ETV Bharat / state

পূর্ব বর্ধমানে কোরোনায় আক্রান্ত আরও 1, সুস্থ অধিকাংশ - bardhaman news

পূর্ব বর্ধমানে কোরোনায় আক্রান্ত আরও একজন । জেলায় আজ পর্যন্ত মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 149  । তবে বেশিরভাগ রোগী সুস্থ হয়ে গেছেন ।

corona
corona
author img

By

Published : Jun 23, 2020, 11:34 PM IST

বর্ধমান, 23 জুন : পূর্ব বর্ধমানে কোরোনায় আক্রান্ত আরও একজন । জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, জেলায় আজ পর্যন্ত মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 149 । নতুন আক্রান্ত ব্যক্তি কালনা 1 ব্লকের বাসিন্দা । জেলা প্রশাসনের তরফে সেই এলাকাকে কনটেনমেন্ট জ়োন হিসেবে ঘোষণা করা হয়েছে ।

জেলা প্রশাসন সূত্রে খবর, জেলায় মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 149 । তবে বেশিরভাগ রোগী সুস্থ হয়ে গেছেন । ইতিমধ্যে 137 জনকে ছুটি দিয়ে দেওয়া হয়েছে । চিকিৎসা চলছে 12 জনের । কোয়ারানটিন সেন্টারে আছেন 3,288 জন । হোম কোয়ারানটিনে আছেন 8,898 জন । মূলত মহারাষ্ট্র, দিল্লি, গুজরাত, তামিলনাড়ু এবং মধ্যপ্রদেশ থেকে ফিরে আসা পরিযায়ী শ্রমিকরাই বেশি সংখ্যায় সংক্রমিত হয়েছেন । এখনও পর্যন্ত ওই পাঁচ রাজ্য থেকে 1540 জন জেলায় ফিরেছেন ।

ট্রেনে ভিনরাজ্য থেকে শ্রমিক ফেরার পর জেলায় কোরোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছিল । যা চিন্তায় রাখে জেলা প্রশাসনকে । পরিস্থিতি যেদিকে এগোচ্ছিল তাতে দিনে গড়ে 15-20 জন ব্যক্তি কোরোনায় আক্রান্ত হচ্ছিলেন । তবে জেলায় যাঁরা আক্রান্ত হয়েছেন তাঁরা অন্য জেলা কিংবা অন্য রাজ্য থেকে ফিরেছেন । আজ জেলায় কোনও ট্রেন আসেনি ।

বর্ধমান, 23 জুন : পূর্ব বর্ধমানে কোরোনায় আক্রান্ত আরও একজন । জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, জেলায় আজ পর্যন্ত মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 149 । নতুন আক্রান্ত ব্যক্তি কালনা 1 ব্লকের বাসিন্দা । জেলা প্রশাসনের তরফে সেই এলাকাকে কনটেনমেন্ট জ়োন হিসেবে ঘোষণা করা হয়েছে ।

জেলা প্রশাসন সূত্রে খবর, জেলায় মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 149 । তবে বেশিরভাগ রোগী সুস্থ হয়ে গেছেন । ইতিমধ্যে 137 জনকে ছুটি দিয়ে দেওয়া হয়েছে । চিকিৎসা চলছে 12 জনের । কোয়ারানটিন সেন্টারে আছেন 3,288 জন । হোম কোয়ারানটিনে আছেন 8,898 জন । মূলত মহারাষ্ট্র, দিল্লি, গুজরাত, তামিলনাড়ু এবং মধ্যপ্রদেশ থেকে ফিরে আসা পরিযায়ী শ্রমিকরাই বেশি সংখ্যায় সংক্রমিত হয়েছেন । এখনও পর্যন্ত ওই পাঁচ রাজ্য থেকে 1540 জন জেলায় ফিরেছেন ।

ট্রেনে ভিনরাজ্য থেকে শ্রমিক ফেরার পর জেলায় কোরোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছিল । যা চিন্তায় রাখে জেলা প্রশাসনকে । পরিস্থিতি যেদিকে এগোচ্ছিল তাতে দিনে গড়ে 15-20 জন ব্যক্তি কোরোনায় আক্রান্ত হচ্ছিলেন । তবে জেলায় যাঁরা আক্রান্ত হয়েছেন তাঁরা অন্য জেলা কিংবা অন্য রাজ্য থেকে ফিরেছেন । আজ জেলায় কোনও ট্রেন আসেনি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.