ETV Bharat / state

Ketugram Road Problem: রাস্তা সারাইয়ের দাবিতে কেতুগ্রামে লিফলেট বিলি পঞ্চায়েত প্রধানের

বেহাল হলদিয়া-ফরাক্কা রাজ্য সড়কের একাংশ (Haldia Farakka road) ৷ রাস্তা সারাইয়ের দাবি জানিয়ে কেতুগ্রামে লিফলেট বিলি পঞ্চায়েত প্রধানের (Ketugram Road Problem) ৷

Ketugram Road Problem
ETV Bharat
author img

By

Published : Sep 18, 2022, 11:06 PM IST

কেতুগ্রাম, 18 সেপ্টেম্বর: রাজ্য সড়ক সারাইয়ের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে লিফলেট বিলি করলেন গ্রাম পঞ্চায়েতের প্রধান । পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রামের (Ketugram) বেড়ুগ্রাম পঞ্চায়েতের প্রধান মহম্মদ শহিদুল্লাহর এই ভূমিকায় খুশি এলাকাবাসী ।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে বেহাল হলদিয়া-ফরাক্কা রাজ্য সড়ক (Haldia Farakka road) । রাস্তাটি পিডব্লুডি বিভাগের মধ্যে পড়লেও ফুটিসাঁকো পর্যন্ত কয়েক কিলোমিটার অংশ পড়ে পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রামের বেড়ুগ্রাম পঞ্চায়েতের মধ্যে । এই রাস্তার সাত কিলোমিটার অংশ এতটাই খারাপ যে সাধারণ মানুষ ওই রাস্তা দিয়ে চলাচল করতে পারেন না । অথচ উত্তরবঙ্গ থেকে কলকাতা যাবার জন্য সহজ এবং শর্টকাট রাস্তা হচ্ছে ওই জাতীয় সড়ক (Ketugram Road Problem) ।

আরও পড়ুন: সংঘর্ষে মৃত্যু স্কুটিচালকের, শিলিগুড়িতে ঘাতক বাসে আগুন জনতার

বিষয়টি নিয়ে গ্রামবাসীরা পঞ্চায়েতকে জানিয়েছিল । কিন্তু কাজের কাজ কিছুই হয়নি । অগত্যা গ্রাম পঞ্চায়েত প্রধান নিজেই উদ্যোগ নিয়ে লিফলেট ছাপিয়ে সাধারণ মানুষ এবং আধিকারিকদের দৃষ্টি আকর্ষণ করার কাজ শুরু করেছেন ৷ রবিবার গ্রাম পঞ্চায়েতের প্রধান মহম্মদ শহিদুল্লাহ বলেন, "হলদিয়া-ফরাক্কা রাজ্য সড়কের একাংশ ফুটিসাঁকো পর্যন্ত ভৌগোলিকভাবে পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম এলাকার মধ্যে পড়ে । প্রায় 7 কিলোমিটার পড়ছে আমাদের গ্রাম পঞ্চায়েত এলাকার মধ্যে ৷ তবে এই রাস্তার দেখভালের দায়িত্বে মুর্শিদাবাদ পিডব্লুডি । এরপরেও কিছু রাস্তা খারাপ আছে কিন্তু সেটা আমাদের গ্রাম পঞ্চায়েতের মধ্যে পড়ছে না । ইতিমধ্যেই বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে । বারবার আমি লিখিতভাবে জানিয়েছি । হয়তো কোনও কারণেই সেটা করা সম্ভব হয়নি ।"

রাস্তা সারাইয়ের দাবিতে কেতুগ্রামে লিফলেট বিলি পঞ্চায়েত প্রধানের

তাঁর আরও অভিযোগ, "যখনই লিখিতভাবে জানাই তখনই বেশ কিছু ইটের টুকরো নিয়ে কাজ করা হয় । অথচ এই রাস্তার খুব ব্যস্ততম রাস্তা । উত্তরবঙ্গ থেকে কলকাতা যাওয়ার জন্য একমাত্র সহজ এবং শর্টকাট রাস্তা এটা । যেহেতু এই এলাকাযর জনপ্রতিনিধি আমি, তাই মানুষের প্রতি আমার একটা দায়বদ্ধতা থেকেই যায় । তাই আমি বিষয়টি সকলে নজরে আনার জন্য হ্যান্ড বিল বিলি করছি ।" এই রাস্তা দ্রুত সারাই না হলে যেকোনও মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের (panchayat pradhan distributes leaflate and demand for repairing of road in Ketugram) ৷

কেতুগ্রাম, 18 সেপ্টেম্বর: রাজ্য সড়ক সারাইয়ের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে লিফলেট বিলি করলেন গ্রাম পঞ্চায়েতের প্রধান । পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রামের (Ketugram) বেড়ুগ্রাম পঞ্চায়েতের প্রধান মহম্মদ শহিদুল্লাহর এই ভূমিকায় খুশি এলাকাবাসী ।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে বেহাল হলদিয়া-ফরাক্কা রাজ্য সড়ক (Haldia Farakka road) । রাস্তাটি পিডব্লুডি বিভাগের মধ্যে পড়লেও ফুটিসাঁকো পর্যন্ত কয়েক কিলোমিটার অংশ পড়ে পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রামের বেড়ুগ্রাম পঞ্চায়েতের মধ্যে । এই রাস্তার সাত কিলোমিটার অংশ এতটাই খারাপ যে সাধারণ মানুষ ওই রাস্তা দিয়ে চলাচল করতে পারেন না । অথচ উত্তরবঙ্গ থেকে কলকাতা যাবার জন্য সহজ এবং শর্টকাট রাস্তা হচ্ছে ওই জাতীয় সড়ক (Ketugram Road Problem) ।

আরও পড়ুন: সংঘর্ষে মৃত্যু স্কুটিচালকের, শিলিগুড়িতে ঘাতক বাসে আগুন জনতার

বিষয়টি নিয়ে গ্রামবাসীরা পঞ্চায়েতকে জানিয়েছিল । কিন্তু কাজের কাজ কিছুই হয়নি । অগত্যা গ্রাম পঞ্চায়েত প্রধান নিজেই উদ্যোগ নিয়ে লিফলেট ছাপিয়ে সাধারণ মানুষ এবং আধিকারিকদের দৃষ্টি আকর্ষণ করার কাজ শুরু করেছেন ৷ রবিবার গ্রাম পঞ্চায়েতের প্রধান মহম্মদ শহিদুল্লাহ বলেন, "হলদিয়া-ফরাক্কা রাজ্য সড়কের একাংশ ফুটিসাঁকো পর্যন্ত ভৌগোলিকভাবে পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম এলাকার মধ্যে পড়ে । প্রায় 7 কিলোমিটার পড়ছে আমাদের গ্রাম পঞ্চায়েত এলাকার মধ্যে ৷ তবে এই রাস্তার দেখভালের দায়িত্বে মুর্শিদাবাদ পিডব্লুডি । এরপরেও কিছু রাস্তা খারাপ আছে কিন্তু সেটা আমাদের গ্রাম পঞ্চায়েতের মধ্যে পড়ছে না । ইতিমধ্যেই বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে । বারবার আমি লিখিতভাবে জানিয়েছি । হয়তো কোনও কারণেই সেটা করা সম্ভব হয়নি ।"

রাস্তা সারাইয়ের দাবিতে কেতুগ্রামে লিফলেট বিলি পঞ্চায়েত প্রধানের

তাঁর আরও অভিযোগ, "যখনই লিখিতভাবে জানাই তখনই বেশ কিছু ইটের টুকরো নিয়ে কাজ করা হয় । অথচ এই রাস্তার খুব ব্যস্ততম রাস্তা । উত্তরবঙ্গ থেকে কলকাতা যাওয়ার জন্য একমাত্র সহজ এবং শর্টকাট রাস্তা এটা । যেহেতু এই এলাকাযর জনপ্রতিনিধি আমি, তাই মানুষের প্রতি আমার একটা দায়বদ্ধতা থেকেই যায় । তাই আমি বিষয়টি সকলে নজরে আনার জন্য হ্যান্ড বিল বিলি করছি ।" এই রাস্তা দ্রুত সারাই না হলে যেকোনও মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের (panchayat pradhan distributes leaflate and demand for repairing of road in Ketugram) ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.