ETV Bharat / state

লকডাউনে বর্ধমানের একাধিক বাজারে ভিড়, প্রশ্নের মুখে পুলিশ প্রশাসন

গতকাল বর্ধমান শহরের বিভিন্ন অংশে ভিড় লক্ষ্য করা যায় । বর্ধমান শহরের রানিগঞ্জ বাজার, তেঁতুলতলা বাজার, বিবেকানন্দ কলেজ মোড়, স্টেশন বাজার সহ বিভিন্ন এলাকায় দেখে বোঝার উপায় ছিল না যে লকডাউন চলছে ।

gathering at markets of Bardhaman
বর্ধমানের একাধিক বাজারে ভিড়
author img

By

Published : Apr 28, 2020, 9:32 AM IST

বর্ধমান , 28 এপ্রিল : লকডাউন চললেও বর্ধমানের রাস্তায় দিনে দিনে ভিড় বাড়ছে। লকডাউন উপেক্ষা করেই মানুষ বেরিয়ে পড়ছেন রাস্তায় । পুলিশি নজরদারি থাকলে এই বিষয়টি কীভাবে সম্ভব হচ্ছে ? সামাজিক দূরত্ব মেনে চলার নিয়ম কেন পালন হচ্ছে না ? এসব নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে ।

গতকাল বর্ধমান শহরের বিভিন্ন অংশে ভিড় লক্ষ্য করা যায় । রানিগঞ্জ বাজার, তেঁতুলতলা বাজার, বিবেকানন্দ কলেজ মোড়, স্টেশন বাজারসহ বিভিন্ন এলাকা দেখে বোঝার উপায় ছিল না যে লকডাউন চলছে । যদিও পূর্ব বর্ধমান জেলা পুলিশ জেলার বিভিন্ন অংশে ড্রোন উড়িয়ে নজরদারি চালাচ্ছে । জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, কোনও কিছু শিথিল করা হয়নি । বিভিন্ন জায়গায় পুলিশের তরফে ড্রোন উড়িয়ে নজরদারি চালানো হচ্ছে । যারা লকডাউন অমান্য করছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে ।

কিন্তু কোরোনা সংক্রমণ এড়ানোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সামাজিক দূরত্ব মেনে চলা । প্রয়োজন লকডাউন সংক্রান্ত সরকারি নির্দেশিকা মেনে চলা । রাজ্যে কোরোনা আক্রান্তের সংখ্যা প্রতিদিন বাড়ছে । এদিকে বর্ধমান শহরের এই ছবি প্রশ্নের মুখে ফেলছে বর্ধমানের পুলিশ-প্রশাসনের কার্যকারিতাকে ।

বর্ধমান , 28 এপ্রিল : লকডাউন চললেও বর্ধমানের রাস্তায় দিনে দিনে ভিড় বাড়ছে। লকডাউন উপেক্ষা করেই মানুষ বেরিয়ে পড়ছেন রাস্তায় । পুলিশি নজরদারি থাকলে এই বিষয়টি কীভাবে সম্ভব হচ্ছে ? সামাজিক দূরত্ব মেনে চলার নিয়ম কেন পালন হচ্ছে না ? এসব নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে ।

গতকাল বর্ধমান শহরের বিভিন্ন অংশে ভিড় লক্ষ্য করা যায় । রানিগঞ্জ বাজার, তেঁতুলতলা বাজার, বিবেকানন্দ কলেজ মোড়, স্টেশন বাজারসহ বিভিন্ন এলাকা দেখে বোঝার উপায় ছিল না যে লকডাউন চলছে । যদিও পূর্ব বর্ধমান জেলা পুলিশ জেলার বিভিন্ন অংশে ড্রোন উড়িয়ে নজরদারি চালাচ্ছে । জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, কোনও কিছু শিথিল করা হয়নি । বিভিন্ন জায়গায় পুলিশের তরফে ড্রোন উড়িয়ে নজরদারি চালানো হচ্ছে । যারা লকডাউন অমান্য করছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে ।

কিন্তু কোরোনা সংক্রমণ এড়ানোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সামাজিক দূরত্ব মেনে চলা । প্রয়োজন লকডাউন সংক্রান্ত সরকারি নির্দেশিকা মেনে চলা । রাজ্যে কোরোনা আক্রান্তের সংখ্যা প্রতিদিন বাড়ছে । এদিকে বর্ধমান শহরের এই ছবি প্রশ্নের মুখে ফেলছে বর্ধমানের পুলিশ-প্রশাসনের কার্যকারিতাকে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.