ETV Bharat / state

রোগী মৃত্যু ঘিরে তপ্ত মন্তেশ্বর হাসপাতাল

রোগীর পরিবার ও হাসপাতাল সূত্রে খবর, পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের রাইগ্রামের বাসিন্দা মহম্মদসাহেব আজ সকাল 7টায় বমি ও পেটে ব্যাথার উপসর্গ নিয়ে মন্তেশ্বর হাসপাতালে ভরতি হন । কয়েক ঘণ্টা পরেই সাড়ে দশটা নাগাদ তাঁর মৃত্যু হয় । এরপরেই রোগীর পরিবারের লোকজন চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে দফায় দফায় ক্ষোভ প্রকাশ করেন ।

রোগীর দেহ রেখে বিক্ষোভ
author img

By

Published : Oct 14, 2019, 9:03 PM IST

মন্তেশ্বর, 14 অক্টোবর: চিকিৎসকের গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ উঠল কালনার মন্তেশ্বর হাসপাতালে ৷ রোগীর মৃত্যুর পর তাঁকে অন্য হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে মৃতের পরিবারের তরফে ৷ মৃত রোগীর নাম মুন্সি মহম্মদ মুস্তার (54) ৷ তিনি পেশায় ব্যবসায়ী ৷ বাড়ি মন্তেশ্বরের রাইগ্রাম এলাকায় ৷ ঘটনাকে কেন্দ্র হাসপাতাল চত্বরে আজ বিক্ষোভ দেখায় রোগীর পরিবারের লোকজন ৷ দফায় দফায় হাসপাতালের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন তাঁরা ৷ পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থানে আসে পুলিশ ৷ তবে এখনও পর্যন্ত হাসপাতালের বিরুদ্ধে কোনও অভিযোগ দায়ের করেনি মৃতের পরিবার ৷ তবে তাঁরা অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন ৷ অভিযোগ দায়ের হলে ঘটনা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ ৷

রোগীর পরিবার ও হাসপাতাল সূত্রে খবর, পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের রাইগ্রামের বাসিন্দা মহম্মদসাহেব আজ সকাল 7টায় বমি ও পেটে ব্যাথার উপসর্গ নিয়ে মন্তেশ্বর হাসপাতালে ভরতি হন । কয়েক ঘণ্টা পরেই 10টা 30 নাগাদ তাঁর মৃত্যু হয় । এরপরেই রোগীর পরিবারের লোকজন চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে দফায় দফায় ক্ষোভ প্রকাশ করেন ।

মহম্মদের দুই ভাই ফিরোজ মুন্সি ও মুন্সি মহম্মদ খান বলেন, "দাদাকে হাসপাতালে ভরতি করি সকালের দিকে । শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল ৷ কিন্তু তা সত্ত্বেও অন্য হাসপাতালে স্থানান্তরিত করেননি চিকিৎসক । মৃত্যুর পর অন্যত্র স্থানান্তরিত করা হয় । কিছু হওয়ার আগেই পুলিশ চলে আসে হাসপাতালে । এখানেই আমাদের সন্দেহ হচ্ছে । হাসপাতাল কর্তৃপক্ষ বুঝেশুনেই পুলিশকে ফোন করে ডেকে নিয়ে আসে । চিকিৎসায় গাফিলতির কারণেই দাদার মৃত্যু হয়েছে । নির্দিষ্ট স্থানে আমরা অভিযোগ জানাব ।" হাসপাতালের ভারপ্রাপ্ত সুপার ডা: সত্যপ্রকাশ পাত্র বলেন, "বিষয়টা শুনেছি । অভিযোগ পেলে নিশ্চয়ই খতিয়ে দেখা হবে ।"

মন্তেশ্বর, 14 অক্টোবর: চিকিৎসকের গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ উঠল কালনার মন্তেশ্বর হাসপাতালে ৷ রোগীর মৃত্যুর পর তাঁকে অন্য হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে মৃতের পরিবারের তরফে ৷ মৃত রোগীর নাম মুন্সি মহম্মদ মুস্তার (54) ৷ তিনি পেশায় ব্যবসায়ী ৷ বাড়ি মন্তেশ্বরের রাইগ্রাম এলাকায় ৷ ঘটনাকে কেন্দ্র হাসপাতাল চত্বরে আজ বিক্ষোভ দেখায় রোগীর পরিবারের লোকজন ৷ দফায় দফায় হাসপাতালের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন তাঁরা ৷ পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থানে আসে পুলিশ ৷ তবে এখনও পর্যন্ত হাসপাতালের বিরুদ্ধে কোনও অভিযোগ দায়ের করেনি মৃতের পরিবার ৷ তবে তাঁরা অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন ৷ অভিযোগ দায়ের হলে ঘটনা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ ৷

রোগীর পরিবার ও হাসপাতাল সূত্রে খবর, পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের রাইগ্রামের বাসিন্দা মহম্মদসাহেব আজ সকাল 7টায় বমি ও পেটে ব্যাথার উপসর্গ নিয়ে মন্তেশ্বর হাসপাতালে ভরতি হন । কয়েক ঘণ্টা পরেই 10টা 30 নাগাদ তাঁর মৃত্যু হয় । এরপরেই রোগীর পরিবারের লোকজন চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে দফায় দফায় ক্ষোভ প্রকাশ করেন ।

মহম্মদের দুই ভাই ফিরোজ মুন্সি ও মুন্সি মহম্মদ খান বলেন, "দাদাকে হাসপাতালে ভরতি করি সকালের দিকে । শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল ৷ কিন্তু তা সত্ত্বেও অন্য হাসপাতালে স্থানান্তরিত করেননি চিকিৎসক । মৃত্যুর পর অন্যত্র স্থানান্তরিত করা হয় । কিছু হওয়ার আগেই পুলিশ চলে আসে হাসপাতালে । এখানেই আমাদের সন্দেহ হচ্ছে । হাসপাতাল কর্তৃপক্ষ বুঝেশুনেই পুলিশকে ফোন করে ডেকে নিয়ে আসে । চিকিৎসায় গাফিলতির কারণেই দাদার মৃত্যু হয়েছে । নির্দিষ্ট স্থানে আমরা অভিযোগ জানাব ।" হাসপাতালের ভারপ্রাপ্ত সুপার ডা: সত্যপ্রকাশ পাত্র বলেন, "বিষয়টা শুনেছি । অভিযোগ পেলে নিশ্চয়ই খতিয়ে দেখা হবে ।"

Intro:রোগীর মৃত্যুর পরে রেফারের অভিযোগ , পুলিশ কেন এলো প্রশ্ন রোগীর পরিবারের

সন্তোষ দাস, মন্তেশ্বর

এবার চিকিৎসকের গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ উঠল কালনার মন্তেশ্বর হাসপাতালে।

সোমবার এই ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ালো।পরিস্থিতি সামাল দিতে আগেই পুলিশ চলে আসে। যা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে রোগীর পরিবার।
মৃত রোগীর নাম মুন্সী মহম্মদ মুস্তাক(৫৪)।বাড়ি মন্তেশ্বরের রাইগ্রাম এলাকায়।রোগীর মৃত্যুর পরেই চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে দফায়-দফায় ক্ষোভ প্রকাশ করেন রোগীর আত্মীয়রা।
এখনো পর্যন্ত কোনো অভিযোগ না হলেও রোগীর পরিবার অভিযোগ করবেন বলে জানান।অভিযোগ হলে খতিয়ে দেখবেন বলে আশ্বাস দেন হাসপাতাল কর্তৃপক্ষ।

                রোগীর পরিবার ও হাসপাতালসূত্রে জানা যায় যে,পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের রাইগ্রামের বাসিন্দা মুন্সী মহম্মদ মুস্তাক নামে ওই ব্যবসায়ীকে সোমবার সকাল সাতটায় বমি ও পেটে ব্যাথার উপসর্গ নিয়ে ভর্তি করা হয় মন্তেশ্বর হাসপাতালে।এরপরেই কয়েক ঘন্টা পরেই সাড়ে দশটা নাগাদ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।তারপরেই রোগীর পরিবার চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে   দফায় দফায় ক্ষোভপ্রকাশ করেন।
এই বিষয়ে মৃত রোগীর দুই ভাই ফিরোজ মুন্সী ও মুন্সী মহম্মদ খান বলেন,‘দাদাকে হাসপাতালে ভর্তি করি সকালের দিকে।শারীরিক অবস্থার অবনতি হলেও সময়ে অন্য হাসপাতালে স্থানান্তরিত করেননি চিকিৎসক।মারা যাওয়ার পর অন্যত্র স্থানান্তরিত করা হয়।কিছু হবার আগেই পুলিশ চলে আসে হাসপাতালে।আর এইটাই সন্দেহের কারণ।হাসপাতাল কতৃপক্ষ বুঝেশুনেই পুলিশকে ফোন করে ডেকে নিয়ে আসে।চিকিৎসায় গাফিলতির কারণেই দাদার মৃত্যু হয়েছে।নির্দিষ্ট স্থানে আমরা অভিযোগ জানাবো।’হাসপাতালের ভারপ্রাপ্ত আধিকারিক ডাঃ সত্যপ্রকাশ পাত্র বলেন,‘বিষয়টা শুনেছি।অভিযোগ পেলে নিশ্চয়ই খতিয়ে দেখা হবে।’Body:মৃত্যুর পরে Conclusion:রেফার
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.