ETV Bharat / state

বর্ধমানের কোরোনা চিকিৎসাকেন্দ্রে মৃত আরও 1

বর্ধমানের কোরোনা চিকিৎসাকেন্দ্রে মৃত্যু হল এক রোগীর। তবে, সোয়াবের নমুনা পরীক্ষার পরই ওই রোগীর মৃত্যুর কারণ জানানো হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ ।

one-patient-died-at-corona-medical-center
বর্ধমান
author img

By

Published : May 24, 2020, 9:46 PM IST

বর্ধমান, 24 মে: বর্ধমানের গাংপুরের কোরোনা চিকিৎসাকেন্দ্রে মৃত্যু হল একজনের । তাঁর সোয়াবের নমুনা পরীক্ষা করে দেখা হচ্ছে । এদিকে, রবিবার ওই হাসপাতালে আরও 10 জনকে ভরতি করা হয়েছে । এখন সেখানে মোট 85 জন ভরতি রয়েছেন।

ইতিমধ্যেই জেলায় ফিরেছেন একাধিক পরিযায়ী শ্রমিক। যার পর বর্ধমানে আক্রান্তের সংখ্যা আরও বেড়েছে । এরই মধ্যে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হল একজনের । রবিবার জেলা প্রশাসনের ওয়েবসাইটের মাধ্যমে জানানো হয়, গত 24 ঘণ্টায় বর্ধমান শহরের গাংপুরের কোরোনা চিকিৎসাকেন্দ্রে একজন রোগীর মৃত্যু হয়েছে। বর্তমানে সেই হাসপাতালে 85 জন ভরতি রয়েছেন । তাঁদের মধ্যে 11 জনকে CCU-তে রাখা হয়েছে । অবস্থা গুরুতর হওয়ায় অক্সিজেন দেওয়া হচ্ছে 16 জনকে।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গিয়েছে, শনিবার জেলার 1 হাজার 131 জনের সোয়াবের নমুনা সংগ্রহ করা হয়েছিল। যেগুলির মধ্যে 556টি নমুনা বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে, 295টি নমুনা কলকাতার RG কর হাসপাতালে এবং 280টি নমুনা দুর্গাপুরের সনকা হাসপাতালে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ।

বর্ধমান, 24 মে: বর্ধমানের গাংপুরের কোরোনা চিকিৎসাকেন্দ্রে মৃত্যু হল একজনের । তাঁর সোয়াবের নমুনা পরীক্ষা করে দেখা হচ্ছে । এদিকে, রবিবার ওই হাসপাতালে আরও 10 জনকে ভরতি করা হয়েছে । এখন সেখানে মোট 85 জন ভরতি রয়েছেন।

ইতিমধ্যেই জেলায় ফিরেছেন একাধিক পরিযায়ী শ্রমিক। যার পর বর্ধমানে আক্রান্তের সংখ্যা আরও বেড়েছে । এরই মধ্যে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হল একজনের । রবিবার জেলা প্রশাসনের ওয়েবসাইটের মাধ্যমে জানানো হয়, গত 24 ঘণ্টায় বর্ধমান শহরের গাংপুরের কোরোনা চিকিৎসাকেন্দ্রে একজন রোগীর মৃত্যু হয়েছে। বর্তমানে সেই হাসপাতালে 85 জন ভরতি রয়েছেন । তাঁদের মধ্যে 11 জনকে CCU-তে রাখা হয়েছে । অবস্থা গুরুতর হওয়ায় অক্সিজেন দেওয়া হচ্ছে 16 জনকে।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গিয়েছে, শনিবার জেলার 1 হাজার 131 জনের সোয়াবের নমুনা সংগ্রহ করা হয়েছিল। যেগুলির মধ্যে 556টি নমুনা বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে, 295টি নমুনা কলকাতার RG কর হাসপাতালে এবং 280টি নমুনা দুর্গাপুরের সনকা হাসপাতালে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.