ETV Bharat / state

কালনায় তৃণমূল ছেড়ে BJP-তে যোগ প্রায় হাজার কর্মী সমর্থকের - Kalna

"বামফ্রন্ট কর্মীরা এখন রামেদের দলে নাম লেখাচ্ছে ।" BJP-তে কর্মীদের যোগ দেওয়া প্রসঙ্গে এমনই মন্তব্য পূর্ব বর্ধমান জেলা পরিষদের সহ সভাধিপতি দেবু টুডুর ।

BJP-তে যোগ প্রায় হাজার কর্মী সমর্থকের
author img

By

Published : Jun 19, 2019, 10:14 AM IST

কালনা, 19 জুন : তৃণমূল ছেড়ে BJP-তে যোগ প্রায় হাজার কর্মী সমর্থকের । দাবি BJP জেলা সভাপতি কৃষ্ণ ঘোষের । তিনি বলেন, "পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা ও কালনা বিধানসভা থেকে প্রায় হাজারজন BJP-তে যোগ দিয়েছেন ।"

কৃষ্ণবাবুর কথায়, "পূর্বস্থলীর সাহাজাদপুর ন-পাড়া মোড় এলাকায় সংখ্যালঘু সম্প্রদায়ের ন'শোর বেশি কর্মী সমর্থক BJP-তে যোগদান করেন । তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেওয়া হয় ।" পাশাপাশি সোমবার রাতে কালনার বাঘনাপাড়ার আলাগড়ে তৃণমূল ছেড়ে শতাধিক কর্মী BJP-তে যোগদান করেন বলে জানান BJP নেতা সুদীপ্ত রায় । এছাড়াও গতকাল বিকেলে কালনার কাঁকুড়িয়া সহজপুর বাজার এলাকায় একটি কর্মসূচিতে তৃণমূলের সাধারণ সম্পাদক, প্রাক্তন পঞ্চায়েত সমিতির সদস্য সহ প্রাক্তন উপপ্রধান ও CPI(M)-এর বেশ কয়েকজন কর্মী BJP-তে যোগদান করেন বলে জানান জেলা BJP-র সাধারণ সম্পাদক অনিল দত্ত ।

এই বিষয়ে কালনার তৃণমূল নেতা তথা পূর্ব বর্ধমান জেলা পরিষদের সহ সভাধিপতি দেবু টুডু বলেন, "বামফ্রন্ট কর্মীরা এখন রামেদের দলে নাম লেখাচ্ছে । যা কিছু হচ্ছে সবটাই নাটক ।"

কালনা, 19 জুন : তৃণমূল ছেড়ে BJP-তে যোগ প্রায় হাজার কর্মী সমর্থকের । দাবি BJP জেলা সভাপতি কৃষ্ণ ঘোষের । তিনি বলেন, "পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা ও কালনা বিধানসভা থেকে প্রায় হাজারজন BJP-তে যোগ দিয়েছেন ।"

কৃষ্ণবাবুর কথায়, "পূর্বস্থলীর সাহাজাদপুর ন-পাড়া মোড় এলাকায় সংখ্যালঘু সম্প্রদায়ের ন'শোর বেশি কর্মী সমর্থক BJP-তে যোগদান করেন । তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেওয়া হয় ।" পাশাপাশি সোমবার রাতে কালনার বাঘনাপাড়ার আলাগড়ে তৃণমূল ছেড়ে শতাধিক কর্মী BJP-তে যোগদান করেন বলে জানান BJP নেতা সুদীপ্ত রায় । এছাড়াও গতকাল বিকেলে কালনার কাঁকুড়িয়া সহজপুর বাজার এলাকায় একটি কর্মসূচিতে তৃণমূলের সাধারণ সম্পাদক, প্রাক্তন পঞ্চায়েত সমিতির সদস্য সহ প্রাক্তন উপপ্রধান ও CPI(M)-এর বেশ কয়েকজন কর্মী BJP-তে যোগদান করেন বলে জানান জেলা BJP-র সাধারণ সম্পাদক অনিল দত্ত ।

এই বিষয়ে কালনার তৃণমূল নেতা তথা পূর্ব বর্ধমান জেলা পরিষদের সহ সভাধিপতি দেবু টুডু বলেন, "বামফ্রন্ট কর্মীরা এখন রামেদের দলে নাম লেখাচ্ছে । যা কিছু হচ্ছে সবটাই নাটক ।"

Intro:তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিল প্রায় হাজার কর্মী সমর্থক

সন্তোষ দাস, কালনা


তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন প্রায় হাজার জন কর্মী। এমনই দাবি করলেন বিজেপি নেতৃত্ব।
এদিন পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা ও কালনা বিধানসভা এলাকায় হাজারের ও বেশী তৃণমূল ও সিপিএমের পদাধিকারী ও কর্মীসমর্থকরা দলে দলে যোগদান করেছেন বলে দাবি বিজেপি নেতৃত্বের।
মঙ্গলবার পূর্বস্থলী দক্ষিণ বিধানসভার ৩৫ নং জেডপি এলাকায় ন’শোর বেশী সংখ্যালঘু মানুষজন বিজেপিতে যোগদান করেন বলে জানান বর্ধমান পূর্বের বিজেপি জেলা সভাপতি কৃষ্ণ ঘোষ।তিনি বলেন,মঙ্গলবার মহাসমারোহে পূর্বস্থলীর সাহাজাদপুর ন-পাড়া মোড় এলাকায় বিজেপিতে ন-শোর বেশী কর্মী সমর্থক যোগদান করেন।তাদের হাতে দলীয় পতাকা তুলে দেওয়া হয়।’
এছাড়াও তৃণমূলের দুর্ভেদ্য ঘাঁটি কালনার বাঘনাপাড়ার আলাগড়ে সোমবার রাতে তৃণমূলের শতাধিক কর্মী সমর্থক বিজেপিতে যোগদান করেন বলে জানান বিজেপি নেতা সুদীপ্ত রায়।এছাড়াও মঙ্গলবার বিকালে কালনার কাঁকুড়িয়া সহজপুর বাজার এলাকায় আরো একটি কর্মসূচিতে তৃণমূলের সাধারণ সম্পাদক ও প্রাক্তণ পন্চায়েত সমিতির সদস্য সহ প্রাক্তন উপপ্রধান,সহ সিপিএমের কর্মী সমর্থকরা বিজেপিতে যোগদান করেন বলে জানান জেলা বিজেপির সাধারণ সম্পাদক অনিল দত্ত। যোগদানের বিষয়ে কালনার তৃণমূল নেতা তথা পূর্ব বর্ধমান জেলা পরিষদের সহ সভাধিপতি দেবু টুডু বলেন,‘বামেদের লোকেরাই এখন রামেদের দলে নাম লেখাচ্ছে।যা কিছু হচ্ছে সবটাই নাটক।’Body:তৃণমূল ছেড়ে Conclusion:বিজেপিতে

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.