বর্ধমান, 17 মার্চ : অন্য দেশ থেকে কিংবা ভিন রাজ্য থেকে যেসব যাত্রী প্লেনে করে কলকাতা এয়ারপোর্টে নামছেন তাঁদের তালিকা রাখা আছে জেলা স্বাস্থ্য দপ্তরের কাছে । তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করে তবেই এয়ারপোর্ট থেকে ছাড়া হচ্ছে । কিন্তু যাঁরা ভিন রাজ্য থেকে ট্রেনে করে ফিরছেন তাঁদের তালিকা না থাকায় সমস্যায় পড়েছে জেলা স্বাস্থ্য দপ্তর । তাই যাঁরা ট্রেনে করে ভিন রাজ্য থেকে ফিরছেন তাঁদের জন্য থার্মাল স্ক্রিনিং শুরু করল বর্ধমান জেলা প্রশাসন ।
রাজধানী, শতাব্দী ও দুরন্ত সহ প্রায় পঞ্চাশটি ট্রেন চলাচল করে বর্ধমান স্টেশনের উপর দিয়ে ৷ ফলে ভিন রাজ্য থেকে অনেক যাত্রী জেলায় ফিরছেন ৷ জেলা প্রশাসন তাঁদের জন্য থার্মাল স্ক্রিনিং এবং সচেতনতা শিবিবের আয়োজন করেছে স্টেশন চত্বরে । স্ক্রিনিং টেস্টের সময় যদি কোনও অসঙ্গতি ধরা পড়ে তাহলে তাঁদের জন্য চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে ৷
জেলা মুখ্যস্বাস্থ্য আধিকারিক প্রণব কুমার রায় বলেন, ‘‘অন্য দেশ থেকে কিংবা রাজ্য থেকে এয়ারপোর্টে যাঁরা নামছেন তাঁদের তালিকা জেলা স্বাস্থ্য দপ্তরের কাছে রাখা আছে । কিন্তু যাঁরা ভিন রাজ্য থেকে ট্রেনে আসছেন সেই তালিকা না থাকায় অসুবিধা তৈরি হচ্ছে । মানুষের কাছে আবেদন করা হচ্ছে তাঁরা যেন অহেতুক আতঙ্ক না ছড়ায় । স্বাস্থ্য দফতরের যে গাইডলাইন আছে সেই গাইডলাইন মেনে চললে ভয়ের কিছু নেই । ’’