ETV Bharat / state

ধৃত তৃণমূল নেতা নিত্যানন্দ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত পুলিশের - Trinamool leader Nityananda Chattapadhyay

অনুব্রত মণ্ডলকে ফোনে খুনের হুমকি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয় দলেরই প্রাক্তন কাউন্সিলর নিত্যানন্দ চট্টোপাধ্যায়কে । আর গতকাল তাঁর বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করে পুলিশ ।

Guskara
Guskara
author img

By

Published : Sep 27, 2020, 9:43 AM IST

গুসকরা, 26 সেপ্টেম্বর : তৃণমূল নেতা নিত্যানন্দ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তারের পর তাঁর বাড়ি থেকে দু’টো লাইসেন্সপ্রাপ্ত বন্দুক উদ্ধার করল আউশগ্রাম থানার পুলিশ । গতকাল দুপুরে তাঁর বাড়িতে যায় পুলিশ । তাঁর বাড়ি থেকে একটা দোনলা বন্দুক ও একটা 6mm পিস্তল উদ্ধার হয় । দু’টি আগ্নেয়াস্ত্রই নিত্যানন্দের নামে রয়েছে ৷


তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে ফোনে খুনের হুমকি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয় দলের প্রাক্তন কাউন্সিলর নিত্যানন্দ চট্টোপাধ্যায়কে । মঙ্গলবার দুপুরে গুসকরার স্কুল মোড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ । আদালতে সরকারি পক্ষের আইনজীবী দাবি করেছিলেন , যেহেতু ফোন করে খুনের হুমকি দেওয়া হয়েছে তাই নিত্যানন্দ চট্টোপাধ্যায়ের বাড়িতে কোনও অস্ত্র থাকলে তা বাজেয়াপ্ত করা দরকার ৷ সেই মতো গতকাল আউশগ্রাম থানার পুলিশ নিত্যানন্দ চট্টোপাধ্যায়কে সঙ্গে নিয়ে তাঁর বাড়িতে যায় । বাড়ির লকার থেকে একটা পিস্তল এবং দেওয়াল আলমারি থেকে দোনলা বন্দুক বাজেয়াপ্ত করে পুলিশ । জানা গেছে , দোনলা বন্দুকটি নিত্যানন্দ চট্টোপাধ্যায়ের বাবার আমলের । এছাড়া 1981 সালে পিস্তলের লাইসেন্স পেয়েছিলেন নিত্যানন্দ চট্টোপাধ্যায় ।

নিত্যানন্দ চট্টোপাধ্যায়ের স্ত্রী স্বপ্না চট্টোপাধ্যায় বলেন, তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে তাঁর স্বামী দলের সঙ্গে যুক্ত। রাজনৈতিক আক্রোশেই তাকে গ্রেপ্তার করা হয়েছে । নিত্যানন্দ চট্টোপাধ্যায় বলেন ,পুলিশ অনুব্রত মণ্ডলের কথা শুনে চলছে । অনুব্রত যা নির্দেশ দিচ্ছে আউসগ্রাম থানার পুলিশ তা পালন করছে।

গুসকরা, 26 সেপ্টেম্বর : তৃণমূল নেতা নিত্যানন্দ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তারের পর তাঁর বাড়ি থেকে দু’টো লাইসেন্সপ্রাপ্ত বন্দুক উদ্ধার করল আউশগ্রাম থানার পুলিশ । গতকাল দুপুরে তাঁর বাড়িতে যায় পুলিশ । তাঁর বাড়ি থেকে একটা দোনলা বন্দুক ও একটা 6mm পিস্তল উদ্ধার হয় । দু’টি আগ্নেয়াস্ত্রই নিত্যানন্দের নামে রয়েছে ৷


তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে ফোনে খুনের হুমকি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয় দলের প্রাক্তন কাউন্সিলর নিত্যানন্দ চট্টোপাধ্যায়কে । মঙ্গলবার দুপুরে গুসকরার স্কুল মোড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ । আদালতে সরকারি পক্ষের আইনজীবী দাবি করেছিলেন , যেহেতু ফোন করে খুনের হুমকি দেওয়া হয়েছে তাই নিত্যানন্দ চট্টোপাধ্যায়ের বাড়িতে কোনও অস্ত্র থাকলে তা বাজেয়াপ্ত করা দরকার ৷ সেই মতো গতকাল আউশগ্রাম থানার পুলিশ নিত্যানন্দ চট্টোপাধ্যায়কে সঙ্গে নিয়ে তাঁর বাড়িতে যায় । বাড়ির লকার থেকে একটা পিস্তল এবং দেওয়াল আলমারি থেকে দোনলা বন্দুক বাজেয়াপ্ত করে পুলিশ । জানা গেছে , দোনলা বন্দুকটি নিত্যানন্দ চট্টোপাধ্যায়ের বাবার আমলের । এছাড়া 1981 সালে পিস্তলের লাইসেন্স পেয়েছিলেন নিত্যানন্দ চট্টোপাধ্যায় ।

নিত্যানন্দ চট্টোপাধ্যায়ের স্ত্রী স্বপ্না চট্টোপাধ্যায় বলেন, তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে তাঁর স্বামী দলের সঙ্গে যুক্ত। রাজনৈতিক আক্রোশেই তাকে গ্রেপ্তার করা হয়েছে । নিত্যানন্দ চট্টোপাধ্যায় বলেন ,পুলিশ অনুব্রত মণ্ডলের কথা শুনে চলছে । অনুব্রত যা নির্দেশ দিচ্ছে আউসগ্রাম থানার পুলিশ তা পালন করছে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.