কালনা, 19 জুন : তৃণমূল ছেড়ে BJP-তে যোগ প্রায় হাজার কর্মী সমর্থকের । দাবি BJP জেলা সভাপতি কৃষ্ণ ঘোষের । তিনি বলেন, "পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা ও কালনা বিধানসভা থেকে প্রায় হাজারজন BJP-তে যোগ দিয়েছেন ।"
কৃষ্ণবাবুর কথায়, "পূর্বস্থলীর সাহাজাদপুর ন-পাড়া মোড় এলাকায় সংখ্যালঘু সম্প্রদায়ের ন'শোর বেশি কর্মী সমর্থক BJP-তে যোগদান করেন । তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেওয়া হয় ।" পাশাপাশি সোমবার রাতে কালনার বাঘনাপাড়ার আলাগড়ে তৃণমূল ছেড়ে শতাধিক কর্মী BJP-তে যোগদান করেন বলে জানান BJP নেতা সুদীপ্ত রায় । এছাড়াও গতকাল বিকেলে কালনার কাঁকুড়িয়া সহজপুর বাজার এলাকায় একটি কর্মসূচিতে তৃণমূলের সাধারণ সম্পাদক, প্রাক্তন পঞ্চায়েত সমিতির সদস্য সহ প্রাক্তন উপপ্রধান ও CPI(M)-এর বেশ কয়েকজন কর্মী BJP-তে যোগদান করেন বলে জানান জেলা BJP-র সাধারণ সম্পাদক অনিল দত্ত ।
এই বিষয়ে কালনার তৃণমূল নেতা তথা পূর্ব বর্ধমান জেলা পরিষদের সহ সভাধিপতি দেবু টুডু বলেন, "বামফ্রন্ট কর্মীরা এখন রামেদের দলে নাম লেখাচ্ছে । যা কিছু হচ্ছে সবটাই নাটক ।"