়ে সেই জন্য অবস্থান বিক্ষোভ তুলে নেওয়া হল।"

খণ্ডঘোষ, 13 এপ্রিল : আজ খণ্ডঘোষের শশঙ্গায় প্রচার করতে আসেন BJP প্রার্থী সৌমিত্র খাঁ। অভিযোগ, তখন তৃণমূল কংগ্রেসের কর্মীরা কালো পতাকা নিয়ে তাঁর গাড়ির উপর হামলা চালায়। গাড়ি ভাঙচুরের চেষ্টা করে। BJP কর্মীদেরও মারধর করা হয়। এই ঘটনার জেরে সৌমিত্র খাঁ খণ্ডঘোষ থানার সামনে অবস্থানে বসেন।

সৌমিত্র খাঁ বলেন, "আজ শশঙ্গায় প্রচার সভা ছিল। কয়েকজন কর্মী খাওয়দাওয়া করে বাড়ি ফিরছিল। তখন তাদের মারধর করা হয়। সেখানে পুলিশের গাড়ি দাঁড় করিয়ে তৃণমূলের গুন্ডারা BJP গুন্ডাদের...(পরে ভুল শুধরে নিয়ে বলেন) তৃণমূলের গুন্ডারা BJP কর্মীদের মারধর করে। লজ্জা করা উচিত। পুলিশ দাঁড়িয়ে থেকে এটা করাচ্ছে। পুলিশ দাঁড়িয়ে থেকে হাততালি মারছিল। আজ কেন্দ্রীয় বাহিনীর জন্য বেঁচে গেলাম। এই পুলিশের খাকি উর্দি খুলে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাড়িটা পরা দরকার।" তিনি আরও বলেন, "আজ বলে গেলাম। দ্বিতীয় দিন কলকাতায় গিয়ে নির্বাচন আধিকারিক দপ্তরের সামনে বসে এবং রাস্তায় শুয়ে থেকে আন্দোলন করব।"

ভিডিয়োয় শুনুন সৌমিত্র খাঁর বক্তব্য

এই ঘটনার জেরে রাস্তায় কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়। পরে অবস্থান তুলে নেন সৌমিত্র খাঁ। তিনি বলেন, "মানুষ যাতে অসুবিধায় না পড়ে সেই জন্য অবস্থান বিক্ষোভ তুলে নেওয়া হল।"

Intro:মমতা বন্দ্যোপাধ্যায় পাহাড়ে আগুন জ্বালিয়ে পালিয়ে গিয়েছিলেন বললেন আলুয়ালিয়া

পুলক যশ, বর্ধমান

গতকালই দার্জিলিঙে জনসভা করতে গিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে এক হাত নিয়ে বলেছিলেন বিজেপির মত ভোট পাখি হয়ে আমি আসি না। বিজেপিকে জিতিয়ে ছিলেন বিমল গুরুং। তারপর কি হলো, মানুষ সেখানকার সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়ার আর দেখা পায়নি। এদিন সেই প্রসঙ্গে মমতা ব্যানার্জিকে পাল্টা দিলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়া।
তিনি বললেন ২০১৭ সালে পাহাড়ে আগুন লাগিয়ে পালিয়ে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সুপ্রিম কে কটাক্ষ করে তিনি বলেন ওনার যদি একটুও বিদ্যা বুদ্ধি বিবেক জ্ঞান থাকতো তাহলে উনি জানতেন আমি রোজ ওখানে যেতাম। কিন্তু দার্জিলিং পাহাড়ে যে আগুনটা উনি ২০১৭ জুন থেকে জ্বালিয়েছেন তাতে তো দার্জিলিংবাসী যেতে পারছে না প্রতিনিধির কথা তো অনেক দূর। আর আমি যদি না যেতাম তাহলে ওখানে পাসপোর্ট অফিসের উদ্বোধন করল কে, আমার ভূত? সেখানকার মানুষের সঙ্গে থাকা প্রসঙ্গে বলেন, কেউ কি নিজের বিধানসভায় থাকে নাকি যতদিন থাকার সেটা তো অবশ্যই ছিলাম। প্রতি সপ্তাহে নিজের এলাকায় যেতাম। আমিতো আর সেখানে তৃণমূল কংগ্রেসের কর্মীদের সঙ্গে দেখা করি না। তবে হ্যাঁ তৃণমূল কংগ্রেসের কর্মীরা যখন কোন সমস্যায় পড়েছেন আমার কাছে এসেছেন আমি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায় কত জনকে জানেন, উনি তো পুলিশ রিপোর্টের উপরে কাজ করেন।
শুক্রবার বেলায় সুফি পীর খক্কর শাহ মাজারে চাদর চাপান তিনি। পরে তিনি বলেন সমস্ত মানুষের জাতি একই জাতি। সেটা হল মানব জাতি। তাই আমি সমস্ত মানুষের কাছে প্রণাম করি আশীর্বাদ নিই আর নিজের কাজটা করে যাই।Body:বিজেপিConclusion:আলুয়ালিয়া
Last Updated : Apr 13, 2019, 11:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.